#নয়াদিল্লি: ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। এবার সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক আজকের ভাগ্যে কী রয়েছে!
#সংখ্যা ১ (যাঁদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে):
আজ পার্টনারশিপ, কোনও কনসার্ট বা ভ্রমণের পরিকল্পনা পূর্ণ হবে। কর্মক্ষেত্রে আপনাকে কূটনৈতিক বুদ্ধি প্রয়োগ করতে হবে।শুভ রঙ: বেইজশুভ দিন: সোমবার
শুভ সংখ্যা: ১দান: হলুদ দান করুন
#সংখ্যা ২ (যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে):
আজকের আবেগপূর্ণ দিনে নিজের মনের কথাই শুনুন। কোনও ডিল ফাইনাল করতে হলে আজকের দিনটি শুভ।শুভ রঙ: পিচশুভ দিন: সোমবারশুভ সংখ্যা: ২দান: অভাবী এবং গবাদি পশুদের পানীয় জল দান করুন
আরও পড়ুন : অন্য কাউকে দেখলেই আমরাও হাই তুলি কেন? হাই তোলার সময় হাত দিয়ে মুখ চাপিই বা কেন?
#সংখ্যা ৩ (যাঁদের জন্ম ৩, ১২, ২১ এবং ৩০ তারিখে):
আজকের দিনটি আত্মপ্রকাশের জন্য দারুন। চেষ্টা করুন সত্যি কথা বলতে। বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য দারুন দিন।শুভ রঙ: সবুজশুভ দিন: বৃহস্পতিবারশুভ সংখ্যা: ৩, ৯দান: মন্দিরে কুমকুম দান করুন
#সংখ্যা ৪ (যাঁদের জন্ম ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে):
দিনটি ভবিষ্যৎ পরিকল্পনা এবং তার বাস্তবায়ণে পূর্ণ হয়ে উঠতে চলেছে। ব্যক্তিগত সম্পর্কও আজ ভালো থাকবে।শুভ রঙ: টিলশুভ দিন: মঙ্গলবারশুভ সংখ্যা: ৯দান: দরিদ্রদের সবুজ শস্য দান করুন
আরও পড়ুন : দু’ পক্ষের সম্মতিতেও সঙ্গম নিয়ে অপরাধ বা পাপবোধে ভোগেন?
#সংখ্যা ৫ (যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে):
নিজের আবেগকে চেষ্টা করুন নিয়ন্ত্রণে রাখতে। সম্পত্তি সম্পর্কিত কোনও সিদ্ধান্ত নিতে হলে আজকের দিন শুভ।শুভ রঙ: সবুজশুভ দিন: বুধবারশুভ সংখ্যা: ৫দান: অনাথদের সবুজ ফল দান করুন
#সংখ্যা ৬ (যাঁদের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখে):
পরিবার, বন্ধুবান্ধব সকলের সমর্থনে নিজেকে ভাগ্যবান মনে হবে। শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারেন।শুভ রঙ: অ্যাকোয়াশুভ দিন: শুক্রবারশুভ সংখ্যা: ৬দান: সাদা মুদ্রা দান করুন
আরও পড়ুন : গরমে সুস্থ থাকতে কেন আমরা ছাতু খাব?
#সংখ্যা ৭ (যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে):
আজ সময়মতো সমস্ত কাজ শেষ হবে। আর্থিক বিষয়ে বড়দের মতামত মেনে চলুন।শুভ রঙ: সি গ্রিনশুভ দিন: সোমবারশুভ সংখ্যা: ৭দান: মন্দিরে তামা বা ব্রোঞ্জের জিনিস দান করুন
#সংখ্যা ৮ (যাঁদের জন্ম ৮, ১৭ এবং ২৬ তারিখে):
কোথাও কোনও কাজ না হলে অর্থ এবং শক্তির ব্যবহার করুন। প্রোডাকশন এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে যাঁরা কাজ করছেন তাঁরা বিনিয়োগের ঝুঁকি নিতে পারেন।শুভ রঙ: সি ব্লুশুভ দিন: শনিবারশুভ সংখ্যা: ৬দান: দরিদ্রদের জুতো দান করুন
আরও পড়ুন: ১ লাখ টাকা এক বছরে বেড়ে ১২ লাখ, মিলছে ১,১০০ শতাংশ রিটার্ন, কিনেছেন এই স্টক?
#সংখ্যা ৯ (যাঁদের জন্ম ৯, ১৮ এবং ২৭ তারিখে):
দলগত ভাবে কাজ করতে হলে অহঙ্কারকে তার মধ্যে না আনাই ভালো। আজ বাবা-মায়েরা তাঁদের সন্তানদের নিয়ে গর্বিত হবেন।শুভ রঙ: কমলাশুভ দিন: মঙ্গলবারশুভ সংখ্যা: ৯দান: মন্দিরে কুমকুম দান করুন
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Astrology, Numerology Suggestions