#নয়াদিল্লি: ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এ ক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। এ বার সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক বৃহস্পতিবার কার ভাগ্যে কী রয়েছে!
#সংখ্যা ১ (যাঁদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে):
আজ নিজের সিদ্ধান্তে অনড় থাকুন- সব ক্ষেত্রেই সাফল্য লাভ করবেন তাহলে। শুভ রঙ: কমলা শুভ দিন: মঙ্গল এবং রবিবার শুভ সংখ্যা: ১, ৯ দান: অনুগ্রহ করে দরিদ্রদের লাল ফল দান করুন।
#সংখ্যা ২ (যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে):
আজকের দিনটি রোম্যান্টিক মেজাজে কাটবে, সিদ্ধান্তের ব্যাপারে হৃদয়কে প্রাধান্য দিন। শুভ রঙ: গোলাপি শুভ দিন: সোমবার শুভ সংখ্যা: ২ দান: অনুগ্রহ করে দরিদ্রদের দুধ দান করুন।
আরও পড়ুন: প্রেমের পরিণতি নাকি ব্যাপক অর্থ ব্যয়! রাশি মিলিয়ে দেখুন বৃহস্পতিবার কেমন যাবে আপনার দিন...
#সংখ্যা ৩ (যাঁদের জন্ম ৩, ১২, ২১ এবং ৩০ তারিখে):
পরিশ্রমের সুফল এবার লাভ করতে চলেছেন, গুরুর মূর্তির সামনে দীপদান করতে ভুলবেন না। শুভ রঙ: লাল শুভ দিন: বৃহস্পতিবার শুভ সংখ্যা: ৩, ৯ দান: অনুগ্রহ করে মন্দিরে চন্দন দান করুন।
#সংখ্যা ৪ (যাঁদের জন্ম ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে):
ব্যক্তিগত যোগাযোগের সূত্রে সব কাজ আজ নির্বিঘ্নে সমাধা হবে, বিলাসবহুল দিন কাটবে। শুভ রঙ: বেগুনি শুভ দিন: মঙ্গবার শুভ সংখ্যা: ৯ দান: অনুগ্রহ করে শিশুদের চারাগাছ দান করুন।
#সংখ্যা ৫ (যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে):
সন্দেহ দূর হয়ে মনে আজ স্বস্তি আসবে, সব কাজে পরিবারের সমর্থন পাবেন। শুভ রঙ: সবুজ এবং কমলা শুভ দিন: বুধবার শুভ সংখ্যা: ৫ দান: অনুগ্রহ করে দরিদ্রদের বাদামি চাল দান করুন।
#সংখ্যা ৬ (যাঁদের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখে):
লক্ষ্য অর্জনের জন্য আজ কঠোর পরিশ্রম করতে হবে- এটাই সাফল্যের একমাত্র পথ। শুভ রঙ: বেগুনি শুভ দিন: শুক্রবার শুভ সংখ্যা: ৬ দান: অনুগ্রহ করে সাদা রুমাল দান করুন।
#সংখ্যা ৭ (যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে):
সমাজে স্বীকৃতি মিলবে, বিশ্লেষণী বুদ্ধির সাহায্যে কর্মক্ষেত্রের বাধা দূর হবে। শুভ রঙ: কমলা শুভ দিন: সোমবার শুভ সংখ্যা: ৭, ৯ দান: অনুগ্রহ করে তামার কোনও জিনিস দান করুন।
#সংখ্যা ৮ (যাঁদের জন্ম ৮, ১৭ এবং ২৬ তারিখে):
উচ্চাকাঙ্ক্ষা আজ দমন করা প্রয়োজন- না হলে স্বাস্থ্য এবং মন কোনওটাই ভালো যাবে না। শুভ রঙ: গাঢ় বেগুনি শুভ দিন: শুক্রবার শুভ সংখ্যা: ৬ দান: অনুগ্রহ করে দরিদ্রদের ছাতা দান করুন।
#সংখ্যা ৯ (যাঁদের জন্ম ৯, ১৮ এবং ২৭ তারিখে):
সঙ্গী/সঙ্গিনীর সূত্রে সাফল্য লাভ হবে, সব ক্ষেত্রেই আজ সমাদর মিলবে। শুভ রঙ: লাল শুভ দিন: মঙ্গলবার শুভ সংখ্যা: ৯ দান: অনুগ্রহ করে মুসুর ডাল দান করুন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Numerology Suggestions