ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। এ বার সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক আগামিকাল কার ভাগ্যে কী রয়েছে!
#সংখ্যা ১ (যাঁদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে):
আজকের দিনটা বেশ চ্যালেঞ্জের মধ্যেই কাটবে। সম্পত্তিগত বিষয়ে বিলম্ব আসতে পারে। কোনও ঝামেলা ছাড়াই আর্থিক লাভ আসবে, তবে মাধারি পরিমাণে। মানসিক স্বাস্থ্য ভালো রাখতে দেরি অবধি কাজ করলে চলবে না। কৃষি ও শিক্ষাক্ষেত্রে যুক্ত ব্যক্তিরা লাভবান হবেন আজ। শুভ রঙ: নীল এবং হলুদ শুভ দিন: রবিবার শুভ সংখ্যা: ৯ দান: অনুগ্রহ করে আজ আশ্রমে গম দান করুন
#সংখ্যা ২ (যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে):
আজ আনুগত্য এবং সততাই আপনার জয়ের কারণ হবে। বুদ্ধি করে কাজ করতে হবে, না-হলে আপনার সারল্যকে অন্য কেউ অপব্যবহার করতে পারেন। আজ বিভিন্ন ক্ষেত্রের মানুষ সাফল্যের মুখ দেখবেন। সঙ্গী অথবা সহকর্মীর থেকে আঘাত পেতে পারেন। শুভ রঙ: নীল শুভ দিন: সোমবার শুভ সংখ্যা: ২ দান: অনুগ্রহ করে আজ গবাদি পশুদের জল দান করুন
আরও পড়ুন : ওরাকল স্পিকস ৮ মে; দেখে নিন ভাগ্যফল, জেনে নিন কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য
#সংখ্যা ৩ (যাঁদের জন্ম ৩, ১২, ২১ এবং ৩০ তারিখে):
আজ আপনার অফুরান প্রাণশক্তিই আপনাকে কেরিয়ারের শীর্ষে রাখবে। সৃজনশীল চিন্তাভাবনা এবং সুন্দর বাচনভঙ্গিতেই কর্মক্ষেত্র ও পরিবারের মানুষরা আপনার প্রতি আকৃষ্ট হবে। যে কোনও পরিস্থিতিতে আপনি কাজ করতে পারবেন, আর তাই সাফল্যও খুব শীঘ্রই আসবে। তবে আজ টাকা-পয়সার বিষয়ে সতর্ক থাকতে হবে। শুভ রঙ: কমলা এবং নীল শুভ দিন: বৃহস্পতিবার শুভ সংখ্যা: ৩ এবং ৯ দান: অনুগ্রহ করে আজ দরিদ্রদের সূর্যমুখী তেল দান করুন
#সংখ্যা ৪ (যাঁদের জন্ম ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে):
আজ সমস্ত পুরনো কাজ শেষ করে ফেলতে হবে এবং তার পরে নতুন কাজ হাতে নিতে হবে। উচ্চপদে আসীন ব্যক্তিরা আরও উচ্চতায় পৌঁছলেন। আর্থিক পরিকল্পনার বিষয়ে অন্য কারওর সঙ্গে আলোচনা করা চলবে না। পড়ুয়ারা সরকারি চাকরির জন্য আজ আবেদন করতে পারেন। ব্যস্ততার কারণে পরিবার এবং বন্ধুদের হয়তো সময় দিতে পারবেন না, তাই তাঁদের অভিযোগ চুপচাপ শুনে নিন। শুভ রঙ: নীল শুভ দিন: মঙ্গলবার শুভ সংখ্যা: ৯ দান: অনুগ্রহ করে ভিক্ষুকদের জুতো দান করুন
আরও পড়ুন : জন্মদাত্রীর পা ধুয়ে পায়েস খাইয়ে দিল পড়ুয়ারা, মাতৃ দিবসের আগে উদ্যোগ স্কুলে
#সংখ্যা ৫ (যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে):
আজ সঙ্গীর কাছে তাঁর প্রতি আপনার মনের অনুভূতি প্রকাশ করার জন্য আদর্শ দিন। কোনও যন্ত্রাংশ কেনা, সম্পত্তি বিক্রয়, অফিসিয়াল নথিতে স্বাক্ষর এবং ভ্রমণে বেরোনোর জন্যও আজকের দিনটা শুভ। শুভ রঙ: অ্যাকোয়া শুভ দিন: বুধবার শুভ সংখ্যা: ৫ দান: অনুগ্রহ করে আজ কোনও অনাথ আশ্রমের শিশুদের সবুজ ফল ও সবজি দান করুন
#সংখ্যা ৬ (যাঁদের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখে):
নতুন সুযোগকে কাজে লাগানোর জন্য আজ চেষ্টা করতে হবে। লক্ষ্যমাত্র পূরণের জন্য কঠোর পরিশ্রম করলে ভালো ফল জুটবে। যেহেতু আজ সময় আপনার সঙ্গে থাকবে, তাই নিজের স্বপ্ন পূরণ করতে হবে। দিনটা বেশ বিলাসব্যসনেই কাটবে। শুভ রঙ: আকাশি নীল শুভ দিন: শুক্রবার শুভ সংখ্যা: ৬ এবং ৯ দান: অনুগ্রহ করে আজ দরিদ্রদের সাদা ভাত দান করুন
আরও পড়ুন : শাবকদের দুষ্টুমিতে বাঘিনী শিলা এখন বেজায় ব্যস্ত, দেখুন ওদের ‘বাঘবেলার’ ভিডিও
#সংখ্যা ৭ (যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে):
আজ বুদ্ধি করে চলতে হবে এবং নিজের কার্যভার অন্যের উপর চাপালে চলবে না। ব্যবসায়ীরা নিজের আত্মীয় এবং বন্ধুদের থেকে সতর্ক থাকবেন। সম্পর্কের ক্ষেত্রে ভালো সময় এবং আর্থিক উন্নতিরও সম্ভাবনা দারুণ। শুভ রঙ: সবুজ শুভ দিন: সোমবার শুভ সংখ্যা: ৩ দান: অনুগ্রহ করে আজ হলুদ ভাত অথবা ডাল দান করুন
#সংখ্যা ৮ (যাঁদের জন্ম ৮, ১৭ এবং ২৬ তারিখে):
আজকের দিনটা একটার পর একটা কাজেই কেটে যাবে। নিজের স্বাস্থ্যের খেয়াল রাখার পাশাপাশি পরিবারকেও যথেষ্ট সময় দিতে হবে। আজ দান-ধ্যান করলে ভালো ফল মিলবে। সবুজে ঘেরা বাগানে কিছু সময় কাটাতে হবে। কেরিয়ার সংক্রান্ত সিদ্ধান্ত ভবিষ্যতে ভালো বলেই প্রমাণিত হবে। শুভ রঙ: পার্পল শুভ দিন: শুক্রবার শুভ সংখ্যা: ৬ দান: অনুগ্রহ করে আজ দরিদ্রদের ছাতা দান করুন
#সংখ্যা ৯ (যাঁদের জন্ম ৯, ১৮ এবং ২৭ তারিখে):
আজ নানা ক্ষেত্রে যুক্ত ব্যক্তিরা কাজের জন্য প্রশংসা ও স্বীকৃতি পাবেন। আজকের দিনটা খ্যাতি, আনন্দ, উৎসাহে দারুণ ভাবে কেটে যাবে। আজ আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে, সম্পত্তির রেজিস্ট্রেশনও মসৃণ ভাবে হয়ে যাবে। সম্পর্কও মজবুত হবে। শুভ রঙ: লাল শুভ দিন: মঙ্গলবার শুভ সংখ্যা: ৯ দান: অনুগ্রহ করে আজ দরিদ্রদের লাল মুসুর ডাল দান করুন
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Astrology, Numerology