হোম /খবর /জ্যোতিষকাহন /
রাশিফল ৩১ জানুয়ারি: দেখে নিন কেমন যাবে কালকের দিন!

Rashifal: রাশিফল ৩১ জানুয়ারি: দেখে নিন কেমন যাবে কালকের দিন!

দেখে নিন কেমন যাবে কালকের দিন

দেখে নিন কেমন যাবে কালকের দিন

Rashifal: জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।

  • Share this:

    কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।

    জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!

    মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিবাদের সম্ভাবনা আছে, তাই সংযত পদক্ষেপ বাঞ্ছনীয়।

    বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।

    আবেগ এবং যুক্তির মধ্যে ভারসাম্য রাখতে পারলে তবেই কর্মক্ষেত্রে উন্নতি হবে।

    মিথুন: মে ২১ থেকে জুন ২০।গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে মনে দ্বিধা রাখবেন না, এবার পদক্ষেপের পালা।

    কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।স্বতস্ফূর্ত ভাবে কাজ করুন, না হলে বড়সড় সুযোগ হাতছাড়া হয়ে যাবে।

    সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।পরিস্থিতির সঙ্গে পদক্ষেপের বদল বাঞ্ছনীয়- একথা ভুললে চলবে না।

    কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।কিছু ব্যাপারে বিবাদের সম্ভাবনা রয়েছে, এক্ষেত্রে মনের কথা জোর গলায় বলা বাঞ্ছনীয়।

    তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে, কঠিন হলেও ধৈর্য বজায় রাখতে হবে।

    আরও পড়ুন: নারায়ণের তুমুল শক্তি! বিষ্ণুর কৃপায় এই চার রাশির মানুষেরা কাঁপান ত্রিভুবন, কখনও দুঃখ পাননা, প্রচুর টাকা-পয়সার মালিক হন

    বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।সৌভাগ্যের দরজা খুলতে চলেছে, মাথা ঠাণ্ডা রেখে সুযোগের সদ্ব্যবহার করুন।

    ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।মনোমালিন্য এবং বিবাদের দিন, যে কোনও মূল্যে তাই মাথা ঠাণ্ডা রাখতে হবে।

    মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।অতীতে যা কাজে এসেছে, তাতে লাভ হবে না, অতএব বুঝে-শুনে পদক্ষেপ করুন।

    আরও পড়ুন: E অথবা F দিয়ে নামের শুরু? দেখে নিন কী আছে কপালে!

    কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।শুভার্থীদের সঙ্গে কথা বললে সমস্যার সমাধান হবে, নিজেকে লুকিয়ে রাখবেন না।

    মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।একগুঁয়ে মনোভাব কেবল সমস্যা বাড়াবে, তাই পরিস্থিতির দাবি অনুযায়ী সিদ্ধান্ত নিন।

    First published:

    Tags: Ajker Rashifal, Horoscope