হোম /খবর /জ্যোতিষকাহন /
সঙ্গীকে সম্মান করতে পারলেই সুখী হবেন এই দুই সংখ্যার মানুষ

Numerology: সঙ্গীকে সম্মান করতে পারলেই সুখী হবেন এই দুই সংখ্যার মানুষ

দেখে নিন সংখ্যাতত্ত্ব মতে যাঁদের সংখ্যা ৩, তাঁদের জন্য কোন সংখ্যা সঙ্গী/সঙ্গিনী রূপে আদর্শ হতে পারে বা পারে না।

  • Share this:

    জীবনের পথে মনের মানুষ চেনা দায়? কাজে আসুক সংখ্যাতত্ত্ব, সংখ্যাই বুঝিয়ে দেবে ঠিক কেমন সঙ্গী অথবা সঙ্গিনী হয়ে উঠতে পারেন জীবনের সকল ভালোবাসার আশ্রয়।

    ব্যাপারটা অনেকটা রাশি মিলিয়ে জোটক খোঁজার মতোই। তফাতের মধ্যে এখানে কাজ করবে জন্মতারিখ। দেখে নেওয়া যাক, সংখ্যাতত্ত্ব মতে যাঁদের সংখ্যা ৩, তাঁদের জন্য কোন সংখ্যা সঙ্গী/সঙ্গিনী রূপে আদর্শ হতে পারে বা পারে না।

    এই জায়গায় এসে একটা কথা বলে রাখা উচিত। জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়।

    এই হিসেবে সংখ্যা ৩ রূপে গণ্য হবেন কারা? যাঁদের জন্ম ৩, ১২, ২১ এবং ৩০ তারিখে। এই সংখ্যার অধিপতি গ্রহ বৃহস্পতি। আর একারণেই সংখ্যা ১-এর জাতক-জাতিকারা, যাঁদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে, তাঁরা সংখ্যা ৩-এর পক্ষে দারুন উপযুক্ত । কেন?

    কারণ, সংখ্যা ১ –এর অধিপতি সূর্য, সেই জন্যেই-

    • ১ এবং ৩ সংখ্যার জাতক জাতিকারা জ্ঞান এবং শক্তিশালী অভিব্যক্তির অধিকারী হয়ে থাকেন।
    • ১ সংখ্যার অধিপতি সূর্য। আবার ৩ সংখ্যার অধিপতি গুরু বৃহস্পতি। ফলে তিনি ১ অধিপতি সূর্যেরও গুরু।
    • ১ এবং ৩ সংখ্যার জাতক জাতিকারা দৃঢ়, অত্যন্ত দক্ষ, জ্ঞানী, ভাবপ্রবণ, প্রতিভাবান, বন্ধুত্বপূর্ণ এবং বুদ্ধিমান হয়ে থাকেন।
    • ৩-এর অপরিমেয় শক্তি দেবগুরু বৃহস্পতির জ্ঞানপ্রভায় উজ্জ্বল আবার ভগবান সূর্যের ঔজ্জ্বল্য বিরাজ করে ১ সংখ্যার জাতক জাতিকার মধ্যে।
    • এই দুই সংখ্যার জাতক জাতিকারা রাজনৈতিক বা কর্পোরেট ক্ষেত্রে সফল নেতৃত্ব দিতে পারেন। এঁদের জনপ্রিয়তা ঈর্ষণীয়।
    • এঁরা ব্যবসায়ী, সিএ, অভিনেতা পরিচালক, শিল্পী, বিজ্ঞানী, ব্যাঙ্কার, শিক্ষক, সুবক্তা এবং ক্রীড়া অধিনায়ক হিসেবে পরিচিতি পান।
    • এই সংমিশ্রণ ছাত্রদের মধ্যে থাকলে তাঁদের উচ্চ ভাবনা চিন্তা রাখা প্রয়োজন।

    আবার, সংখ্যা ২, যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে, তাঁরা সংখ্যা ৩-এর পক্ষে উপযুক্ত সঙ্গী/সঙ্গিনী হয়ে উঠতে পারেন কিনা, তা এক কথায় বলে দেওয়া যায় না।

    কারণ, সংখ্যা ৯ –এর অধিপতি চন্দ্র, সেই জন্যেই-

    • ৩ এবং ২ সংখ্যার জাতক জাতিকার মধ্যে সব সময়ই একটা সমঝোতা এবং মীমাংসার বোধ কাজ করে।
    • এঁরা পরস্পরের প্রতি শ্রদ্ধা বজায় রেখে কাজ করে গেলে, বিচার করা কঠিন হয়ে পড়ে।
    • অবশ্যই এঁরা পরস্পরের উপযুক্ত, কিন্তু ততক্ষণ যতক্ষণ এঁদের মধ্যে পারস্পরিক সমঝোতা থাকছে।
    • এই যুগলের সব সময় উচিত নিজেদের আধিপত্য বোধ সংযত করা। সেই সঙ্গে উভয়ের মঙ্গলের কথা বিবেচনা করে কাজ করা।
    • ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য পেতে ২-এর অসাধারণ অন্তর্দৃষ্টি ব্যবহার করে সিদ্ধান্ত নেওয়া এবং ৩-এর অনন্য সামাজিক যোগাযোগকে কাজে লাগানো যেতে পারে।
    • দম্পতিরা সহযোগিতা এবং সমন্বয়ের মনোভাব বজায় রাখলে ঘনিষ্ঠ সম্পর্ক অক্ষুণ্ন থাকবে।
    • চিকিৎসা পণ্যের ব্যবসা, শিক্ষা, অভ্যন্তরীণ সজ্জা, সঙ্গীতশিল্প, খাবার, খেলাধুলা এই দুই সংখ্যার ক্ষেত্রে সাফল্য এনে দিতে পারে।
    First published:

    Tags: Numerology