হোম /খবর /জ্যোতিষকাহন /
১৭ মে জন্ম হলে কেমন হবে চরিত্র, ভাগ্যই বা কতটা সুপ্রসন্ন! কী বলছে সংখ্যাতত্ত্ব?

Numerology Special Article: ১৭ মে জন্ম হলে কেমন হবে চরিত্র, ভাগ্যই বা কতটা সুপ্রসন্ন! দেখে নিন কী বলছে সংখ্যাতত্ত্ব

১৭ মে জন্ম হলে কেমন হবে চরিত্র, ভাগ্যই বা কতটা সুপ্রসন্ন! দেখে নিন কী বলছে সংখ্যাতত্ত্ব

১৭ মে জন্ম হলে কেমন হবে চরিত্র, ভাগ্যই বা কতটা সুপ্রসন্ন! দেখে নিন কী বলছে সংখ্যাতত্ত্ব

Numerology Predictions Today, May 15, 2023: সংখ্যাতত্ত্ব অনুযায়ী দেখে নেওয়া যাক ১৭ মে জন্মদিন হলে কেমন হতে পারে জাতক-জাতিকার জীবন ৷

  • Share this:

কলকাতা: ভারতীয় সংখ্যাতত্ত্ব মনে করে কোনও ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য, তাঁর ব্যক্তিত্ব এমনকী তাঁর জীবনের পথরেখাও নির্ধারণ করে তাঁর জন্মদিন, বা বলা ভাল জন্ম তারিখ। কারণ জন্মদিনের সংখ্যার উপর নির্ভর করেই বলা যায় জাতক বা জাতিকা কেমন স্বভাবের হবেন, কতটা সুগম হবে তাঁর জীবনের পথ, কোন পেশায় তাঁর জীবনের উন্নতি ইত্যাদি।

সংখ্যাতত্ত্ব অনুযায়ী দেখে নেওয়া যাক ১৭ মে জন্মদিন হলে কেমন হতে পারে জাতক-জাতিকার জীবন—

১. যাঁদের জন্ম ১৭ মে তাঁদের সংখ্যা ৮-এর প্রতিনিধি বলে মনে করা হয়। সংখ্যা ৮ শনিদেবের দ্বারা নিয়ন্ত্রিত হয়।

২. এই সংখ্যার জাতক বা জাতিকা খুবই দায়িত্ববান স্বভাবের হয়ে থাকেন। নিজের মেজাজে চলতে পছন্দ করেন।

আরও পড়ুন– রাশিফল ১৭ মে; দেখে নিন কেমন যাবে আজকের দিন

৩. পাশাপাশি এঁরা খুবই পরিশ্রমী হন। দীর্ঘক্ষণ কাজ করে যেতে এঁদের কোনও আপত্তি নেই।

৪. এঁদের জীবন খুব সুশৃঙ্খল হয়ে থাকে। সমস্ত কাজ এঁরা পরিকল্পনা করে করতেই পছন্দ করেন। ফলে অনেক সময়ই এঁরা কাজের ক্ষেত্রে কর্তৃত্ব করতে চান। তবে সমস্ত কাজ একেবারে নিখুঁত ভাবে শেষ করতেও এঁদের জুড়ি নেই।

৫. আবার অন্যের হিতে আত্মবলিদান দেওয়াও এঁদের কাছে খুব সহজ বলে মনে হয়। এঁদের মধ্যে সব সময়ই দয়া এবং প্রেমের ভাব বজায় থাকে।

৬. তবে মনে রাখতে হবে, নিজের সিদ্ধান্তের ক্ষেত্রে একগুঁয়ে মনোভাব বজায় রাখা সব সময় সঠিক নাও হতে পারে।

৭. অতিরিক্ত পরিশ্রম, অস্থিরতা এঁদের চরিত্রের দুর্বলতা হিসেবেই ধরা যেতে পারে। অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষাও এঁদের জীবনের দুর্বল দিকগুলির একটি। কোনও কিছুই এঁদের সন্তুষ্ট করতে পারে না।

৮. নির্মাণ, শল্যচিকিৎসা, লোহা, ইট, সিমেন্টের ব্যবসা এঁদের জন্য লাভজনক হতে পারে। পাশাপাশি শস্য চাষেও লাভ হতে পারে। সরকারি চাকরি, গাড়ি বা বৈদ্যুতীন সরঞ্জামের ব্যবসা, হোটেল ব্যবসাও ভাল। জ্যোতিষচর্চায় সাফল্য আসতে পারে।

কেমন যাবে ২০২৩ সাল—

২০২৩-এর সাংখ্য মান ৭, যা সংখ্যা ৮-এর জন্য মোটামুটি শুভ। তাই ২০২৩ সালটিকে ব্যবহার করতে হবে আগামী ২০২৪ সালের জন্য। এবছর আরও পরিশ্রম করে প্রস্তুতি নিতে হবে, যাতে আগামী বছরের সুযোগগুলিকে কাজে লাগানো সহজ হয়।

শুভ রঙ: নীল ও ধূসর

শুভ দিন: শনিবার

শুভ সংখ্যা: ৪, ৬, ৮

প্রতিকার: নিজের চারপাশে যত বেশি সম্ভব সবুজ গাছপালা রাখতে হবে।

যোগাভ্যাস বা যে কোনও রকম শরীর চর্চা করতে হবে।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Astrology, Numerology