কলকাতা: প্রেমের এই সপ্তাহে মনের মানুষ চেনা দায়? কাজে আসুক সংখ্যাতত্ত্ব, সংখ্যাই বুঝিয়ে দেবে ঠিক কেমন সঙ্গী অথবা সঙ্গিনী হয়ে উঠতে পারেন জীবনের সকল ভালোবাসার আশ্রয়।
ব্যাপারটা অনেকটা রাশি মিলিয়ে জোটক খোঁজার মতোই। তফাতের মধ্যে এখানে কাজ করবে জন্মতারিখ। দেখে নেওয়া যাক, সংখ্যাতত্ত্ব মতে যাঁদের সংখ্যা ১, তাঁদের জন্য কোন সংখ্যা সঙ্গী/সঙ্গিনী রূপে আদর্শ হতে পারেন না।
এই জায়গায় এসে একটা কথা বলে রাখা উচিত। জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়।
আরও পড়ুন: শিকারা ভ্রমণ করবেন? উত্তরবঙ্গেই রয়েছে মিনি কাশ্মীর! জানুন
এই হিসেবে সংখ্যা ১ রূপে গণ্য হবেন কারা? যাঁদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে। এই সংখ্যার অধিপতি গ্রহ স্বয়ং সূর্য। আর একারণেই সংখ্যা ৪-এর জাতক-জাতিকারা, যাঁদের জন্ম ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে, তাঁরা সংখ্যা ১-এর পক্ষে উপযুক্ত নন। কেন?
কেন না সংখ্যা ৪-এর অধিপতি গ্রহ রাহু। সেই জন্যেই-
- এঁদের মনে পরস্পরের প্রতি বৈরীভাব দেখা যায়।- আসলে এই দুই সংখ্যার জাতক-জাতিকাই স্বাধীনভাবে কাজ করতে ভালোবাসেন, অন্যের হস্তক্ষেপ পছন্দ করেন না, সেকারণেই এঁকের মত অন্যে মেনে না নিলে সমস্যা হয়।- সূর্যস্বভাব সংখ্যা ১ নিজের মর্জিমতো চলেন, কিন্তু রাহুস্বভাব সংখ্যা ৪ নিয়ম মেনে চলতে পছন্দ করেন, ফলে এঁদের মধ্যে বিবাদ বাঁধে।- এঁরা উভয়েই নেতৃত্ব দিতে ভালোবাসেন, যা অহংবোধের জন্ম দিয়ে সম্পর্ককে জটিল করে তোলে।
আরও পড়ুন: গলায় মাছের কাঁটা ফুটে গেলে কী করেন? বড় বিপদ এড়াতে চাইলে জানুন
আবার, সংখ্যা ৫, যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে, তাঁরাও সংখ্যা ১-এর পক্ষে উপযুক্ত সঙ্গী/সঙ্গিনী হয়ে উঠতে পারেন না। এই সংখ্যার অধিপতি বুধ। ফলে-
- সূর্যস্বভাব সংখ্যা ১ -এর মতো বুধস্বভাব সংখ্যা ৫-এরও নেতৃত্বদানের সহজাত দক্ষতা থাকে, যা সম্পর্কে সমস্যা তৈরি করে।- সংখ্যা ৫ বন্ধুভাবাপন্ন ঠিকই, কিন্তু বুধ যেরকম সূর্যপ্রভায় উজ্জ্বল হন, এক্ষেত্রেই তা-ই হয়। ফলে, সংখ্যা ১-কে সামাল দেওয়ার ক্ষমতা এঁদের থাকে না।
এই কারণে প্রতিষ্ঠান বা মোবাইল নম্বর বেছে নেওয়ার ক্ষেত্রে মোট যোগফল ৫ হলে তা সংখ্যা ১-এর অনুকূলে যায়, তবে ব্যক্তিগত সম্পর্কে এই জোট কাজে আসে না। অন্য দিকে, প্রতিষ্ঠান বা মোবাইল নম্বর বেছে নেওয়ার ক্ষেত্রে মোট যোগফল ৪ হলে তা সংখ্যা ১-এর একেবারেই বর্জন করা কাম্য।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Daily Horoscope, Horoscope 2023