হোম /খবর /জ্যোতিষকাহন /
১৭ মার্চ অশুভ কিছু ঘটবে না তো? শুভ-ই বা কী ঘটবে? যা বলছে সংখ্যাতত্ত্ব

Numerology: ১৭ মার্চ অশুভ কিছু ঘটবে না তো? শুভ-ই বা কী ঘটবে? যা বলছে সংখ্যাতত্ত্ব

সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কার ভাগ্যে কী রয়েছে!

  • Share this:

ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। এবার সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক আজকের দিনে কার ভাগ্যে কী রয়েছে!

#সংখ্যা ১ (যাঁদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে):

নাম, যশ লাভ করা সম্ভব হবে। যে কোনও প্রতিযোগিতায় জয় আসবে।

শুভ রঙ: কমলা ও সবুজ

শুভ দিন: রবি ও মঙ্গলবারN

শুভ সংখ্যা: ১ ও ৯

দান: অনুগ্রহ করে বেদানা দান করুন

#সংখ্যা ২ (যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে):

নিজের মনের কথা শোনাই ভাল। অতীতের সমাজিক কাজ আশির্বাদ হয়ে দেখা দেবে।

শুভ রঙ: গোলাপি

শুভ দিন: সোমবার

শুভ সংখ্যা: ২ ও ৬

দান: অনুগ্রহ করে মন্দিরে রৌপ্যমু্দ্রা দান করুন

#সংখ্যা ৩ (যাঁদের জন্ম ৩, ১২, ২১ এবং ৩০ তারিখে):

যে কোনও পরিকল্পনা বাস্তবায়িত করে লাভের ফসল ঘরে তুলতে হবে। কোনও ভাল সুযোগ আসতে চলেছে।

শুভ রঙ: লাল ও বেগুনি

শুভ দিন: বৃহস্পতিবার

শুভ সংখ্যা: ৩ ও ৯

দান: অনুগ্রহ করে মন্দিরে চন্দন দান করুন

#সংখ্যা ৪ (যাঁদের জন্ম ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে):

অগ্রাসী মনোভাব দূর করা প্রয়োজন। যে কোনও কাজ খুব সহজে সম্পন্ন হবে। ব্যবসার প্রয়োজনীয় চুক্তিও হতে পারে।

শুভ রঙ: পার্পল

শুভ দিন: মঙ্গলবার

শুভ সংখ্যা: ৯

দান: অনুগ্রহ করে শিশুদের গাছের চারা দান করুন

#সংখ্যা ৫ (যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে):

অতীতের সমস্ত সমস্যার সমাধান হবে এসময়। কাজের ক্ষেত্রে অনেক সুযোগ পাওয়া যাবে। বিনিয়োগে ঝুঁকি নেওয়া যেতেই পারে।

শুভ রঙ: সবুজ ও কমলা

শুভ দিন: বুধবার

শুভ সংখ্যা: ৫

দান: অনুগ্রহ করে দরিদ্রদের বাদামি চাল দান করুন

#সংখ্যা ৬ (যাঁদের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখে):

অনেক কাজের চাপ থাকতে পারে। কিন্তু সব কাজই ভাল ভাবে শেষ করা যাবে। সঙ্গীর সঙ্গে বিবাদ মিটিয়ে ফেলা প্রয়োজন।

শুভ রঙ: বেগুনি

শুভ দিন: শুক্রবার

শুভ সংখ্যা: ৬ ও ২

দান: অনুগ্রহ করে মহিলা সহায়িকাকে প্রসাধনী সামগ্রী দান করুন

#সংখ্যা ৭ (যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে):

সঙ্গীর কাছে স্বচ্ছতা বজায় রাখতে হবে, না হলে ভুল বোঝাবুঝি হতে পারে। মন খুলে কথা বলা দরকার।

শুভ রঙ: বাদামি

শুভ দিন: সোমবার

শুভ সংখ্যা: ৭ ও ৯

দান: অনুগ্রহ করে ছোট তামার সামগ্রী দান করুন

#সংখ্যা ৮ (যাঁদের জন্ম ৮, ১৭ এবং ২৬ তারিখে):

স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়া দরকার। মেজাজ সংযত রাখতে হবে। অর্থনৈতিক সমৃদ্ধি। সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্ত শুভ হবে।

শুভ রঙ: গাঢ় বেগুনি

শুভ দিন: শুক্রবার

শুভ সংখ্যা: ৬

দান: অনুগ্রহ করে অভাবীকে বস্ত্র দান করুন

#সংখ্যা ৯ (যাঁদের জন্ম ৯, ১৮ এবং ২৭ তারিখে):

নিজে গাড়ি চালানো বা বাড়ির বাইরে খাওয়া দাওয়া আপাতত বন্ধ রাখাই ভাল। নেতৃত্বদানের ক্ষমতায় অন্যকে মোহিত করা যাবে।

শুভ রঙ: লাল

শুভ দিন: মঙ্গলবার

শুভ সংখ্যা: ৯

দান: অনুগ্রহ করে লাল মুসুর ডাল দান করুন

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Numerology