হোম /খবর /জ্যোতিষকাহন /
ওরাকল স্পিকস ৩১ জানুয়ারি; দেখুন ভাগ্যফল, জানুন কাল কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য

Oracle Speaks: ওরাকল স্পিকস ৩১ জানুয়ারি; দেখুন ভাগ্যফল, জানুন কাল কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য

ওরাকল স্পিকস ৩১ জানুয়ারি

ওরাকল স্পিকস ৩১ জানুয়ারি

Oracle Speaks: জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি!

  • Share this:

কলকাতা: অলটারনেটিভ এবং লজিস্টিক হিলিংয়ের প্রসঙ্গে সিতারা- দ্য ওয়েলনেস স্টুডিওর বিশেষজ্ঞা পূজা চন্দ্রর কথা আলাদা করে উল্লেখ করতেই হয়। অতি শৈশব থেকে নানা আধ্যাত্মিক অভিজ্ঞতা যাত্রাপথ তাঁর সংবেদনশীলতা বৃদ্ধি করেছে, এক ঝলকেই তিনি বলতে পারেন কে কেন কষ্টে রয়েছেন। প্যাশনেট ব্লগার পূজা এবার কলম ধরেছেন আমাদের জন্য, ভাগ করে নিচ্ছেন জীবন উন্নত করে তোলার সাপেক্ষে তাঁর দৃষ্টিভঙ্গী। জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি!

মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।একটানা কাজে বিশ্রাম প্রয়োজন, দ্বিতীয় কোনও উপার্জনের পথ খুলবে।লাকি সাইন – একটি কনস্টেলেশন

বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।

যতক্ষণ পর্যন্ত সব কিছু জানা না যাচ্ছে, নতুন কাজ শুরু করা উচিত হবে না।লাকি সাইন – একটি সার্কাস

মিথুন: মে ২১ থেকে জুন ২০।সহকর্মীদের সঙ্গে ব্যক্তিগত বিষয় আলোচনা করলে সমস্যা বাড়বে বই কমবে না।লাকি সাইন – স্পার্কলিং ওয়াটার

আরও পড়ুন: মাধ্যমিকে জীবনবিজ্ঞানে সবচেয়ে বেশি নম্বর পাওয়া যাবে কী ভাবে? টিপস দিলেন নাম করা শিক্ষক

কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিলেও তা দীর্ঘ দিন স্থায়ী হবে না।লাকি সাইন – একজোড়া নতুন জুতো

সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।অতীতের কেউ জীবনে উদয় হতে পারেন, তাঁকে ফিরিয়ে দেওয়াই উচিত হবে।লাকি সাইন – একটি হিরের আংটি

কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।নতুন কাজ হাতে নিলে পরিকল্পনাও সেই মতো ঢেলে সাজাতে হবে।লাকি সাইন – একটি গ্রহণের দৃশ্য

তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।সৃজনশীল প্রতিভার স্বীকৃতি মিলবে, তবে স্পষ্ট ভাবে নিজেকে প্রকাশ করতে হবে।লাকি সাইন – একটি ওয়্যারলেস হেডফোন

বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।জোর গলায় নিজের মতামত প্রকাশ করতে হবে, চোখ-কান খোলা রাখা দরকার।লাকি সাইন – একটি টেরাকোটা বেসিন

আরও পড়ুন: দোরগোড়ায় মাধ্যমিক পরীক্ষা, ভূগোলে ফুল মার্কস পেতে রইল বিশিষ্ট শিক্ষকের টিপস

ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।হাতে সময় বেশি নেই, অতএব লক্ষ্যে পৌঁছতে কঠোর পরিশ্রম করতে হবে।লাকি সাইন – একটি সিলিকন ট্রে

মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।ঈর্ষাকাতর সহকর্মী/বন্ধুদের ওপরে নজর না রাখলে বিপদে পড়তে হবে।লাকি সাইন – একটি লাল মোমবাতি

কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।মন শান্ত রাখতে হবে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখন না নেওয়াই ভাল।লাকি সাইন – একটি টক স্বাদের লজেন্স

মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।দারুন কোনও সুযোগ চোখ না রাখলে হাতছাড়া হয়ে যেতে পারে।লাকি সাইন – একটি হলুদ স্ফটিক

পূজা চন্দ্র বিষয়ে কিছু তথ্য:

পূজা চন্দ্র পেশায় একজন হলিস্টিক হিলিং প্র্যাকটিশনার। এরই পাশাপাশি পূজা রেইকি গ্র্যান্ডমাস্টার এবং অন্যান্য হিলিং সার্টিফায়েড মোড নিয়ে গবেষণা করেছেন। টেরোট কার্ড পড়ার পাশাপাশি থেটা, বুদ্ধিস্ট, চক্র এবং পেট হিলিং থেরাপির মতো একাধিক বিষয়ে দক্ষ পূজা চন্দ্র হিলিং এবং এর বিকল্প থেরাপি বিষয়ে সিদ্ধহস্ত।

বিগত ত্রিশ বছরের অভিজ্ঞতা এবং অনুশীলনে হিলিং থেরাপি নিয়ে পূজা এক একটি অসাধারণ কৌশল বা উপায় আবিষ্কার করেছেন।

শৈশব থেকেই একাধিক আধ্যাত্মিক বিষয়ে নিযুক্ত থেকে নিজের মনস্তাত্ত্বিক ক্ষমতাকে তিনি অসাধারণ স্তরে বিকশিত করতে সক্ষম হয়েছেন। দীর্ঘ জীবনের পরিচর্যায় পূজা একজন সহানুভূতিশীল কিশোরী থেকে উন্নত মানের হিলিং থেরাপিস্ট হিসেবে নিজেকে গড়ে তুলেছেন।

পূজা মূলত এমন মানুষদের সঙ্গে কাজ করেন যাঁরা বিভিন্ন ধরনের মানসিক বা শারীরিক উদ্বেগজনিত সমস্যায় ভোগেন। নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতায় পূজা খুব সহজেই তাঁদের সাইকোলজিক্যাল সিস্টেম এবং সমস্যার জায়গাগুলি অনুধাবন করতে পারেন।

একজন অভিজ্ঞ হিলিং থেরাপিস্ট হিসাবে পূজা বিশ্ব জুড়ে যে কোনও জায়গায় ব্যক্তিগতভাবে এবং দূরত্বে থাকা মানুষদেরও কার্যকর হিলিং সেশন অফার করেন৷ যাঁরা পূজার সঙ্গে যোগাযোগে আগ্রহী তাঁরা তাঁর ওয়েবসাইটে www.citaaraa.com থেরাপি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। ওই ওয়েবসাইটে থেরাপির বর্ণনার পাশাপাশি যাঁরা হিলিং থেরাপির সাহায্য নিয়ে সুস্থ হয়েছেন এমন মানুষরাও তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।

তবে কেবলমাত্র হিলিং থেরাপিস্টই নন, পূজা চন্দ্র সেই সঙ্গে একজন দক্ষ লেখক, কবি এবং একজন ব্লগারও। তিনি প্রধানত তাঁর নিবন্ধ এবং প্রকাশিত ব্লগের মাধ্যমে নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করতে পছন্দ করেন যা জীবন সম্পর্কে আমাদের নতুন কিছু শেখায়।

Published by:Raima Chakraborty
First published:

Tags: Daily Horoscope, Horoscope 2023