হোম /খবর /জ্যোতিষকাহন /
ওরাকল স্পিকস ৯ মে; দেখে নিন ভাগ্যফল, জেনে নিন কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য!

Oracle Speaks: ওরাকল স্পিকস ৯ মে; দেখে নিন ভাগ্যফল, জেনে নিন কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য!

Oracle Speaks

Oracle Speaks

Oracle Speaks: জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি আজকের দিনে!

  • Share this:

কলকাতা: অলটারনেটিভ এবং লজিস্টিক হিলিংয়ের প্রসঙ্গে সিতারা- দ্য ওয়েলনেস স্টুডিওর বিশেষজ্ঞা পূজা চন্দ্রর কথা আলাদা করে উল্লেখ করতেই হয়। অতি শৈশব থেকে নানা আধ্যাত্মিক অভিজ্ঞতা যাত্রাপথ তাঁর সংবেদনশীলতা বৃদ্ধি করেছে, এক ঝলকেই তিনি বলতে পারেন কে কেন কষ্টে রয়েছেন। প্যাশনেট ব্লগার পূজা এবার কলম ধরেছেন আমাদের জন্য, ভাগ করে নিচ্ছেন জীবন উন্নত করে তোলার সাপেক্ষে তাঁর দৃষ্টিভঙ্গী। জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি আজকের দিনে!

মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।

পরিকল্পনা বাস্তবায়নের জন্য নতুন ও সুচারু পন্থা প্রয়োজন। হঠাৎ দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটতে পারে।

লাকি সাইন – একটি পালক

আরও পড়ুন: ‘ঈশ্বর করুন….’ শুনানি শেষ হতেই ভেঙে পড়লেন অনুব্রত! বার বার শুধু এই ‘একটাই’ প্রার্থনা কেষ্টর মুখে

বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।

লক্ষ্য আগের থেকে অনেক বেশি স্পষ্ট হয়ে উঠছে। ক্ষুদ্র ব্যবসা থাকলে তা সম্প্রসারণের সুযোগ মিলতে পারে।

লাকি সাইন – একটি পাখি

মিথুন: মে ২১ থেকে জুন ২০।

অস্থিরতা কাজ করতে পারে। অপরিচিত কোনও মানুষের কাছে নিজের সমস্ত পরিকল্পনার কথা জানানোর প্রয়োজন নেই।

লাকি সাইন- একটি মাকড়সা

আরও পড়ুন: খালি গলায় নেপালি যুবকের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত! পাহাড়ি টানে কবিগুরুর গান মুহূর্তে ভাইরাল নেটপাড়ায়

কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।

স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে বাধা আসতে পারে। দৈনন্দিন কাজে একঘেয়েমি আসতে পারে। সুখবর মিলতে পারে।

লাকি সাইন- দু’টি চড়াই পাখি

সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।

কোনও কিছু শুরু করার ক্ষেত্রে প্রাথমিক দ্বিধা থাকতে পারে। তবে তা কেটে যাবে।

লাকি সাইন- একটি সেরামিকের ফুলদানি

আরও পড়ুন: বিজেপিকে ‘DVD-ক্যাসেট’ খোঁচা অভিষেকের…! বহরমপুরে ২০২৬ নিয়ে করলেন ‘বড়’ দাবি

কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।

কোনও কারণে আলস্য ঘিরে ধরতে পারে। এর প্রভাব কাজে পড়তে পারে। এটা কাটিয়ে উঠতে হবে।

লাকি সাইন- নীল মৃৎপাত্র

তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।

পরবর্তী পর্যায়ে উত্তরণের সময় হয়ে এসেছে, তবে নতুন দায়িত্বের জন্যও মন প্রস্তুত করতে হবে।

লাকি সাইন- একটি ইগল

বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।

পুরনো কোনও বিশ্বস্ত বন্ধুর সঙ্গে দেখা হলে নতুন করে উৎসাহ ফিরতে পারে। রিয়েল এস্টেটে বিনিয়োগ পরিকল্পনা পিছিয়ে দিতে হবে।

লাকি সাইন– একটি কাঠবিড়ালি

ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।

কাঙ্ক্ষিত ফল পেতে চাইলে ধৈর্যই মূল মন্ত্র। প্রবীণ কোনও ব্যক্তির সুপারিশে ব্যবসায়িক লাভের সম্ভাবনা।

লাকি সাইন– একটি বাগান

মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।

নিজের সিদ্ধান্তের ক্ষেত্রে আরও নিশ্চিত হতে হবে। সব কাজ পরিকল্পনা মতো নাও হতে পারে।

লাকি সাইন– একটি টিয়াপাখি

কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।

নীরবতায় লাভ নাও হতে পারে। কাজের সম্প্রসারণের জন্য অন্য কারও সাহায্য প্রয়োজন হতে পারে।

লাকি সাইন– একটি পাখির বাসা

মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।

ক্রমাগত সাফল্যের পিছনে ছুটে বেড়ালে হতাশা আসতে পারে। তবে কাজের গতি বাড়বে।

লাকি সাইন- একটি কচ্ছপ

পূজা চন্দ্র বিষয়ে কিছু তথ্য:

পূজা চন্দ্র পেশায় একজন হলিস্টিক হিলিং প্র্যাকটিশনার। এরই পাশাপাশি পূজা রেইকি গ্র্যান্ডমাস্টার এবং অন্যান্য হিলিং সার্টিফায়েড মোড নিয়ে গবেষণা করেছেন। টেরোট কার্ড পড়ার পাশাপাশি থেটা, বুদ্ধিস্ট, চক্র এবং পেট হিলিং থেরাপির মতো একাধিক বিষয়ে দক্ষ পূজা চন্দ্র হিলিং এবং এর বিকল্প থেরাপি বিষয়ে সিদ্ধহস্ত।

বিগত ত্রিশ বছরের অভিজ্ঞতা এবং অনুশীলনে হিলিং থেরাপি নিয়ে পূজা এক একটি অসাধারণ কৌশল বা উপায় আবিষ্কার করেছেন।

শৈশব থেকেই একাধিক আধ্যাত্মিক বিষয়ে নিযুক্ত থেকে নিজের মনস্তাত্ত্বিক ক্ষমতাকে তিনি অসাধারণ স্তরে বিকশিত করতে সক্ষম হয়েছেন। দীর্ঘ জীবনের পরিচর্যায় পূজা একজন সহানুভূতিশীল কিশোরী থেকে উন্নত মানের হিলিং থেরাপিস্ট হিসেবে নিজেকে গড়ে তুলেছেন।

পূজা মূলত এমন মানুষদের সঙ্গে কাজ করেন যাঁরা বিভিন্ন ধরনের মানসিক বা শারীরিক উদ্বেগজনিত সমস্যায় ভোগেন। নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতায় পূজা খুব সহজেই তাঁদের সাইকোলজিক্যাল সিস্টেম এবং সমস্যার জায়গাগুলি অনুধাবন করতে পারেন।

একজন অভিজ্ঞ হিলিং থেরাপিস্ট হিসাবে পূজা বিশ্ব জুড়ে যে কোনও জায়গায় ব্যক্তিগতভাবে এবং দূরত্বে থাকা মানুষদেরও কার্যকর হিলিং সেশন অফার করেন৷ যাঁরা পূজার সঙ্গে যোগাযোগে আগ্রহী তাঁরা তাঁর ওয়েবসাইটে www.citaaraa.com থেরাপি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। ওই ওয়েবসাইটে থেরাপির বর্ণনার পাশাপাশি যাঁরা হিলিং থেরাপির সাহায্য নিয়ে সুস্থ হয়েছেন এমন মানুষরাও তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।

তবে কেবলমাত্র হিলিং থেরাপিস্টই নন, পূজা চন্দ্র সেই সঙ্গে একজন দক্ষ লেখক, কবি এবং একজন ব্লগারও। তিনি প্রধানত তাঁর নিবন্ধ এবং প্রকাশিত ব্লগের মাধ্যমে নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করতে পছন্দ করেন যা জীবন সম্পর্কে আমাদের নতুন কিছু শেখায়।

Published by:Sanjukta Sarkar
First published:

Tags: Astrology, Oracle Speaks