Home /News /astrology /
Panchang: পঞ্জিকা ২৩ জুন: দারুণ সময় না তুমুল চাপ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন

Panchang: পঞ্জিকা ২৩ জুন: দারুণ সময় না তুমুল চাপ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন

প্রতীকী ছবি ৷

প্রতীকী ছবি ৷

Panchang: ২৩ জুনের কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের দশমী তিথিতে।

  • Share this:

#কলকাতা: পঞ্চ অঙ্গের সমাহার, তাই জ্যোতিষশাস্ত্রের ভাষায় একে বলা হচ্ছে পঞ্চাঙ্গ বা পঞ্চিকা, সেখান থেকে অপভ্রংশে পঞ্জিকা। আদতে এটি গ্রহ-নক্ষত্র, বিশেষ করে চাঁদের অবস্থানের উপরে ভিত্তি করে রচিত প্রাচীন বৈদিক দিনপঞ্জি। যেখানে উল্লেখ থাকে নানা শুভ এবং অশুভ মুহূর্তের। প্রচলিত বিশ্বাস- এই মুহূর্তগুলিতে যে কাজ করা হচ্ছে, সেই অনুসারে শুভাশুভ ফললাভ হয়ে থাকে।

এই সংক্রান্ত আলোচনায় আসার আগে আরেকটি কথা একটু ব্যাখ্যা না করলেই নয়। বলা তো হচ্ছে পাঁচটি অঙ্গ, কিন্তু এগুলো আসলে কী?

ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ২৩ জুনের কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের দশমী তিথিতে। রাজা বিক্রমাদিত্য যে বছর গণনার রীতি প্রবর্তন করেছিলেন, সেই বিক্রম সম্বত অনুসারে এই পঞ্জিকা নির্ধারণ করা হয়েছে। বার হল বৃহস্পতি এবং এই দশমী তিথি থাকবে ২৩ জুন রাত ৯টা ৪১ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে কৃষ্ণপক্ষের একাদশী তিথি।

আরও পড়ুন: কলেজের প্রিন্সিপালকে সপাটে চড় বিধায়কের, কেন? তুমুল ভাইরাল ভিডিও

পঞ্জিকা মতে ২৩ জুন সূর্যোদয় হবে ভোর ৪টে ৫৭ মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধে ৬টা ১৯ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ২৩ জুন রাত ১২টা ৪৬ মিনিটে। চন্দ্র অস্ত যাবে ২৩ জুন দুপুর ১টা ৩২ মিনিটে।

এই ২০৭৮ বিক্রম সম্বতের আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের দশমী তিথির নক্ষত্র হল রেবতী। ২৩ জুন, ভোর ৬টা ১৪ মিনিট পর্যন্ত রেবতী নক্ষত্রের অবস্থান থাকবে। এর পর তিথিতে অবস্থান করবে অশ্বিনী নক্ষত্র।

সূর্য অবস্থান করবে মিথুন রাশিতে। চন্দ্র অবস্থান করবে মীন রাশিতে ২৩ জুন, ভোর ৬টা ১৪ মিনিট পর্যন্ত; এর পরে গমন করবে মেষ রাশিতে।

আরও পড়ুন: যৌনমিলনের পর প্রস্রাব করা কি উচিত? শরীরে কী প্রভাব পড়ে এর জানেন?

শুভ মুহূর্ত- ২৩ জুন অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে সকাল ১১টা ১১ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ১২টা ০৫ মিনিটে। অমৃতযোগ ২৩ জুন শুরু হচ্ছে রাত ১২টা ১৯ মিনিটে, শেষ হচ্ছে রাত ২টো ০২ মিনিটে। এই অভিজিৎ মুহূর্ত এবং অমৃতকালকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।

অশুভ মুহূর্ত- পঞ্জিকা মতে ২৩ জুন রাহুকাল শুরু হচ্ছে দুপুর ১টা ১৯ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ২টো ৫৯ মিনিটে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।

Published by:Arjun Neogi
First published:

Tags: Astrology, Panchang

পরবর্তী খবর