অলটারনেটিভ এবং লজিস্টিক হিলিংয়ের প্রসঙ্গে সিতারা- দ্য ওয়েলনেস স্টুডিওর (Citaaraa- The Wellness Studio) বিশেষজ্ঞা পূজা চন্দ্রর (Pooja Chandra) কথা আলাদা করে উল্লেখ করতেই হয়। অতি শৈশব থেকে নানা আধ্যাত্মিক অভিজ্ঞতা যাত্রাপথ তাঁর সংবেদনশীলতা বৃদ্ধি করেছে, এক ঝলকেই তিনি বলতে পারেন কে কেন কষ্টে রয়েছেন। প্যাশনেট ব্লগার পূজা এবার কলম ধরেছেন আমাদের জন্য, ভাগ করে নিচ্ছেন জীবন উন্নত করে তোলার সাপেক্ষে তাঁর দৃষ্টিভঙ্গী। জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি আগামিকালের জন্য় ৷
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
আজ সারাদিনে নানা সমস্যা তৈরি হতে পারে। তবে আপনি সব পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবেন। লাকি সাইন– অ্যাবস্ট্রাক্ট আর্ট
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০।
আপনি যদি আগে কোনও একটি সুযোগ মিস করে থাকেন তবে আবার সেই বিষয়ে সুযোগ পেতে পারেন। প্রকাশ্যে আত্ম-সমালোচনা ঠিক নয়। লাকি সাইন– কাঠবিড়ালি
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০।
অন্যের কথা শুনে না চলাই ভালো। নিয়মিত কোনও কাজকে মাঝপথে না ছাড়াই উচিত, নয়তো বিপদ বাড়তে পারে। লাকি সাইন– পাপিয়া
আরও পড়ুন : সুস্থ থাকতে সর্ষের তেল ও সাদা তেলের বাইরে বেছে নিতে পারেন এই তেলগুলিও
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২।
কর্মক্ষেত্রে বিশেষ কোনও সমস্যা তৈরি হতে পারে। দ্রুত টাকা-পয়সা খরচের সম্ভাবনা রয়েছে। লাকি সাইন- গোল্ডফিশ
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
আপাতত স্বস্তিদায়ক মেজাজই বজায় থাকবে। ব্যস্ততার কারণে পার্টনারের থেকে আপাতত দূরেই থাকতে হবে। লাকি সাইন- একটি চড়ুই পাখি
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
ভ্রমণ পরিকল্পনা থাকলে আজকের দিনটি সেরা। হাতে থাকা কোনও কাজ হঠাৎ বন্ধ করার প্রয়োজন হতে পারে। লাকি সাইন- কচ্ছপ
আরও পড়ুন : দাঁতের চিকিৎসা করাতে গিয়ে মুখ ফুলে বীভৎস রূপ অভিনেত্রীর! জানুন বিপত্তির কারণ
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
অন্য দিনের মতোই সাধারণ কর্মব্যস্ত দিন। নতুন কোনও চিন্তা আরও অনুপ্রাণিত করে তুলতে পারে। লাকি সাইন- মাটির পাত্র
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
দীর্ঘদিনের বকেয়া কোনও কাজ শুরু করতে পারেন। দীর্ঘমেয়াদী বিনিয়োগও আপনি ভালো ফল পাবেন। লাকি সাইন– কোদাল
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
কোনও আত্মীয় নানান রকম ভাবে উপদ্রব করতে পারেন। নতুন বিনিয়োগের সুযোগ আসতে চলেছে। লাকি সাইন– প্রাচীন মুদ্রা
আরও পড়ুন : বর্ষায় বদহজম ও পেটের গণ্ডগোলে কাতর? সুরাহা আপনার হাতের মুঠোয়
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
ভ্রমণ বা অন্য ব্যস্ততার কারণে এক জায়গায় থিতু হওয়ার সুযোগ মিলবে না। উদ্বেগ বা চটজলদি সিদ্ধান্ত না নেওয়াই ভাল। লাকি সাইন– আলমারি
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
হয়তো আপনার চিন্তা-ভাবনার সঙ্গে বর্তমানে অন্যেরা সহমত দিতে পারছেন না কিন্তু শীঘ্রই পরিস্থিতি বদলাবে। লাকি সাইন– একটি সিপিয়া ছবি
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
কোনও বিষয় নিয়ে সূক্ষ্মাতিসূক্ষ্ম চিন্তা-ভাবনা আপনাকে এগিয়ে চলার সাহস দেবে। লাকি সাইন- রূপার প্লেট
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Astrology, Oracle Speaks