#নয়াদিল্লি: ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। এবার সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক আজকের দিনে কার ভাগ্যে কী রয়েছে!
সংখ্যা ১ (যাঁদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে):
আজকের দিনে কাজের জন্য দারুণ প্রশংসা পাওয়া যাবে। তবে আপনি অর্থ আয় করলে অথবা লক্ষ্যে পৌঁছলে সহকর্মীর ঈর্ষা হতে পারে।
শুভ রঙ: ক্রিম এবং নীল
শুভ দিন: রবিবার
শুভ সংখ্যা: ১
দান: অনুগ্রহ করে আজ হলুদ ফল দান করুন।
সংখ্যা ২ (যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে):
আজকের দিনটা সুরেলা এবং সুন্দর ভাবে শুরু হবে। সঙ্গীর সঙ্গে শপিং করে কাটবে। তাছাড়া ভালোবাসার মানুষের সঙ্গে আবেগপ্রবণ সময় কাটানোর জন্য আজকের দিনটা আদর্শ। ব্যবসার ক্ষেত্রে দিনটা খুবই ভালো যাবে।
শুভ রঙ: সাদা
শুভ দিন: সোমবার
শুভ সংখ্যা: ২
দান: অনুগ্রহ করে আজ দরিদ্রদের অথবা গবাদি পশুদের পান করার জন্য দুধ দান করুন।
সংখ্যা ৩ (যাঁদের জন্ম ৩, ১২, ২১ এবং ৩০ তারিখে):
আজ জ্ঞান আদান-প্রদানের জন্য আদর্শ দিন। আজকের দিনে সব কিছু ভুলে একদম নিজের মনের কথা বলে ফেলতে হবে।
শুভ রঙ: পিচ
শুভ দিন: বৃহস্পতিবার
শুভ সংখ্যা: ৩ এবং ৯ দান: অনুগ্রহ করে আজ কোনও মন্দিরে কুমকুম দান করুন।
সংখ্যা ৪ (যাঁদের জন্ম ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে):
আজকের দিনটা কাজ এবং ব্যবসায়িক পরিকল্পনার মধ্যেই কাটবে। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও আজ কোনও রকম বিভ্রান্তি আসবে না।
শুভ রঙ: আকাশি
শুভ দিন: মঙ্গলবার
শুভ সংখ্যা: ৯
দান: অনুগ্রহ করে আজ দরিদ্রদের সবুজ শস্য দান করুন।
সংখ্যা ৫ (যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে):
নিজের ভাগ্য এবং স্বাধীনতা- কোনওটাই অতিরিক্ত ব্যবহার না-করাই ভালো। আজ সহকর্মীদের থেকে সতর্ক থাকতে হবে। সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্ত আজ ঠিকঠাকই থাকবে।
শুভ রঙ: সি-গ্রিন
শুভ দিন: বুধবার
শুভ সংখ্যা:৫
দান: অনুগ্রহ করে আজ অনাথদের সবুজ ফল দান করুন।
সংখ্যা ৬ (যাঁদের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখে):
আজকের দিনটা আনন্দ এবং সাফল্যে সুন্দর ভাবে কাটবে। পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীরা আজ আপনার পাশে থাকবে। সন্ধেয় সঙ্গীর সঙ্গে রোমান্টিক ডেট দিনটাকে আরও সুন্দর করে তুলবে।
শুভ রঙ: অ্যাকোয়া
শুভ দিন: শুক্রবার
শুভ সংখ্যা: ৬
দান: অনুগ্রহ করে আজ সাদা মুদ্রা দান করুন।
সংখ্যা ৭ (যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে):
আজ অর্থ সংক্রান্ত চুক্তিতে নিজের বুদ্ধি ও জ্ঞানকে কাজে লাগাতে হবে। বিপরীতে থাকা মানুষদের মতামতও আজ শোনার চেষ্টা করতে হবে।
শুভ রঙ: সি-গ্রিন
শুভ দিন: সোমবার
শুভ সংখ্যা: ৭
দান: অনুগ্রহ করে আজ কোনও মন্দিরে তামা অথবা ব্রোঞ্জ ধাতুর টুকরো দান করুন।
সংখ্যা ৮ (যাঁদের জন্ম ৮, ১৭ এবং ২৬ তারিখে):
আজ সাফল্য পেতে গেলে বাস্তব বুদ্ধি দিয়ে চিন্তা করে তবেই সিদ্ধান্ত নিতে হবে। কোনও কাজে আটকে গেলে অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সেই কার্যসিদ্ধি করতে হবে।
শুভ রঙ: সমুদ্র নীল
শুভ দিন: শনিবার
শুভ সংখ্যা: ৬
দান: অনুগ্রহ করে আজ অভাবীদের জুতো দান করুন।
সংখ্যা ৯ (যাঁদের জন্ম ৯, ১৮ এবং ২৭ তারিখে):
আজ পারস্পরিক বিশ্বাসের মাধ্যমেই সাফল্য আসবে। ব্যবসা সংক্রান্ত চুক্তিতে একটু দেরি হতে পারে। যাঁরা এত দিন বিভিন্ন বিপত্তির সম্মুখীন হয়েছেন, তাঁরা নিজেদের লক্ষ্যে এগিয়ে যাবেন।
শুভ রঙ: কমলা
শুভ দিন: মঙ্গলবার
শুভ সংখ্যা: ৯
দান: অনুগ্রহ করে আজ কোনও মন্দিরে কমলা কাপড়ের টুকরো দান করুন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Numerology