#নয়াদিল্লি: অলটারনেটিভ এবং লজিস্টিক হিলিংয়ের প্রসঙ্গে সিতারা- দ্য ওয়েলনেস স্টুডিওর (Citaaraa- The Wellness Studio) বিশেষজ্ঞা পূজা চন্দ্রর (Pooja Chandra) কথা আলাদা করে উল্লেখ করতেই হয়। অতি শৈশব থেকে নানা আধ্যাত্মিক অভিজ্ঞতা যাত্রাপথ তাঁর সংবেদনশীলতা বৃদ্ধি করেছে, এক ঝলকেই তিনি বলতে পারেন কে কেন কষ্টে রয়েছেন। প্যাশনেট ব্লগার পূজা এবার কলম ধরেছেন আমাদের জন্য, ভাগ করে নিচ্ছেন জীবন উন্নত করে তোলার সাপেক্ষে তাঁর দৃষ্টিভঙ্গী। জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি আগামিকালের জন্য়!
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
অন্যের বিপদে পাশে দাঁড়ানোর ফল ভুগতে হতে পারে। এই মুহূর্তে বেশ গতিশীল দিন কাটছে। তবে পরিশ্রম করলে আরও ভালো ফল মিলবে।
লাকি সাইন– একটি হাতুড়ি
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০।
পরিবর্তিত পরিবেশ সত্ত্বেও পরিস্থিতি অনুকূলে আসতে চলেছে। নতুন কোনও বন্ধু অনেক প্রয়োজনীয় ইতিবাচকতা বয়ে আনতে পারে জীবনে।
লাকি সাইন– একটি ট্যাটু
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০।
নিজেকে মানসিকভাবে শক্তিশালী বোধ হবে। পরিবারে মানুষ আরও বেশি সময় কাটাতে চাইবে।
লাকি সাইন – গোলাপ বাগান
আরও পড়ুন : ফ্ল্যাট বা বাড়ির কোন দিকে উইন্ড চাইম রাখলে সংসারে দ্রুত অর্থবৃদ্ধি হবে? কোন দিকে উইন্ড চাইম রাখা অশুভ?
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২।
যারা পূর্বেও প্রশংসা করত তারা আজও করবে। তবে একে অপরের সঙ্গে আপনার অনুভূতি ভাগ করে নিতে হবে।
লাকি সাইন- গায়ক
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
আতঙ্ক, উদ্বেগ, নিদ্রাহীনতা এগুলো সাময়িক সময়ের জন্য থাকবে। প্রয়োজনের চেয়ে অনেক বেশি চিন্তার কোনও কারণ নেই। কম সময়ে অনেক কিছু ঘটেছে বলে ভারসাম্য রাখা একটু সমস্যার হতে পারে।
লাকি সাইন- একটি রোজ প্ল্যান্ট
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
অতীতের কোনও ঘটনা নিয়ে বিশ্বাস হারালেও এখন তা ধীরে ধীরে ফিরে আসবে। রুটিন মাফিক কাজ করলে জীবনে বিস্ময়কর কাজ হতে পারে।
লাকি সাইন- একটি বড় প্রবেশদ্বার
আরও পড়ুন : তীব্র গরমে উচ্চ রক্তচাপ থেকে মুক্তি চান? ঠোঁট ছোঁয়ান ডাবের জলে
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
কখনও কখনও সহজ কিছু কথাও জটিল সমস্যাকে সমাধান করে ফেলে। চেষ্টা করে দেখা যেতেই পারে।
লাকি সাইন- লম্বা শিকড় সহ বটগাছ
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
অন্যের অধীনে জীবনযাপন করতে হয় না বলে নিজের ভাগ্যকে ধন্যবাদ দেওয়া উচিত। যদি কোনও বিষয়ে মানসিকভাবে বিরক্তি আসে তবে হঠাৎ কোনও সিনিয়রের সাহায্য মিলতে পারে।
লাকি সাইন– একটি গ্লাস সেট
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
অতীতে যদি কেউ প্রতিভা নিয়ে সন্দেহ করে থাকে তবে তাঁরা এখন আপনার মূল্য সম্পর্কে অবগত হবেন। কাজের সঙ্গে আবেগ মেশানো কখনওই বাঞ্ছনীয় নয়।
লাকি সাইন– চড়ুই
আরও পড়ুন : পাউডার নয়, ঘামাচির জ্বালা কমান এই ঘরোয়া টোটকাগুলিতে
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
বাস্তবসম্মত চিন্তাভাবনার জন্য যে কোনও পরিস্থিতি মোকাবিলা করাই সহজ হবে। এই মনোভাব জীবনে প্রচুর সুযোগ দেবে।
লাকি সাইন– একটি সিল্ক স্কার্ফ
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
দীর্ঘ সময়ের অপেক্ষার পর বিচারের রায়ে সাফল্য মিলতে চলেছে। অত্যধিক চিন্তা স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে।
লাকি সাইন– একটি রুবিক কিউব
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
সমস্ত বিষয় নিজের আয়ত্তে আসতে আরও ধৈর্য্য ধরতে হবে, তবেই সাফল্য আসবে। বাবা-মায়ের পরিচিত কোনও বন্ধু অনন্য সুযোগ প্রদান করতে পারে।
লাকি সাইন- একটি রামধনু রঙের স্ফটিক
পূজা চন্দ্র বিষয়ে কিছু তথ্য:
পূজা চন্দ্র পেশায় একজন হলিস্টিক হিলিং প্র্যাকটিশনার। এরই পাশাপাশি পূজা রেইকি গ্র্যান্ডমাস্টার এবং অন্যান্য হিলিং সার্টিফায়েড মোড নিয়ে গবেষণা করেছেন। টেরোট কার্ড পড়ার পাশাপাশি থেটা, বুদ্ধিস্ট, চক্র এবং পেট হিলিং থেরাপির মতো একাধিক বিষয়ে দক্ষ পূজা চন্দ্র হিলিং এবং এর বিকল্প থেরাপি বিষয়ে সিদ্ধহস্ত।
বিগত ত্রিশ বছরের অভিজ্ঞতা এবং অনুশীলনে হিলিং থেরাপি নিয়ে পূজা এক একটি অসাধারণ কৌশল বা উপায় আবিষ্কার করেছেন।
শৈশব থেকেই একাধিক আধ্যাত্মিক বিষয়ে নিযুক্ত থেকে নিজের মনস্তাত্ত্বিক ক্ষমতাকে তিনি অসাধারণ স্তরে বিকশিত করতে সক্ষম হয়েছেন। দীর্ঘ জীবনের পরিচর্যায় পূজা একজন সহানুভূতিশীল কিশোরী থেকে উন্নত মানের হিলিং থেরাপিস্ট হিসেবে নিজেকে গড়ে তুলেছেন।
পূজা মূলত এমন মানুষদের সঙ্গে কাজ করেন যাঁরা বিভিন্ন ধরনের মানসিক বা শারীরিক উদ্বেগজনিত সমস্যায় ভোগেন। নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতায় পূজা খুব সহজেই তাঁদের সাইকোলজিক্যাল সিস্টেম এবং সমস্যার জায়গাগুলি অনুধাবন করতে পারেন।
একজন অভিজ্ঞ হিলিং থেরাপিস্ট হিসাবে পূজা বিশ্ব জুড়ে যে কোনও জায়গায় ব্যক্তিগতভাবে এবং দূরত্বে থাকা মানুষদেরও কার্যকর হিলিং সেশন অফার করেন৷ যাঁরা পূজার সঙ্গে যোগাযোগে আগ্রহী তাঁরা তাঁর ওয়েবসাইটে www.citaaraa.com থেরাপি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। ওই ওয়েবসাইটে থেরাপির বর্ণনার পাশাপাশি যাঁরা হিলিং থেরাপির সাহায্য নিয়ে সুস্থ হয়েছেন এমন মানুষরাও তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
তবে কেবলমাত্র হিলিং থেরাপিস্টই নন, পূজা চন্দ্র সেই সঙ্গে একজন দক্ষ লেখক, কবি এবং একজন ব্লগারও। তিনি প্রধানত তাঁর নিবন্ধ এবং প্রকাশিত ব্লগের মাধ্যমে নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করতে পছন্দ করেন যা জীবন সম্পর্কে আমাদের নতুন কিছু শেখায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Astrology, Oracle Speaks