#ধরমশালা: সিরিজ শেষ। তবে যুদ্ধ রয়ে গেল। ধরমশালায় স্ল্যাং গেট কাণ্ডে স্মিথের ক্ষমা চাওয়ার দিনেই বিরাট জানালেন, অজিদের সঙ্গে আর কোনও বন্ধুত্ব নয়।
এই ছবিটা তৃতীয় দিনের শেষে। ক্যামেরায় ধরা পড়ে গেল অজি অধিনায়কের অভব্য আচরণ। জেন্টালম্যানস গেমে, তাঁরা যে কোনও দিনই ভদ্র ছিলেন না, তা শান্তির এই শহরে ফের প্রমাণ করলেন অজি ক্রিকেটে চ্যাপেল ভাইদের এই পরবর্তী প্রজন্ম। তাই হুঁশ ফিরতে, ঢোঁক গিললেন স্টিভ স্মিথ। বিজয়কে গালাগাল দিয়ে আবার ক্ষমাও চাইলেন। কিন্তু আর কোনও ক্ষমা নয়। সিরিজ জিতে অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের কাছে তা স্পষ্ট করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
ব্রেন ফেড থেকে স্ল্যাং গেট। চার ম্যাচের বর্ডার-গাভাসকর ট্রফি থেকে নতুন ইন্ধন। তাই সিরিজ শেষ হয়ে গেলেও, যুদ্ধ জিইয়ে থাকার ইঙ্গিত থেকেই গেল।