#নয়াদিল্লি: ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। এবার সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক আজকের দিনে কার ভাগ্যে কী রয়েছে!
#সংখ্যা ১ (যাঁদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে):
ইচ্ছা না থাকলেও আজ কাজ ভাগ করে নিতে হবে, চোখ-কান খোলা রাখলে নতুন সুযোগ মিলবে।
শুভ রঙ: বাদামি
শুভ দিন: রবিবার
শুভ সংখ্যা: ৯
দান: অনুগ্রহ করে আশ্রমে বাদামি চাল দান করুন
#সংখ্যা ২ (যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে):
পরিবারের সঙ্গে কাটানোর দিন আজ, প্রণয় সংক্রান্ত চিন্তা-ভাবনা ও পরিকল্পনা বাস্তবায়িত হবে।
শুভ রঙ: আকাশি নীল
শুভ দিন: সোমবার
শুভ সংখ্যা: ২, ৬
দান: অনুগ্রহ করে দরিদ্রদের সাদা মিষ্টি দান করুন
#সংখ্যা ৩ (যাঁদের জন্ম ৩, ১২, ২১ এবং ৩০ তারিখে):
ভালবাসার ব্যাপারে সাফল্য মিলবে আজ, ভবিষ্যতে থিতু হওয়ার ব্যাপারে দ্বিধা রাখলে চলবে না।
শুভ রঙ: কমলা
শুভ দিন: বৃহস্পতিবার
শুভ সংখ্যা: ৩, ১
দান: অনুগ্রহ করে দরিদ্রদের হলুদ দান করুন
#সংখ্যা ৪ (যাঁদের জন্ম ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে):
যোগাযোগ ক্ষমতার বলে আজ সব কাজ নির্বিঘ্নে সম্পন্ন হবে, প্রশংসাও জুটবে।
শুভ রঙ: নীল এবং লাল
শুভ দিন: মঙ্গলবার
শুভ সংখ্যা: ৯
দান: অনুগ্রহ করে দরিদ্রদের অন্ন-বস্ত্র দান করুন
#সংখ্যা ৫ (যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে):
কর্মক্ষেত্রে যোগ্যতার স্বীকৃতি মিলবে, মনের মানুষকে আরও একটু বেশি সময় দেওয়া দরকার।
শুভ রঙ: সি গ্রিন
শুভ দিন: বুধবার
ভ সংখ্যা: ৫
দান: অনুগ্রহ করে গবাদি পশুদের সবুজ ঘাস দান করুন
#সংখ্যা ৬ (যাঁদের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখে):
বন্ধুত্ব-ভালবাসা উভয় দিকেই সাফল্য মিলবে, একসঙ্গে অনেক কাজের দায়িত্ব না নেওয়াই ভালো।
শুভ রঙ: নীল
শুভ দিন: শুক্রবার
শুভ সংখ্যা: ৬
দান: অনুগ্রহ করে আশ্রমে সাদা মুদ্রা দান করুন
#সংখ্যা ৭ (যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে):
আজ থেকে আর্থিক অবস্থার উন্নতি হতে শুরু করবে, সম্পর্কের সূত্রে সাফল্য মিলবে।
শুভ রঙ: কমলা এবং নীল
শুভ দিন: সোমবার
শুভ সংখ্যা: ৭
দান: অনুগ্রহ করে হলুদ বস্ত্র দান করুন
#সংখ্যা ৮ (যাঁদের জন্ম ৮, ১৭ এবং ২৬ তারিখে):
নিজেকে এবার একটু বিশ্রাম দেওয়া দরকার, আজ বাইরে না খেলেই ভালো হয়।
শুভ রঙ: সি ব্লু
শুভ দিন: শুক্রবার
শুভ সংখ্যা: ৬
দান: অনুগ্রহ করে গবাদি পশুদের সবুজ শস্য দান করুন
#সংখ্যা ৯ (যাঁদের জন্ম ৯, ১৮ এবং ২৭ তারিখে):
নিঃস্বার্থ ভাবে কাজ করতে পারলে ঈশ্বরের আশীর্বাদ এবং সাফল্য দুই লাভ হবে।
শুভ রঙ: লাল
শুভ দিন: মঙ্গলবার
শুভ সংখ্যা: ৬, ৯
দান: অনুগ্রহ করে শিশুদের ডালিম দান করুন
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Numerology