হোম /খবর /জ্যোতিষকাহন /
চলতি মাসেই ঘটতে চলেছে শুক্র গোচর! এর জন্য উত্থান-পতনের মুখে পড়বে এই দুই রাশি

Shukra Gochar 2023: চলতি মাসেই ঘটতে চলেছে শুক্র গোচর! এর প্রভাবে উত্থান-পতনের মুখে পড়বেন এই দুই রাশির জাতক-জাতিকারা

চলতি মাসেই ঘটতে চলেছে শুক্র গোচর! এর প্রভাবে উত্থান-পতনের মুখে পড়বেন এই দুই রাশির জাতক-জাতিকারা

চলতি মাসেই ঘটতে চলেছে শুক্র গোচর! এর প্রভাবে উত্থান-পতনের মুখে পড়বেন এই দুই রাশির জাতক-জাতিকারা

কয়েকটি রাশির জাতক-জাতিকার জীবনে শুভ সময় আসবে। আবার কিছু কিছু রাশির জাতক-জাতিকা কিন্তু সমস্যায় পড়তে পারেন।

  • Share this:

কলকাতা: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহের গোচরকে খুবই গুরুত্বপূর্ণ বলে গণ্য করা হয়। কারণ এই গ্রহগুলির গোচর বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের জন্য বিভিন্ন রকম ফল বয়ে আনে। চলতি মাসেই ঘটতে চলেছে শুক্র গোচর। আগামী ৩০ মে, ২০২৩ তারিখে শুক্র কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছেন। যার ফলে কয়েকটি রাশির জাতক-জাতিকার জীবনে শুভ সময় আসবে। আবার কিছু কিছু রাশির জাতক-জাতিকা কিন্তু সমস্যায় পড়তে পারেন।

শুক্র গোচরের ফলে ‘কারকো ভব নাশ্যতি’ যোগ তৈরি হচ্ছে। ‘কারক’ শব্দের অর্থ হল মহত্ত্ব প্রদানকারী। ‘ভব’ শব্দের অর্থ ঘর এবং ‘নাশ্যতি’ শব্দের অর্থ হল নষ্ট করা। ফলে ‘কারকো ভব নাশ্যতি’-র অর্থ হল, একটি নির্দিষ্ট ঘরকে নির্দেশ করা। একটি গ্রহ যখন এমন ঘরে থাকে, তখন তা শুভ ফল প্রদান করে না। জেনে নেওয়া যাক, কোন কোন রাশির জাতক-জাতিকার উপর কেমন প্রভাব পড়বে। কোন কোন রাশির জাতক-জাতিকার জীবনে কেমন প্রভাব পড়বে?

আরও পড়ুন– বুক করতে পারেন ট্রেনের একটা কোচ, এমনকী গোটা একটা ট্রেনই! ভারতীয় রেলের এই নিয়ম জানা আছে তো?

আরও পড়ুন– হৃদযন্ত্রের স্বাস্থ্য থাকবে ভাল! দেহে জমা হওয়া কোলেস্টেরলের মাত্রা হ্রাস করবে এই ৫ ফল

কর্কট রাশি: কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য শুক্র প্রথম ঘর দিয়ে গোচর করবেন, যেখানে শুক্র চতুর্থ এবং এগারোতম ঘরের অধিপতি। এই কারণে নিশ্চিত রূপে কর্কট রাশির জাতক-জাতিকাদের আর্থিক অবস্থা এবং সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি পাবে। তবে বৈবাহিক জীবনে কিছু সমস্যা আসতে পারে। অর্থাৎ শুক্র গোচরের নেতিবাচক প্রভাব নেমে আসতে পারে কর্কট রাশির জাতক-জাতিকাদের বৈবাহিক জীবনে। অস্থির পরিস্থিতি থেকে সাবধান হতে হবে। যে কোনও পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকা উচিত। সঙ্গীর সঙ্গে দ্বন্দ্ব-বিরোধ হতে পারে। তা বুদ্ধি খাটিয়ে সামলাতে হবে। না হলে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে।

মকর রাশি: মকর রাশির জাতক-জাতিকাদের জন্য শুক্র পঞ্চম এবং দশম ঘরের অধিপতি, তা এবার সপ্তম ঘরে গোচর করবে। এই রাশির জাতক-জাতিকাদের অন্যান্য ক্ষেত্রে আশীর্বাদ প্রদান করবেন তিনি। তবে বৈবাহিক জীবনে আসবে নানা ওঠা-পড়া। এই রাশির জাতক-জাতিকাদের নিজেদের সঙ্গীর সঙ্গে ঝামেলা হতে পারে। সাবধান থাকতে হবে। আর সেই সঙ্গে ঠান্ডা মাথায় বুঝে-শুনে নিজেদের বিবাদ নিষ্পত্তি করতে হবে।

(প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Astrology, Shukra Gochar, Shukra Gochar 2023