ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
আজ খুব সতর্ক হয়ে কথা বলুন, কোনও বেফাঁস মন্তব্য করবেন না, নিজের সম্পর্কেও নয়, কাউকে নিয়েও নয়, বহু দিনের পরিচিত কারও সাহচর্যে পুরনো দিনের কথা মনে পড়বে।
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
আজ ভাগ্যে যশোরেখা ধ্রুবতারার মতো উজ্জ্বল হবে, যুক্তির বদলে টাকাপয়সার ক্ষেত্রে নিজের ষষ্ঠেন্দ্রিয়ের ওপরে ভরসা করলে ঠকতে হবে না, তবে সাফল্যের স্বার্থে সুখ ছাড়তে হবে।
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
দীর্ঘ দিনের কোনও দায়িত্ব বা উপকারের বোঝা হালকা হতে চলেছে, আজ প্রত্যুপকারের প্রথম পদক্ষেপের দিন, সবটা হালকা হবে না, তবে এই মুক্তি ভবিষ্যতে ফলদায়ক হয়ে উঠবে।
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
আত্মীয়-স্বজনদের উপদ্রবে দিনের শান্তি কিছুটা বিঘ্নিত হতে পারে, তবে তা দীর্ঘক্ষণ স্থায়ী হবে না, আজ ঘরের কাজে কিছু খরচ হতে পারে, পারিবারিক দায়িত্ব ব্যস্তও করে রাখবে।
আরও পড়ুন: অতিথির পাতে এই বিজয়ায় তুলে দিন বাড়িতে তৈরি সন্দেশআরও পড়ুন: রাত পোহালেই বিজয়া দশমী! কেন সিঁদুর খেলার নিয়ম পালন করা হয় জানেন?সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
সোজাসাপটা স্বভাবের জন্য সম্পর্কের ক্ষেত্রে আপনাকে আকছার কষ্ট পেতে হয়, স্পষ্টচেতা স্বভাব বজায় রেখেও সম্পর্কের প্রতারণা এড়ানো যায়, এটা এবার আপনাকে শিখতে হবে।
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
আজকের দিনটি যে কোনও বিবাদ মিটিয়ে নেওয়ার, অতীতের কোনও ভুলের ক্ষমা চাইতে আজ আপনার এতটুকুও সমস্যা হবে না, এর মধ্যে দিয়েই সম্পর্ক আবার সমে ফিরবে।
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
হিতাকাঙ্ক্ষীদের সাহচর্যে আজ অনেক সমস্যা দূর হবে, জীবনপথের রেখা কিছুটা হলেও স্পষ্ট হয়ে দেখা দেবে, সেই পথে কীভাবে চলতে হয় তা একমাত্র শেখাতে পারে আত্মবিশ্বাস।
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
এখন চারদিক কেবল গোলযোগে পূর্ণ বলে মনে হবে, কিন্তু এটাই বদলের প্রথম লক্ষণ, পরিবর্তন সর্বদাই জীবনকে সমৃদ্ধ করে, নিজেকে সময় দিয়ে পরিস্থিতির যুক্তি বোঝার চেষ্টা করুন।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
আপনি বাকপটু, তবে এই স্বভাব আজ বিপদ ডেকে আনতে পারে, তাই কোনও বিতর্কে জয়লাভের চেষ্টা আজ করবেন না, নতুন কিছু শেখা আর্থিক দিকে সমৃদ্ধি নিয়ে আসতে পারে।
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
নিজের কাছে সৎ থাকুন, অন্যদের দাবির বদলে নিজের কী করতে ইচ্ছে হচ্ছে তাকে প্রাধান্য দিন, কোন কোন দিকে অন্যদের দাবি নস্যাৎ করতে হবে, তার তালিকা তৈরি করে এগোন।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
ব্যক্তিগত সম্পর্কের জটিলতা এবার পেশাদার ক্ষেত্রেও প্রভাব ফেলছে, নিজেকে সময় দিয়ে ঠান্ডা মাথায় এর সমাধান করে উঠতে না পারলে সমস্যা কেবল বাড়বে, আবেগ নিয়ন্ত্রণে রাখুন।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
আজ যে কোনও কাজ খুব সহজে হয়ে যাবে, তবে এই কারণেই অতিরিক্ত আত্মবিশ্বাসকে প্রশ্রয় দেবেন না, যে কোনও ব্যাপারে এগোনোর আগে অগ্র-পশ্চাৎ বিবেচনা অবশ্য প্রয়োজন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ajker Rashifal