#নয়াদিল্লি: ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। এবার সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কালকের দিনে কার ভাগ্যে কী রয়েছে!
আরও পড়ুন- মর্মান্তিক দুর্ঘটনা উত্তরকাশীতে! খাদে গাড়ি উলটে জীবন্ত দগ্ধ পশ্চিমবাংলার ৫!
#সংখ্যা ১ (যাঁদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে): নতুন কিছু শুরু করার থাকলে তিক্ততা ভুলে নিজের পরিবারের পুরনো সদস্যদের সাহায্য নিতে হবে। বাধা-বিপত্তি এলে আত্মবিশ্বাস যাতে না-হারায়, সেদিকে নজর দিতে হবে। শুভ রঙ: নীল এবং লাল শুভ দিন: রবিবার শুভ সংখ্যা: ৯ দান: অনুগ্রহ করে আশ্রমে গম দান করুন
#সংখ্যা ২ (যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে): কাল নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে হবে। কাল আপনার কঠোর পরিশ্রম এবং সততাই আপনার জয়ের কারণ হবে। মানুষ আপনার সারল্যের সুযোগ নিতে পারে, তাই নিজের প্রখর বুদ্ধিকে কাজে লাগাতে হবে। শুভ রঙ: বাদামী শুভ দিন: সোমবার শুভ সংখ্যা: ২ দান: অনুগ্রহ করে গবাদি পশুদের জল দান করুন
#সংখ্যা ৩ (যাঁদের জন্ম ৩, ১২, ২১ এবং ৩০ তারিখে): যাঁরা প্রেমের সম্পর্কে রয়েছেন, তাঁদের জন্য কালকের দিনটা দারুণ। কারণ কাল প্রেমের সম্পর্ক স্থায়িত্ব পাবে। কর্মক্ষেত্রে এবং বাড়ির সকলের মন জয় করবে আপনার অনন্য ভাবনা এবং সুন্দর কথাবার্তা। যে কোনও পরিস্থিতিতে আপনার কাজের ক্ষমতাই সাফল্য আনবে। শুভ রঙ: নীল এবং লাল শুভ দিন: বৃহস্পতিবার শুভ সংখ্যা: ৩ এবং ৯ দান: অনুগ্রহ করে মন্দিরে চন্দন দান করুন
#সংখ্যা ৪ (যাঁদের জন্ম ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে): কাল প্রচুর অর্থ আয়ের যোগ রয়েছে। তবে নিজের স্বাস্থ্য কিংবা পারিবারিক খাতে খরচও হতে পারে। যাঁরা উচ্চপদে আসীন, তাঁদের আরও উন্নতি হতে চলেছে। কাল দান-ধ্যান করার জন্যও ভালো দিন। শুভ রঙ: নীল শুভ দিন: মঙ্গলবার শুভ সংখ্যা: ৯ দান: অনুগ্রহ করে ভিক্ষুকদের জুতো দান করুন
#সংখ্যা ৫ (যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে): যাঁরা পেশা বদলের অপেক্ষায় রয়েছেন, তাঁদের খুব শীঘ্রই নতুন কাজের সুযোগ আসতে চলেছে। কাল ভাগ্য প্রসন্ন থাকবে, ফলে কোনও বাধা-বিপত্তি সহজেই অতিক্রম করা যাবে। নিজের সঙ্গীকে প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য আদর্শ দিন। শুভ রঙ: টিল শুভ দিন: বুধবার শুভ সংখ্যা: ৬ দান: অনুগ্রহ করে অনাথাশ্রমের শিশুদের সবুজ ফল দান করুন
আরও পড়ুন- ভাইরাল ভিডিও: দুর্ঘটনায় বাদ গেছে পা, অদম্য জেদে এক পায়ে লাফিয়েই স্কুল পাড়ি সীমার
#সংখ্যা ৬ (যাঁদের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখে): হাতে আসা সুযোগ ভবিষ্যতে সাফল্য আনবে। কাল কেরিয়ারের ক্ষেত্রেও আসবে নানা সুযোগ। ভাগ্য থাকবে সদয়, ফলে যে কোনও কাজই কাল সাফল্য আনবে। শুভ রঙ: আকাশী শুভ দিন: শুক্রবার শুভ সংখ্যা: ৬ এবং ৯ দান: অনুগ্রহ করে দরিদ্রদের দই দান করুন
#সংখ্যা ৭ (যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে): কাল বিভ্রান্তি কমানোর চেষ্টা করতে হবে। দুপুরের পরে নতুন কিছু আসতে চলেছে। তবে কাল নতুন কোনও অফার এলে তা অগ্রাহ্য করুন। কারণ তা ভবিষ্যতের জন্য ফলদায়ী নয়। কাল অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া এবং নৈশ পার্টি এড়িয়ে চলতে হবে। শুভ রঙ: সবুজ এবং হলুদ শুভ দিন: সোমবার শুভ সংখ্যা: ৩ দান: অনুগ্রহ করে ব্রোঞ্জ অথবা তামা ধাতু দান করুন
#সংখ্যা ৮ (যাঁদের জন্ম ৮, ১৭ এবং ২৬ তারিখে): কাল অর্থ আয়ের যোগ রয়েছে। তবে এক্ষেত্রে আয়ের সংক্ষিপ্ত পথ অবলম্বন না-করাই ভালো। ব্যবসার ক্ষেত্রে বড় বড় ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হন। পরিবারের সঙ্গে সময় কাটান। শুভ রঙ: পার্পল শুভ দিন: শুক্রবার শুভ সংখ্যা: ৬ দান: অনুগ্রহ করে কাল দরিদ্রদের কালো কোনও জিনিস দান করুন
#সংখ্যা ৯ (যাঁদের জন্ম ৯, ১৮ এবং ২৭ তারিখে): নিজস্বতা বজায় রাখতে হবে। সেই সঙ্গে দয়ালু এবং উদারমনস্ক হতে হবে। কালকের দিনে নানা রকম সুযোগ আসতে চলেছে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। সম্পর্কের জন্যও শুভ দিন। শুভ রঙ: লাল শুভ দিন: মঙ্গলবার শুভ সংখ্যা: ৯ দান: অনুগ্রহ করে একটা লাল রুমাল দান করুন
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।