#নয়াদিল্লি: ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। এবার সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক আজকের দিনে কার ভাগ্যে কী রয়েছে!
#সংখ্যা ১ (যাঁদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে): সমস্ত সিদ্ধান্ত ইতিবাচক এবং সেরাই হবে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে শুধুমাত্র মনঃসংযোগ প্রয়োজন। আজ কর্মক্ষেত্রে নতুন কারওর সমর্থন পাবেন। শুভ রঙ: বাদামী শুভ দিন: রবিবার শুভ সংখ্যা: ৩ দান: অনুগ্রহ করে আজ মন্দিরে সূর্যমুখীর বীজ দান করুন
আরও পড়ুন : রাশিফল ২৫ মে, কর্মজীবনে ভালো খবর পেতে চলেছেন এই রাশির জাতক জাতিকারা! দেখুন কেমন যাবে দিন
#সংখ্যা ২ (যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে): অপ্রয়োজনীয় বিষয় অথবা পারিবারিক ঝামেলার থেকে দূরত্ব বজায় রাখুন। নিজের মনের কথা শুনতে হবে। রোম্যান্টিক ভাবেই কাটবে দিনটা, তাই নিজের মনের আসল অনুভূতি প্রকাশ করতে হবে। শুভ রঙ: আকাশী শুভ দিন: সোমবার শুভ সংখ্যা: ২ এবং ৬ দান: অনুগ্রহ করে আজ দরিদ্রদের নুন দান করুন
#সংখ্যা ৩ (যাঁদের জন্ম ৩, ১২, ২১ এবং ৩০ তারিখে): মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সেরা সময়। কার্যক্ষেত্রে নিজের আকর্ষণীয় আচরণের মাধ্যমে কোনও কাজের নেতৃত্ব দিতে পারবেন এবং সেই কাজে সাফল্যও আসবে। ভাগ্য প্রসন্ন থাকবে, কিন্তু কারওর সঙ্গে আর্থিক আলোচনা করবেন না। শুভ রঙ: বাদামী শুভ দিন: বৃহস্পতিবার শুভ সংখ্যা: ৩ এবং ১ দান: অনুগ্রহ করে আজ অভাবীদের ব্রাউন রাইস দান করুন
#সংখ্যা ৪ (যাঁদের জন্ম ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে): সঠিক সিদ্ধান্তের কারণে আজ আয়ের পথ সুগম হবে। বর্তমান পরিকল্পনা পর্যালোচনা করে দেখতে হবে। সমস্ত কাজ আজ সুন্দর ভাবে শেষ করলেও ফল পেতে বিলম্ব হতে পারে। শুভ রঙ: নীল শুভ দিন: মঙ্গলবার শুভ সংখ্যা: ৬ দান: অনুগ্রহ করে আজ দরিদ্রদের শস্য অথবা কম্বল দান করুন
আরও পড়ুন : মালাবদলেই 'মাস্টার স্ট্রোক' কনের! কাণ্ড দেখে চক্ষু চড়কগাছ বরের, নেটজগতে তুমুল ভাইরাল
#সংখ্যা ৫ (যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে): খুব শীঘ্রতার সঙ্গে এবং মসৃণ ভাবেই সমস্ত লক্ষ্য পূরণ হবে। ভাগ্য প্রসন্ন থাকার কারণে আজ জয় আসবেই। নিজের কাজের জন্য স্বীকৃতি মিলবে। সম্পত্তিগত বিনিয়োগ করলে লাভই হবে। শুভ রঙ: সি-গ্রিন শুভ দিন: বুধবার শুভ সংখ্যা: ৫ দান: অনুগ্রহ করে আজ গবাদি পশুদের পানীয় জল দান করুন
#সংখ্যা ৬ (যাঁদের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখে): আশপাশের মানুষ আপনার সততার অপব্যবহার করতে পারে। তাই কূটনীতি অবলম্বন করুন। আজ একসঙ্গে অনেক কাজ শেষ করতে পারবেন। রোম্যান্টিক অনুভূতি মনে এলেও প্রতারণা নিয়ে সতর্ক থাকুন। ঘরের সব দায়িত্ব একসঙ্গে কাঁধে নেবেন না। শুভ রঙ: নীল শুভ দিন: শুক্রবার শুভ সংখ্যা: ৬ দান: অনুগ্রহ করে আজ রৌপ্য মুদ্রা দান করুন
#সংখ্যা ৭ (যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে): আজ হয় দারুণ লাভ পাবেন কিংবা দারুণ ক্ষতির মুখ দেখবেন। লাভের জন্য বড়দের আশীর্বাদ নিন। আর্থিক সিদ্ধান্তের ক্ষেত্রে নিজের জ্ঞান এবং বুদ্ধি খাটাতে হবে। প্রেমের সম্পর্কে অবিশ্বাসের মেঘ ঘনাতে পারে। শুভ রঙ: কমলা এবং নীল শুভ দিন: সোমবার শুভ সংখ্যা: ৭ দান: অনুগ্রহ করে আজ দরিদ্রদের সূর্যমুখী তেল দান করুন
আরও পড়ুন : গোলাপও নেই, জামও নেই, তাহলে এই মিষ্টির নাম কেন গোলাপজাম? জানেন আপনি?
#সংখ্যা ৮ (যাঁদের জন্ম ৮, ১৭ এবং ২৬ তারিখে): নিজের ভাবনার গোঁড়ামি ত্যাগ করে সামনে আসা দারুণ সুযোগ গ্রহণ করতে হবে। অধস্তনদের সঙ্গে নরম স্বরে কথা বলুন। নিজের স্বাস্থ্যের খেয়াল রাখার সময় এটাই। দানধ্যান করতে হবে। দিনের দ্বিতীয়ার্ধ্বে আর্থিক লেনদেন সফল হবে। শুভ রঙ: সমুদ্র-নীল শুভ দিন: শুক্রবার শুভ সংখ্যা: ৬ দান: অনুগ্রহ করে আজ গবাদি পশুদের সবুজ শস্য দান করুন
#সংখ্যা ৯ (যাঁদের জন্ম ৯, ১৮ এবং ২৭ তারিখে): আজ অর্থ, প্রভাব-প্রতিপত্তি, স্বীকৃতি, বিলাস-ব্যসন ও জনপ্রিয়তা অর্জনের জন্য দারুণ দিন। ব্যবসায়িক প্রতিপত্তি বাড়াতে অথবা চাকরির জন্য পরিবারের সাহায্য চাইতে পারেন। কারণ জবাব ইতিবাচকই হবে। শুভ রঙ: লাল শুভ দিন: মঙ্গলবার শুভ সংখ্যা: ৯ এবং ৬ দান: অনুগ্রহ করে আজ দরিদ্রদের লাল রঙের শস্য দান করুন
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Numerology