ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। এবার সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক আজকের দিনে কার ভাগ্যে কী রয়েছে!
সংখ্যা ১ (যাঁদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে):
আপনার জ্ঞানের কারণে আজ সব সিদ্ধান্তই সঠিক থাকবে। আজ এমন কারওর সঙ্গে আলাপ হবে, যিনি আপনার আইনি অথবা কোনও অফিসিয়াল সমস্যার সমাধান করতে পারবেন।
শুভ রঙ: টিল
শুভ দিন: রবিবার
শুভ সংখ্যা: ৭
দান: অনুগ্রহ করে আজ কোনও আশ্রমে হলুদ ভাত দান করুন
সংখ্যা ২ (যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে):
উন্নতি করতে হলে আজ কর্মক্ষেত্রে এগিয়ে এসে দায়িত্ব নিতে হবে। রোমান্টিক এই দিনে আপনার অনুভূতির সত্যি হবে। ব্যবসায়িক চুক্তি মসৃণ ভাবে হয়ে যাবে। বড় কোনও সংস্থার সঙ্গে আজ অংশীদারিত্ব হতে পারে। রাজনীতিবিদদের আজ সতর্ক হয়ে সব কাজ করতে হবে।
শুভ রঙ: আকাশি
শুভ দিন: সোমবার
শুভ সংখ্যা: ২ এবং ৬
দান: অনুগ্রহ করে আজ দরিদ্রদের সাদা ভাত দান করুন
সংখ্যা ৩ (যাঁদের জন্ম ৩, ১২, ২১ এবং ৩০ তারিখে):
থিয়েটার শিল্পীর জীবনে আজ নতুন কিছু শুরু হতে পারে। একটা নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে। ভাগ্য আজ প্রসন্নই থাকবে, কিন্তু বন্ধুদের সঙ্গে নিজের ব্যক্তিগত বিষয় শেয়ার করবেন না।
শুভ রঙ: লাল
শুভ দিন: বৃহস্পতিবার
শুভ সংখ্যা: ৩ এবং ১
দান: অনুগ্রহ করে আজ অভাবীদের কাঁচা হলুদ দান করুন
সংখ্যা ৪ (যাঁদের জন্ম ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে):
বর্তমান পরিকল্পনা বাস্তবায়িত বা সম্পন্ন করতে হবে। পড়ে থাকা সমস্ত কাজ শেষ করতে হবে। নির্মাণকাজ, যন্ত্রপাতি, ধাতু, সফটওয়্য়ারের মতো ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তি এবং দালালদের আজ কোনও রকম চুক্তি স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে।
শুভ রঙ: নীল
শুভ দিন: মঙ্গলবার
শুভ সংখ্যা: ৯
দান: অনুগ্রহ করে আজ কম্বল দান করুন
সংখ্যা ৫ (যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে):
আজ ভাগ্যের জোরে আপনি জয়লাভ করবেন। নিজের কাজের জন্য স্বীকৃতি এবং পুরস্কার পাবেন। মিটিঙে আজ সবুজ পরার চেষ্টা করতে হবে। আর যাঁরা মনের মানুষকে ভালবাসার কথা জানাতে চাইছেন, আজই জানিয়ে ফেলুন। কারণ আজ ভাগ্য আপনার সঙ্গে থাকবে।
শুভ রঙ: সি গ্রিন
শুভ দিন: বুধবার
শুভ সংখ্যা: ৫
সংখ্যা ৬ (যাঁদের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখে):
প্রেম-প্রতিশ্রুতি-ভালবাসা-রোমান্সের ভাবনাই আজ সারা দিন মাথায় ঘুরঘুর করবে। তবে প্রতারণা থেকে সাবধান। মনে রাখতে হবে যে, আজ অতিরিক্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলে চলবে না। কারণ আপনি সকলকে খুশি করে চলতে পারবেন না।
শুভ রঙ: নীল
শুভ দিন: শুক্রবার
শুভ সংখ্যা: ৬
দান: অনুগ্রহ করে আজ রৌপ্যমুদ্রা দান করুন
সংখ্যা ৭ (যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে):
আজ আর্থিক কোনও সিদ্ধান্ত নিতে গেলে নিজের জ্ঞান এবং বুদ্ধিকে কাজে লাগাতে হবে। কর্মক্ষেত্রে বস অথবা সিনিয়রদের সঙ্গে কোনও আলোচনায় না-জড়ানোই ভালো। আপনার সততার জন্য সম্পর্কের ক্ষেত্রেও আজ বিশ্বাস এবং সম্মান পাবেন।
শুভ রঙ: কমলা এবং নীল
শুভ দিন: সোমবার
শুভ সংখ্যা: ৭
দান: অনুগ্রহ করে আজ হলুদ কাপড়ের টুকরো দান করুন
সংখ্যা ৮ (যাঁদের জন্ম ৮, ১৭ এবং ২৬ তারিখে):
কেরিয়ার নতুন করে শুরু করার এটাই সময়। দিনের প্রথমার্ধ্বে ব্যবসায়িক লেনদেন মিটিয়ে ফেললেই ভালো। কোনও ইন্টারভিউ থাকলে সেটা অবশ্যই দিতে হবে।
শুভ রঙ: সমুদ্র নীল
শুভ দিন: শুক্রবার
শুভ সংখ্যা: ৬
দান: অনুগ্রহ করে আজ গবাদি পশুদের সবুজ শস্য দান করুন
সংখ্যা ৯ (যাঁদের জন্ম ৯, ১৮ এবং ২৭ তারিখে):
গ্ল্যামার জগতের মানুষ নিজেদের কেরিয়ারে একটা উচ্চতায় পৌঁছে যেতে পারবেন। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা নিজেদের কাজের জন্য কৃতিত্ব ও প্রশংসা অর্জন করবেন। পুরনো বন্ধু ও সহকর্মীদের সঙ্গে আলাপচারিতা শুরু করলে সুফল মিলবে। দিনের শুরুতে লাল পরার চেষ্টা করতে হবে।
শুভ রঙ: লাল
শুভ দিন: মঙ্গলবার
শুভ সংখ্যা: ৬ এবং ৯
দান: অনুগ্রহ করে আজ কোনও মহিলাকে কমলা কাপড়ের টুকরো দান করুন
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Numerology Suggestions