অলটারনেটিভ এবং লজিস্টিক হিলিংয়ের প্রসঙ্গে সিতারা- দ্য ওয়েলনেস স্টুডিওর বিশেষজ্ঞা পূজা চন্দ্রর কথা আলাদা করে উল্লেখ করতেই হয়। অতি শৈশব থেকে নানা আধ্যাত্মিক অভিজ্ঞতা যাত্রাপথ তাঁর সংবেদনশীলতা বৃদ্ধি করেছে, এক ঝলকেই তিনি বলতে পারেন কে কেন কষ্টে রয়েছেন। প্যাশনেট ব্লগার পূজা এবার কলম ধরেছেন আমাদের জন্য, ভাগ করে নিচ্ছেন জীবন উন্নত করে তোলার সাপেক্ষে তাঁর দৃষ্টিভঙ্গী। জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি আজকের দিনে!
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
অতীতেত কোনও সিদ্ধান্ত এবার ইতিবাচক ফল দিতে পারে। মেজাজ সংযত রাখতে হবে, কোনও বিবাদে না জড়ানোই ভাল।
লাকি সাইন – একটি প্রমোদ তরী
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
কাজের ক্ষেত্রে যে সমস্যা হচ্ছে তার মোকাবিলা করার সঠিক পরামর্শ পাওয়া যেতে পারে। বিদেশ যাত্রার সম্ভাবনা।
লাকি সাইন – একটি চড়াই পাখি
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
গত বছরের কোনও স্বপ্ন বাস্তবায়নের পথে এগোতে পারে। দ্বন্দ্বের কারণে মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে।
লাকি সাইন- একটি ভবন
আরও পড়ুন - কাড়ি কাড়ি ওষুধ ফেল! হাজার চেষ্টাতেও ব্লাড সুগার কন্ট্রোল হয় না, চমকপ্রদ 'ফল' দেবে এই 'ফুল'!
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
আগের মতো কর্মোদ্যম ফিরে আসবে। বাবা মায়ের কাছ থেকে কোনও চমক পাওয়া যেতে পারে। ভ্রমণে মন ভাল হবে।
লাকি সাইন- একটি সূর্যোদয়
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
ভাল ফল পেতে গেলে মন দিয়ে কাজ করে যেতে হবে। যে কোনও কাজে আগে ছক কষে নেওয়াই ভাল।
লাকি সাইন- একটি নীল রশ্মি
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
কাজে অভিজ্ঞতা ও দক্ষতা ব্যবহার করতে হবে। নতুন কিছু করতে গেলে এখনই মন প্রস্তুত করতে হবে।
লাকি সাইন- একটি পেতলের সামগ্রী
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
সময় নষ্ট না করে যে কোনও কাজে উদ্যমের সঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে। বন্ধুসঙ্গে মন ভাল হতে পারে।
লাকি সাইন- একটি ফিতে
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত হয়তো আটকে রয়েছে। আপাতত স্থগিত রাখা যেতে পারে। অন্যের বিষয়ে নাক না গলানোই ভাল।
লাকি সাইন– একটি বেগুনি ফুল
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
যা কিছু এতদিন হতাশ করেছে, তাতে আশার আলো দেখা যেতে পারে। বিবাহ প্রস্তাব আসতে বা ভাঙা সম্পর্কে উন্নতি হতে পারে।
লাকি সাইন– একটি প্রজাপতি
আরও পড়ুন - ব্লাড সুগার থেকে বাঁচতে চান? মেনে চলুন এই কয়েকটি টোটকা, রক্তে চিনি কমবেই
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
নিজের সততা দিয়ে অন্যের মন জয় করে নেওয়া যাবে। বন্ধুত্বপূর্ণ আচরণে কার্যোদ্ধার করা যাবে।
লাকি সাইন– একটি মোমদানি
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
বেশি বাইরে ঘুরে বেড়ানো ভাল হচ্ছে না, এতে কাজ ও মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে।
লাকি সাইন– একটি শান্ত সঙ্গীত
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
বিনয় বজায় রাখতে হবে। গঠন মূলক সমালোচনা গ্রহণ করার ক্ষমতা রাখতে হবে।
লাকি সাইন- একটি রোমাঞ্চকর উপন্যাস
পূজা চন্দ্র বিষয়ে কিছু তথ্য:
পূজা চন্দ্র পেশায় একজন হলিস্টিক হিলিং প্র্যাকটিশনার। এরই পাশাপাশি পূজা রেইকি গ্র্যান্ডমাস্টার এবং অন্যান্য হিলিং সার্টিফায়েড মোড নিয়ে গবেষণা করেছেন। টেরোট কার্ড পড়ার পাশাপাশি থেটা, বুদ্ধিস্ট, চক্র এবং পেট হিলিং থেরাপির মতো একাধিক বিষয়ে দক্ষ পূজা চন্দ্র হিলিং এবং এর বিকল্প থেরাপি বিষয়ে সিদ্ধহস্ত।
বিগত ত্রিশ বছরের অভিজ্ঞতা এবং অনুশীলনে হিলিং থেরাপি নিয়ে পূজা এক একটি অসাধারণ কৌশল বা উপায় আবিষ্কার করেছেন।
শৈশব থেকেই একাধিক আধ্যাত্মিক বিষয়ে নিযুক্ত থেকে নিজের মনস্তাত্ত্বিক ক্ষমতাকে তিনি অসাধারণ স্তরে বিকশিত করতে সক্ষম হয়েছেন। দীর্ঘ জীবনের পরিচর্যায় পূজা একজন সহানুভূতিশীল কিশোরী থেকে উন্নত মানের হিলিং থেরাপিস্ট হিসেবে নিজেকে গড়ে তুলেছেন।
পূজা মূলত এমন মানুষদের সঙ্গে কাজ করেন যাঁরা বিভিন্ন ধরনের মানসিক বা শারীরিক উদ্বেগজনিত সমস্যায় ভোগেন। নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতায় পূজা খুব সহজেই তাঁদের সাইকোলজিক্যাল সিস্টেম এবং সমস্যার জায়গাগুলি অনুধাবন করতে পারেন।
একজন অভিজ্ঞ হিলিং থেরাপিস্ট হিসাবে পূজা বিশ্ব জুড়ে যে কোনও জায়গায় ব্যক্তিগতভাবে এবং দূরত্বে থাকা মানুষদেরও কার্যকর হিলিং সেশন অফার করেন৷ যাঁরা পূজার সঙ্গে যোগাযোগে আগ্রহী তাঁরা তাঁর ওয়েবসাইটে www.citaaraa.com থেরাপি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। ওই ওয়েবসাইটে থেরাপির বর্ণনার পাশাপাশি যাঁরা হিলিং থেরাপির সাহায্য নিয়ে সুস্থ হয়েছেন এমন মানুষরাও তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
তবে কেবলমাত্র হিলিং থেরাপিস্টই নন, পূজা চন্দ্র সেই সঙ্গে একজন দক্ষ লেখক, কবি এবং একজন ব্লগারও। তিনি প্রধানত তাঁর নিবন্ধ এবং প্রকাশিত ব্লগের মাধ্যমে নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করতে পছন্দ করেন যা জীবন সম্পর্কে আমাদের নতুন কিছু শেখায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Daily Horoscope, Horoscope, Oracle Speaks