মনের মানুষ চেনা দায়? কাজে আসুক সংখ্যাতত্ত্ব, সংখ্যাই বুঝিয়ে দেবে ঠিক কেমন সঙ্গী অথবা সঙ্গিনী হয়ে উঠতে পারেন জীবনের সকল ভালোবাসার আশ্রয়।
ব্যাপারটা অনেকটা রাশি মিলিয়ে জোটক খোঁজার মতোই। তফাতের মধ্যে এখানে কাজ করবে জন্মতারিখ। দেখে নেওয়া যাক, সংখ্যাতত্ত্ব মতে যাঁদের সংখ্যা ১, তাঁদের জন্য কোন সংখ্যা সঙ্গী/সঙ্গিনী রূপে আদর্শ হতে পারেন না।
এই জায়গায় এসে একটা কথা বলে রাখা উচিত। জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়।
এই হিসেবে সংখ্যা ১ রূপে গণ্য হবেন কারা? যাঁদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে। এই সংখ্যার অধিপতি গ্রহ স্বয়ং সূর্য। আর একারণেই সংখ্যা ৬-এর জাতক-জাতিকারা, যাঁদের জন্ম ৬, ১৫, ২৪ তারিখে, তাঁরা সংখ্যা ১-এর পক্ষে উপযুক্ত নন। কেন?
কেন না সংখ্যা ৬-এর অধিপতি গ্রহ শুক্র। সেই জন্যেই-
- প্রকৃত এবং দৃঢ় সম্পর্ক বা বন্ধুত্ব বজায় রাখার সম্ভাবনা ১ এবং ৬ সংখ্যার ক্ষেত্রে একেবারেই কম।- শুক্রের নিজস্ব আলো বা উজ্জ্বলতা নেই, সে সূর্যের উপর নির্ভরশীল। অন্য দিকে, সূর্য তার নিজস্ব আলোয় পূর্ণ, ফলে জাতক-জাতিকা বেশ আত্মকেন্দ্রিক এবং অহঙ্কারী হয়ে থাকেন।- পরস্পরের মিত্রভাবাপন্ন না হওয়ার কারণে ১ এবং নং ৬ সংখ্যার জাতক-জাতিকার মধ্যে সর্বদা ব্যক্তিত্বের সংঘর্ষ হয়।- এই সংখ্যার মধ্যে বিবাহের সম্পর্ক তৈরি হলে দম্পতি অহং সমস্যার সম্মুখীন হতে পারেন। আজীবন তর্ক-বিতর্ক চলতেই থাকে।- এঁদের মধ্যে ব্যবসায়িক লেনদেন হলে তাও বেশ চ্যালেঞ্জিং হয়ে ওঠে। কারণ দু'জনেই নিজের সিদ্ধান্তে অবিচল থাকতে চান।- তাই সংখ্যাতত্ত্বের মাধ্যমে সুপারিশ করা হয় যে যাঁরা ১ সংখ্যার জাতক জাতিকা এবং সূর্যের দ্বারা চালিত, তাঁদের মোবাইলের মোট সংখ্যাও ৬ না রাখাই ভাল।
আবার, সংখ্যা ৭, যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে, তাঁরাও সংখ্যা ১-এর পক্ষে উপযুক্ত সঙ্গী/সঙ্গিনী হয়ে উঠতে পারেন না। এই সংখ্যার অধিপতি কেতু। ফলে-
- ৭ সংখ্যাটিতে কেতুর প্রভাব থাকে বলেই সূর্যের সঙ্গে সে সব থেকে খারাপ বা সব থেকে ভাল অবস্থানে থাকতে পারে।- ১ এবং ৭ এর মধ্যে সম্পর্ক বোঝা কঠিন কারণ এরা সর্বদা একটি অবগুণ্ঠনের আড়ালে থাকতে পছন্দ করে।- উভয় পক্ষই সমস্ত চুক্তিতে অত্যন্ত সতর্ক বলে মনে হয়।- তবে এই দুই সংখ্যার জাতক-জাতিকার মধ্যে কিছু বৈশিষ্ট্য রয়েছে, যা সমভাবাপন্ন। যেমন, বিশ্লেষণাত্মক মনোভাব, গবেষণার ক্ষমতা, পরিপূর্ণতাবাদিতা, নেতৃত্ব, প্রযুক্তিগত জ্ঞান, এবং অন্তর্মুখীনতা।- এই সমস্ত গুণাবলীর জন্য এঁরা একত্রে শক্তিশালী ব্যবসা বা রাজনৈতিক কেরিয়ার তৈরি করতে পারেন।- তাই ১ সংখ্যার জাতক-জাতিকার সঙ্গে ৭ সংখ্যার জাতক-জাতিকা পেশাগত অংশীদারিত্ব করতে পারেন।- কিন্তু ব্যক্তিগত জীবনে এটি অনুসরণ করা কঠিন। কারণ উভয়ই সম্পর্কের স্বচ্ছতা রাখতে ব্যর্থ।- তাই এই ধরনের দম্পতিদের পারস্পরিক বোঝাপড়া এবং পারস্পরিক বিশ্বাসে অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Numerology