বছরের প্রথম সূর্যগ্রহণ হচ্ছে ২০ এপ্রিল। ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে মনে করা হয় সূর্যগ্রহণের প্রভাব পৃথিবীর মানুষের উপর পড়ে থাকে। প্রভাবিত হয় রাশিচক্রও।
বিহারের পূর্ণিয়া মাজরার মা কামাখ্যা মন্দিরের পণ্ডিত গৌরীকান্ত ঝা জানান, এই সময় কোন রাশিগুলি প্রভাবিত হতে পারে। গৌরীকান্ত ঝা বলেছেন, সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না। তবে অন্য দেশে দেখা যাবে। ভারতীয় সময় অনুযায়ী সকাল ৫ টা থেকে ৬ টা ৩০ মিনিট পর্যন্ত অন্য কিছু দেশে সূর্যগ্রহণ দেখা যাবে। যা পৃথিবীর সকল জীবের উপর কিছু না কিছু প্রভাব ফেলবে। তবে এর প্রভাব চারটি রাশির জাতকদের সমস্যায় ফেলতে পারে। তাই এই সময় এই চার রাশির জাতক-জাতিকাকে বিশেষ সতর্ক থাকতে হবে, নিজের যত্ন নিতে হবে। বাকি রাশির অবস্থা স্বাভাবিক থাকবে বলে জানান তিনি।
আরও পড়ুন: এক চিমটে হলুদ আর একটি মুদ্রাতেই সফল! সংসারে অভাব অনটন ঘোচাতে জানুন বাস্তুর নিয়ম
এই চার রাশির জাতকরা সমস্যার সম্মুখীন হবেন—
পন্ডিত জানিয়েছেন, সূর্যগ্রহণের কারণে মেষ, বৃষ, কন্যা এবং তুলা— এই চারটি রাশির উপর বিশেষ প্রভাব পড়বে। সূর্যগ্রহণ দেখা না-গেলেও এই রাশির জাতক-জাতিকাদের উপর মানসিক চাপ পড়তে পারে। দেখা দিতে পারে অর্থনৈতিক বা অন্য কোনও সমস্যাও।
আরও পড়ুন: আজ ২০ এপ্রিল হাতে টাকা আসবে? না জলের মতো খরচ হবে? নিজের রাশি মিলিয়ে জানুন বিশদে
কিন্তু তাদের এড়িয়ে চলা যেতে পারে। এজন্য সতর্ক থাকতে হবে। সূর্যগ্রহণের সময় ঘর থেকে বের হওয়ার কোনও প্রয়োজন নেই।
গৌরীকান্ত ঝা বলেন, এই চারটি রাশির জাতক-জাতিকার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। তবে বাকি রাশিগুলি স্বাভাবিক থাকবে।
যদিও সূর্যগ্রহণের সময় সকল রাশির জাতক-জাতিকারই সতর্ক থাকা প্রয়োজন। নিতান্ত প্রয়োজনীয় কাজগুলিই শুধু এসময় সারা যেতে পারে। গ্রহণের প্রভাব অবশ্যই এড়িয়ে চলা দরকার বলে জানান গৌরীকান্ত। বিশেষ করে গর্ভবতী মহিলাদের বাইরে বের হওয়া একেবারেই উচিত নয় এসময়। তিনি জানান, সূর্যগ্রহণের সময় ধারালো জিনিস ব্যবহারও এড়িয়ে চলা প্রয়োজন। নিজেকে সুস্থ ও স্বাভাবিক রাখতে কিছু নিয়ম মেনে চলাই ভাল। আগামী ৫ মে চন্দ্রগ্রহণও হতে চলেছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Solar Eclipse