অলটারনেটিভ এবং লজিস্টিক হিলিংয়ের প্রসঙ্গে সিতারা- দ্য ওয়েলনেস স্টুডিওর (Citaaraa- The Wellness Studio) বিশেষজ্ঞা পূজা চন্দ্রর (Pooja Chandra) কথা আলাদা করে উল্লেখ করতেই হয়। অতি শৈশব থেকে নানা আধ্যাত্মিক অভিজ্ঞতা যাত্রাপথ তাঁর সংবেদনশীলতা বৃদ্ধি করেছে, এক ঝলকেই তিনি বলতে পারেন কে কেন কষ্টে রয়েছেন। প্যাশনেট ব্লগার পূজা এবার কলম ধরেছেন আমাদের জন্য, ভাগ করে নিচ্ছেন জীবন উন্নত করে তোলার সাপেক্ষে তাঁর দৃষ্টিভঙ্গী। জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি আগামিকালের জন্য় !
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯
কয়েক মাস আগে নেওয়া সিদ্ধান্ত এই সময় ফলপ্রসূ হতে পারে। প্রতিবেশীদের মনে বিরূপ ধারণা তৈরি হতে পারে, বিতর্ক এড়িয়ে যাওয়াই ভাল। উপর থেকে ভাগ্যবান সাইন – একটি কাগজের নৌকো।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০
চলতি পরিস্থিতির প্রেক্ষিতে সুপরামর্শ পাওয়ার সম্ভাবনা। বিদেশ যাত্রার পরিকল্পনা থাকলে এখনই সব স্থির করে ফেলা উচিত। লাকি সাইন – একটি চড়ুই
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০
গত বছরের কোনও স্বপ্ন এ বার বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা। মানসিক দ্বন্দ্বে কাজ ক্ষতিগ্রস্ত হতে পারে। লাকি সাইন- একটি বাড়ি
আরও পড়ুন : জন্মদাত্রীর পা ধুয়ে পায়েস খাইয়ে দিল পড়ুয়ারা, মাতৃ দিবসের আগে উদ্যোগ স্কুলে
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২
কাজে উৎসাহ হারালে চলবে না। অবাঞ্ছিত কোনও ঘটনা ঘটতে পারে, তবে আশপাশের সকলের থেকে সাহায্য মিলবে। লাকি সাইন- সূর্যোদয়
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২
বেশি লাভের আশা করলে কাজের প্রতিও দায়িত্ববান হতে হবে। আগে থেকে পরিকল্পনা করে রাখলে কাজে ভাল আগ্রগতির সম্ভাবনা। লাকি সাইন- নীল রশ্মি
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২
বিচার বিবেচনা করে কাজ করা বেশি দরকার। নতুন কিছু করার বাসনা থাকলে এখনই তা নিয়ে ভাবনা চিন্তা করা প্রয়োজন। লাকি সাইন- পিতলের দ্রব্য
আরও পড়ুন : শাবকদের দুষ্টুমিতে বাঘিনী শিলা এখন বেজায় ব্যস্ত, দেখুন ওদের ‘বাঘবেলার’ ভিডিও
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২
কর্মোদ্যমে ভরপুর একটি দিন। অপেক্ষা না করে যে কোনও কাজেই আজ ঝাঁপিয়ে পড়া যায়। লাকি সাইন- একটি টাই
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১
অন্য কারও বিষয়ে মাথা গলানোর দরকার নেই। এখন কোনও কঠিন সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে আফসোস হতে পারে। লাকি সাইন– বেগুনি ফুল
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১
আটকে থাকা সব কাজ যাদুবলে সম্পন্ন হতে পারে। বিবাহ প্রস্তাব আসার সম্ভাবনা। কোনও ভাঙা সম্পর্কও জোড়া লাগতে পারে। লাকি সাইন– একটি প্রজাপতি
আরও পড়ুন : শত সাবধানতাতেও তাপপ্রবাহে রক্ষে নেই! মৃত্যু হতে পারে ‘ওয়েট বাল্ব টেম্পারেচার’-এ!
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯
নীতি ও আন্তরিকতায় সকলে আপ্লুত হতে পারেন। তবে অতিরিক্ত প্রতিশ্রুতিবদ্ধ হওয়া কোনও কাজের কথা নয়। লাকি সাইন– একটি মোমদানি
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮
প্রতিদিনই বাইরে ঘুরে বেড়ানো ঠিক নয়। বরং খানিকটা আত্মস্থ হয়ে নিজের দক্ষতা বাড়িয়ে নেওয়া দরকার। প্রয়োজনে নিজের বায়োডেটা আপডেট করা যেতে পারে। লাকি সাইন– শান্ত কোনও সঙ্গীত
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০
গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানান দরকার। অনেক প্রাপ্তি হয়ে থাকলেও মনে রাখতে হবে এখানে শেষ নয়। আরও পথ এগিয়ে যেতে হবে। লাকি সাইন- একটি থ্রিলার গল্প
পূজা চন্দ্র বিষয়ে কিছু তথ্য:
পূজা চন্দ্র পেশায় একজন হলিস্টিক হিলিং প্র্যাকটিশনার। এরই পাশাপাশি পূজা রেইকি গ্র্যান্ডমাস্টার এবং অন্যান্য হিলিং সার্টিফায়েড মোড নিয়ে গবেষণা করেছেন। টেরোট কার্ড পড়ার পাশাপাশি থেটা, বুদ্ধিস্ট, চক্র এবং পেট হিলিং থেরাপির মতো একাধিক বিষয়ে দক্ষ পূজা চন্দ্র হিলিং এবং এর বিকল্প থেরাপি বিষয়ে সিদ্ধহস্ত।
বিগত ত্রিশ বছরের অভিজ্ঞতা এবং অনুশীলনে হিলিং থেরাপি নিয়ে পূজা এক একটি অসাধারণ কৌশল বা উপায় আবিষ্কার করেছেন।
শৈশব থেকেই একাধিক আধ্যাত্মিক বিষয়ে নিযুক্ত থেকে নিজের মনস্তাত্ত্বিক ক্ষমতাকে তিনি অসাধারণ স্তরে বিকশিত করতে সক্ষম হয়েছেন। দীর্ঘ জীবনের পরিচর্যায় পূজা একজন সহানুভূতিশীল কিশোরী থেকে উন্নত মানের হিলিং থেরাপিস্ট হিসেবে নিজেকে গড়ে তুলেছেন।
পূজা মূলত এমন মানুষদের সঙ্গে কাজ করেন যাঁরা বিভিন্ন ধরনের মানসিক বা শারীরিক উদ্বেগজনিত সমস্যায় ভোগেন। নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতায় পূজা খুব সহজেই তাঁদের সাইকোলজিক্যাল সিস্টেম এবং সমস্যার জায়গাগুলি অনুধাবন করতে পারেন।
একজন অভিজ্ঞ হিলিং থেরাপিস্ট হিসাবে পূজা বিশ্ব জুড়ে যে কোনও জায়গায় ব্যক্তিগতভাবে এবং দূরত্বে থাকা মানুষদেরও কার্যকর হিলিং সেশন অফার করেন৷ যাঁরা পূজার সঙ্গে যোগাযোগে আগ্রহী তাঁরা তাঁর ওয়েবসাইটে www.citaaraa.com থেরাপি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। ওই ওয়েবসাইটে থেরাপির বর্ণনার পাশাপাশি যাঁরা হিলিং থেরাপির সাহায্য নিয়ে সুস্থ হয়েছেন এমন মানুষরাও তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
তবে কেবলমাত্র হিলিং থেরাপিস্টই নন, পূজা চন্দ্র সেই সঙ্গে একজন দক্ষ লেখক, কবি এবং একজন ব্লগারও। তিনি প্রধানত তাঁর নিবন্ধ এবং প্রকাশিত ব্লগের মাধ্যমে নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করতে পছন্দ করেন যা জীবন সম্পর্কে আমাদের নতুন কিছু শেখায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Astrology, Oracle Speaks