#নয়াদিল্লি: অলটারনেটিভ এবং লজিস্টিক হিলিংয়ের প্রসঙ্গে সিতারা- দ্য ওয়েলনেস স্টুডিওর (Citaaraa- The Wellness Studio) বিশেষজ্ঞা পূজা চন্দ্রর (Pooja Chandra) কথা আলাদা করে উল্লেখ করতেই হয়। অতি শৈশব থেকে নানা আধ্যাত্মিক অভিজ্ঞতা যাত্রাপথ তাঁর সংবেদনশীলতা বৃদ্ধি করেছে, এক ঝলকেই তিনি বলতে পারেন কে কেন কষ্টে রয়েছেন। প্যাশনেট ব্লগার পূজা এবার কলম ধরেছেন আমাদের জন্য, ভাগ করে নিচ্ছেন জীবন উন্নত করে তোলার সাপেক্ষে তাঁর দৃষ্টিভঙ্গী। জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি আজকের দিনে!
আরও পড়ুন: সস্তায় সোনা কেনার আপনার জন্য রয়েছে দুর্দান্ত সুযোগমেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
কোনও মিটিং কিংবা কাজের আগে হোমওয়ার্ক করে নিতে হবে। অঘোষিত ভাবে আসা সব কিছুর জন্য নিজেকে ভাগ্যবান মনে হবে।লাকি সাইন– একটি গার্নেট পাথর
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০।
অন্তরের উপলদ্ধি থেকে আজ অতীতে নেওয়া সিদ্ধান্ত পুনরায় ভেবে দেখতে হতে পারে। সন্তানের সঙ্গে কিছু মূল্যবান সময় কাটাবেন আজ।লাকি সাইন– একটি নীল রঙের ট্যুরম্যালিন পাথর
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০।কর্মক্ষেত্রে আপনার ম্যানেজমেন্টের নেওয়া সাহসী সিদ্ধান্তের প্রভাব আপনার উপর পড়বে। দিনের দ্বিতীয় ভাগে ভালো কিছু ঘটতে পারে।লাকি সাইন– একটি তারকা আকৃতির স্ফটিক
আরও পড়ুন - Bollywood Gossip: কোনওরকমে ধরে রাখা বক্ষাবরণী, দুধ সাদা উরু, সারাকে দেখে কার্তিক আরিয়ানের এ কী কাণ্ড
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২।কার্য সম্পাদনের পরে উচ্চ পদে গেলেও আশপাশের মানুষ আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে। তার মোকাবিলা করতে ভালো কৌশল তৈরি রাখতে হবে।লাকি সাইন- একটি স্বচ্ছ কোয়ার্ৎজ স্ফটিক
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য আজ কিছু ভালো মুহূর্ত কাটাতে হবে। এর জন্য রান্নাবান্না, গান শোনা, হাঁটতে যাওয়ার মতো ভালো থেরাপি বেছে নেওয়া যেতে পারে।লাকি সাইন- একটি বাঁশি
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।এই রাশির জাতক-জাতিকার মাথায় নতুন আইডিয়া আসতে পারে, যা কর্মক্ষেত্রে কাজে লেগে যাবে। জীবনে কিছু ইতিবাচক পরিবর্তন আসতে পারে।লাকি সাইন- একটি হলুদ স্ফটিক
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।কাউকে সাহায্য করতে চাইলেও সেটা নিয়ে দোটানায় ভুগতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। ছোটখাটো ভ্রমণের পরিকল্পনা হতে পারে।লাকি সাইন- একটি পর্বত
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।যে কোনও কাজের ক্ষেত্রে আজ স্বীকৃতি মিলতে পারে। আজ দিনের শেষে হয়তো কোনও অতিথি এসে আপনাকে চমকে দিতে পারে।লাকি সাইন– একটি হিমশীতল পানীয়
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।নতুন কারওর সঙ্গে পরিচিত হবেন, যিনি আপনার পছন্দের কাজে সহযোগিতা করবেন। মানসিক ভাবে ভেঙে পড়া কোনও বন্ধুর পাশে আজ থাকতে হবে।লাকি সাইন– একটি নতুন পাপড়ি
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।এমন পরিস্থিতি তৈরি হতে চলেছে, যা আসন্ন কোনও বদলের ইঙ্গিত দেবে। হঠাৎ ভ্রমণের পরিকল্পনা হতে পারে, যা আনন্দদায়ক হবে।লাকি সাইন– একটি গোলাপি স্ফটিক
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।জীবনে কিছুটা হলেও স্থিতিশীলতা আসতে চলেছে, ফলে ভালো মেজাজেই থাকবেন এই রাশির জাতক-জাতিকারা। পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে।লাকি সাইন– স্পার্কলিং ওয়াটার
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।বড় দায়িত্ব কাঁধ থেকে নামতে চলেছে। অনেক সময় সব কিছু ছেড়েছুড়ে চলে যাওয়ার কথা মনে হতে পারে কিন্তু ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হবে।লাকি সাইন- একটি নিয়ন সঙ্কেত ৷
আরও পড়ুন: কিস্তির টাকা পেয়ে গিয়েছেন ? কৃষকদের জন্য রয়েছে আরও বড় আপডেটপূজা চন্দ্র বিষয়ে কিছু তথ্য:
পূজা চন্দ্র পেশায় একজন হলিস্টিক হিলিং প্র্যাকটিশনার। এরই পাশাপাশি পূজা রেইকি গ্র্যান্ডমাস্টার এবং অন্যান্য হিলিং সার্টিফায়েড মোড নিয়ে গবেষণা করেছেন। টেরোট কার্ড পড়ার পাশাপাশি থেটা, বুদ্ধিস্ট, চক্র এবং পেট হিলিং থেরাপির মতো একাধিক বিষয়ে দক্ষ পূজা চন্দ্র হিলিং এবং এর বিকল্প থেরাপি বিষয়ে সিদ্ধহস্ত।
বিগত ত্রিশ বছরের অভিজ্ঞতা এবং অনুশীলনে হিলিং থেরাপি নিয়ে পূজা এক একটি অসাধারণ কৌশল বা উপায় আবিষ্কার করেছেন।
শৈশব থেকেই একাধিক আধ্যাত্মিক বিষয়ে নিযুক্ত থেকে নিজের মনস্তাত্ত্বিক ক্ষমতাকে তিনি অসাধারণ স্তরে বিকশিত করতে সক্ষম হয়েছেন। দীর্ঘ জীবনের পরিচর্যায় পূজা একজন সহানুভূতিশীল কিশোরী থেকে উন্নত মানের হিলিং থেরাপিস্ট হিসেবে নিজেকে গড়ে তুলেছেন।
পূজা মূলত এমন মানুষদের সঙ্গে কাজ করেন যাঁরা বিভিন্ন ধরনের মানসিক বা শারীরিক উদ্বেগজনিত সমস্যায় ভোগেন। নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতায় পূজা খুব সহজেই তাঁদের সাইকোলজিক্যাল সিস্টেম এবং সমস্যার জায়গাগুলি অনুধাবন করতে পারেন।
একজন অভিজ্ঞ হিলিং থেরাপিস্ট হিসাবে পূজা বিশ্ব জুড়ে যে কোনও জায়গায় ব্যক্তিগতভাবে এবং দূরত্বে থাকা মানুষদেরও কার্যকর হিলিং সেশন অফার করেন৷ যাঁরা পূজার সঙ্গে যোগাযোগে আগ্রহী তাঁরা তাঁর ওয়েবসাইটে www.citaaraa.com থেরাপি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। ওই ওয়েবসাইটে থেরাপির বর্ণনার পাশাপাশি যাঁরা হিলিং থেরাপির সাহায্য নিয়ে সুস্থ হয়েছেন এমন মানুষরাও তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
তবে কেবলমাত্র হিলিং থেরাপিস্টই নন, পূজা চন্দ্র সেই সঙ্গে একজন দক্ষ লেখক, কবি এবং একজন ব্লগারও। তিনি প্রধানত তাঁর নিবন্ধ এবং প্রকাশিত ব্লগের মাধ্যমে নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করতে পছন্দ করেন যা জীবন সম্পর্কে আমাদের নতুন কিছু শেখায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Oracle Speaks, Pooja Chandra