ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। এবার সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক আজকের দিনে কার ভাগ্যে কী রয়েছে!
আরও পড়ুন: রাশিফল ১৮ এপ্রিল; দেখে নিন কেমন যাবে আজকের দিন
সংখ্যা ১ (যাঁদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে):
সৃজনশীল কাজের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের জন্য আজ দারুণ একটি দিন। কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আজ জয় আসবেই। প্রেমের ক্ষেত্রেও ভালোই যাবে দিনটা।
শুভ রঙ: কমলা
শুভ দিন: রবিবার এবং মঙ্গলবার
শুভ সংখ্যা: ১ এবং ৯
দান: অনুগ্রহ করে আজ লাল কাপড়ের টুকরো দান করুন
সংখ্যা ২ (যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে):
কর্মক্ষেত্রে সিনিয়র সহকর্মীদের সাহায্যে আজ সাফল্য মিলবে। আজকের দিনে নিজেকে সংযত রাখাই বাঞ্ছনীয়। সন্তান এবং পরিবারের সঙ্গে কাটানোর জন্য আজ দারুণ একটা দিন। সঙ্গীর সামনে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে হবে।
শুভ রঙ: গোলাপি
শুভ দিন: সোমবার
শুভ সংখ্যা: ২
দান: অনুগ্রহ করে আজ দরিদ্রদের দুধ দান করুন
আরও পড়ুন- বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রাজ্যের এই জেলাগুলিতে, জানুন আবহাওয়ার আপডেট
সংখ্যা ৩ (যাঁদের জন্ম ৩, ১২, ২১ এবং ৩০ তারিখে):
সৃজনশীল শিল্পকর্মের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের জন্য বড়সড় কোনও সুযোগ আসতে চলেছে। পরিকল্পনা ছকে রাখতে হবে, যাতে তা বাস্তবায়নের কাজ শীঘ্রই শুরু করা যায়।
শুভ রঙ: লাল
শুভ দিন: বৃহস্পতিবার
শুভ সংখ্যা: ৩ এবং ৯
দান: অনুগ্রহ করে আজ মন্দিরে চন্দন দান করুন
সংখ্যা ৪ (যাঁদের জন্ম ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে):
নিজের ক্ষমতার জোর খাটিয়ে আজ যে কোনও কাজ মসৃণ ভাবে করে নিতে হবে। ব্যবসায়িক চুক্তিও কোনও বাধা-বিপত্তি ছাড়াই সম্পন্ন হবে।
শুভ রঙ: পার্পল
শুভ দিন: মঙ্গলবার
শুভ সংখ্যা: ৯
দান: অনুগ্রহ করে আজ শিশুদের চারাগাছ দান করুন
সংখ্যা ৫ (যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে):
দীর্ঘদিন ধরে চলা কোনও সমস্যার আজ নিষ্পত্তি হবে, আর এই সমস্যা সমাধানে পাশে পাবেন নিজের বন্ধু ও পরিজনদের। আর্থিক ক্ষেত্রে লাভ আসবে। প্রেমের জন্যও দিনটি দারুণ।
শুভ রঙ: সবুজ এবং কমলা
শুভ দিন: বুধবার
শুভ সংখ্যা: ৫
দান: অনুগ্রহ করে আজ পোষ্যদের জল বা তরল খাবার দান করুন
সংখ্যা ৬ (যাঁদের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখে):
আজকের দিনটা সুখ-সমৃদ্ধি থেকে ভরা থাকবে। সঙ্গীর সঙ্গে চলা কোনও সমস্যা অথবা বিবাদ আজ মিটিয়ে শপিং করতে বেরিয়ে পড়লে ভালো। প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও দিনটা ভালোই কাটবে।
শুভ রঙ: বেগুনি
শুভ দিন: শুক্রবার
শুভ সংখ্যা: ৬
দান: অনুগ্রহ করে আজ সাদা রুমাল দান করুন
সংখ্যা ৭ (যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে):
সব কিছুতে সন্দেহ আজ করলে চলবে না। কারণ আজ সব কিছু ভালোই যাবে। যে কোনও চ্যালেঞ্জ আজ গ্রহণ করতে হবে এবং তা বুদ্ধির জোরে জয়ও করতে হবে। যে সমস্যা আজ বড় মনে হবে, এই সপ্তাহের মধ্যেই সেই সমস্যা কেটে যাবে।
শুভ রঙ: কমলা
শুভ দিন: সোমবার
শুভ সংখ্যা: ৭ এবং ৯
দান: অনুগ্রহ করে আজ তামা ধাতুর ছোট্ট টুকরো দান করুন
সংখ্যা ৮ (যাঁদের জন্ম ৮, ১৭ এবং ২৬ তারিখে):
আর্থিক ক্ষেত্রে প্রচুর লাভ আসতে চলেছে। সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্তের ক্ষেত্রেও ভাগ্য আপনার সঙ্গেই থাকবে। তবে আইনি বিবাদের নিষ্পত্তি হতে একটু সময় লাগবে।
শুভ রঙ: ঘন পার্পল
শুভ দিন: শুক্রবার
শুভ সংখ্যা: ৬
দান: অনুগ্রহ করে আজ অভাবীদের ছাতা দান করুন
সংখ্যা ৯ (যাঁদের জন্ম ৯, ১৮ এবং ২৭ তারিখে):
প্রেমের জন্য আজ দারুণ দিন, নিজের আবেগ প্রকাশ করতে হবে। ব্যবসায়িক সম্পর্ক ও চুক্তির ক্ষেত্রে দারুণ সাফল্য আসতে চলেছে। সেলিব্রিটিদের জন্য দিনটা খুবই ভালো।
শুভ রঙ: লাল
শুভ দিন: মঙ্গলবার
শুভ সংখ্যা: ৯
দান: অনুগ্রহ করে আজ লাল মুসুর ডাল দান করুন
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Numerology Suggestions