হোম /খবর /জ্যোতিষকাহন /
সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন? দেখে নিন কোন সংখ্যায় ভাগ্য খুলবে

Numerology: সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন? দেখে নিন কোন সংখ্যায় ভাগ্য খুলবে

তাঁরা বলছেন যে, সরকারি চাকরি করতে চাইলে এই তিন সংখ্যার সম্পর্ক অঙ্গাঙ্গী, যদি জন্মতারিখে এই তিন সংখ্যার কোনও একটি থাকে, তবে ভবিষ্যতের দিন স্বর্ণময় হয়ে উঠবে।

  • Share this:

ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। এই হিসেবের দিকে যদি চোখ রাখতে হয়, তাহলে দেখা যাবে যে, যাঁরা সরকারি চাকরি করতে চান, তাঁদের জন্য বিশেষ তিনটি সংখ্যাকে অতীব শুভ বলে নির্ধারণ করেছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন যে, সরকারি চাকরি করতে চাইলে এই তিন সংখ্যার সম্পর্ক অঙ্গাঙ্গী, যদি জন্মতারিখে এই তিন সংখ্যার কোনও একটি থাকে, তবে ভবিষ্যতের দিন স্বর্ণময় হয়ে উঠবে।

এই তিন সংখ্যা হল- ৪, ৬, এবং ৯। হয় এই তিনটি সংখ্যার যে কোনও একটি সরাসরি থাকা বাঞ্ছনীয় অথবা এর যোগফল থাকলে ভাল হয়। কীভাবে তা হিসেব কষে নির্ধারণ করতে হবে, সেই তথ্যের আভাস পূর্বেই দেওয়া হয়েছে।

আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!

সংখ্যা ৪ কেন সরকারি চাকরির জন্য গুরুত্বপূর্ণ:

সঠিক পরিকল্পনা ছাড়া সাফল্য আসে না। ৪ সংখ্যাটি পরিকল্পনার সংখ্যা। এটা ব্যক্তির কাজে শৃঙ্খলা এবং পরিচালন দক্ষতা নিয়ে আসে। সরকারের উচ্চ পদে বসতে চাইলেও জন্ম তারিখ বা জন্ম তারিখের যোগফলে ৪ সংখ্যা থাকা আবশ্যিক। এই সংখ্যার ব্যক্তিরা জানেন কীভাবে অন্যের থেকে কাজ আদায় করতে হয়। তাই এঁরা সফল কৌশলী হন। ৪ সংখ্যাটি উচ্চাকাঙ্খী এবং ব্যবহারিক করে তোলে। সেই ব্যক্তি জানেন কীভাবে পরিশ্রম করে লক্ষ্য অর্জন করতে হয়।

সংখ্যা ৬ কেন সরকারি চাকরির জন্য গুরুত্বপূর্ণ:

৬ সংখ্যাটি লক্ষ্যে পৌঁছনোর জন্য প্রয়োজনীয় দায়িত্ববোধ এবং দৃঢ় সংকল্প দেয়। এটা অপরিমেয় সুযোগ নিয়ে আসে। শুধু তা-ই নয়, সেই সুযোগ কীভাবে কাজে লাগাতে হয়, তা-ও শেখায়। ৪ সংখ্যা কাঙ্ক্ষিত সাফল্যের দরজা খুলে দেয়।

আরও পড়ুন - ব্রাইটনেস ভলিউম ফুল রেখে স্মার্টফোন দেখেন? অজান্তেই বিস্ফোরণের সম্ভাবনা ডেকে আনছেন

সংখ্যা ৯ কেন সরকারি চাকরির জন্য গুরুত্বপূর্ণ:

৯ সংখ্যাটি সমাজে খ্যাতি এবং প্রতিষ্ঠা দেয়। ব্যক্তিকে যত্নশীল এবং শক্তিশালী করে তোলে। তিনি মানসিক ভাবে সতর্ক থাকেন। ব্যক্তির বুদ্ধিমত্তাকে সঠিক পথে পরিচালিত করে। উচ্চাকাঙ্ক্ষী, কর্তৃত্বশীল এবং পেশাদার ফ্রন্টে সাফল্য অর্জনের জন্য ৯ সংখ্যাটি প্রয়োজনীয়।

কথা হল, সরকারি চাকরি করতে চান, এমন সব ব্যক্তির জন্মতারিখেই যে ৪, ৬, ৯ থাকবেই, তার তো কোনও মানে নেই! তাহলে? এক্ষেত্রে নিজেদের মোবাইল নম্বরে এই তিন সংখ্যার যে কোনও একটিকে রাখতে হবে।

এই পেশার সঙ্গে যুক্ত শুভ যা কিছু-

শুভ রং - সাদা এবং কালো

শুভ দিন - শনিবার এবং মঙ্গলবার

শুভ সংখ্যা –

অনুদান – অনুগ্রহ করে ভিক্ষুকদের জুতো দান করুন।

শুভ কাজ – অনুগ্রহ করে আপনার অফিসের টেবিলে এক টুকরো ফিটকিরি রাখুন।

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Government Job, Horoscope, Numerology