হোম /খবর /জ্যোতিষকাহন /
ক্রিকেটার থেকে রাজনীতি যখন যেখানে গেছেন নম্বরের ফেরেই ইমরানের ভাগ্য

Numerology Tips: ক্রিকেটার থেকে রাজনীতি যখন যেখানে গেছেন নম্বরের ফেরেই ইমরানের ভাগ্য

ইমরান খানের ভাগ্য নির্ধারিত হয় নম্বরে

ইমরান খানের ভাগ্য নির্ধারিত হয় নম্বরে

Numerology Tips: ক্রিকেট থেকে রাজনীতি, ইমরান খানের উত্থান-পতনের আসল রহস্য কোথায়! মিলিয়ে নিন সংখ্যাতত্ত্ব> তাঁর জীবনের উত্থান পতনের পিছনে অনেকাংশেই দায়ী এই ২৫ সংখ্যাটি। দেখে নেওয়া যাক কী বলছে সংখ্যাতত্ত্ব

  • Share this:

কলকাতা: ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়।

বিখ্যাত ক্রিকেটার ও প্রাক্তন পাক-প্রধানমন্ত্রী ইমরান খানের জন্ম ২৫ নভেম্বর ১৯৫২। তাঁর জীবনের উত্থান পতনের পিছনে অনেকাংশেই দায়ী এই ২৫ সংখ্যাটি। দেখে নেওয়া যাক কী বলছে সংখ্যাতত্ত্ব—

১. ইমরান আহমেদ খান নিয়াজি, সারা বিশ্বের কাছে ইমরান খান নামেই পরিচিত। পাকিস্তানের দোর্দণ্ড প্রতাপ অধিনায়ক থেকে সেদেশের প্রধানমন্ত্রীত্ব—সব ক্ষেত্রেই তাঁর চরিত্র বর্ণময়। ইমরানের জন্ম ২৫ নভেম্বর। সেই সূত্রে ২৫ বা সংখ্যা ৭ তাঁর জীবনকে প্রভাবিত করেছে প্রতি পদক্ষেপে।

আরও দেখুন

২. সংখ্যা ২৫-এর ব্যবহার ও অপব্যবহারের আদর্শ দৃষ্টান্ত হতে পারেন ইমরান। সংখ্যা ৭ হল কেতুর প্রতিনিধি। সেই অনুযায়ী জাতকের জীবন হয় খুব ভাল হবে, অথবা খুব খারাপ।

৩. ইমরানের জীবনে স্টারডম উপভোগ করেছে চূড়ান্ত পর্যায়ে। জন্ম সংখ্যা ৭ হওয়ার কারণে।

আরও পড়ুন

৪. একই ভাবে সারাজীবন তাঁকে তাড়া করে বেরিয়েছে সমালোচনা। তাও সেই জন্ম সংখ্যা ৭-এর কারণেই।

৫. এর সঙ্গে অন্য একটা দিকেও নজর দেওয়া দরকার। ২৫/১১/১৯৫২, জন্ম তারিখে দু’টি ৫ এবং ডেস্টিনি নম্বর ৮ হওয়ার কারণে ইমরান অত্যন্ত সৌভাগ্যবান। কিন্তু একই সঙ্গে তিনি অত্যন্ত উগ্রতা প্রকাশ করেছেন, যা তাঁর খ্যাতিকে অনেকাংশের ম্লান করেছে।

৬. ডেস্টিনি নম্বর ৮ হলে জাতক-জাতিকাকে খুব সচেতন ভাবে নীতিবোধ বজায় রাখতে হবে।

৭. যদি ইমরানের রাজনৈতিক জীবনের ঘটনাগুলির দিকে তাকানো যায়, তাহলে দেখা যাবে ২২ এবং ১৩ তারিখের আধিক্য। যা কিনা সংখ্যা ৪।

৮. অর্থাৎ একথা বলা যেতেই পারে, রাজনৈতিক জীবনে সংখ্যা ৪-এর প্রভাব পড়া এবং সেই সঙ্গে অনিয়ন্ত্রিত জীবন তাঁকে দুর্বল করেছে। কিন্তু পূর্বজীবনে সংখ্যা ৭-এর প্রভাব ও খেলার প্রতি একাগ্রতা তাঁর ক্রীড়া জীবনের উন্নতিতে সহায়ক হয়েছিল।

Published by:Debalina Datta
First published:

Tags: Imran Khan, Numerology