ভুলেও ঘরে রাখবেন না এই সব জিনিস, হতে পারে মারাত্মক সর্বনাশ
Vastu Tips: ভুলেও ঘরে রাখবেন না এই সব জিনিস, হতে পারে মারাত্মক সর্বনাশ
ঝাড়ু কখনও আলমারি বা টাকা রাখার জায়গায় রাখতে নেই। প্রতীকী ছবি।
বাড়িতে বাস্তু দোষ থাকলে বাড়ির অর্থনৈতিক অবস্থা ভাল থাকতে পারে না। এমন পরিস্থিতিতে বাড়ির বাস্তু দোষ দূর করার জন্য কিছু ব্যবস্থা নেওয়া খুবই জরুরি হয়ে পড়ে।
জ্যোতিষশাস্ত্র মতে, এমন কিছু জিনিস আছে যেগুলি ঘরে রাখলে নানা ক্ষতি হতে পারে৷ বাড়িতে বাস্তু দোষ থাকলে বাড়ির অর্থনৈতিক অবস্থা ভাল থাকতে পারে না। এমন পরিস্থিতিতে বাড়ির বাস্তু দোষ দূর করার জন্য কিছু ব্যবস্থা নেওয়া খুবই জরুরি হয়ে পড়ে। ঝাড়ু কখনও আলমারি বা টাকা রাখার জায়গায় রাখতে নেই। যখনই বাড়িতে বা অফিসে ঝাঁটার (Vastu Tips) কোনও কাজ থাকে না, তখন সেটি চোখের সামনে থেকে সরিয়ে ফেলুন। ঝাঁটা (Where to keep broom) দেখা সব সময় ভাল বলে মনে করা হয় না। খোলা জায়গায় রাখা ঝাঁটা ঘর বা অফিসের বাস্তুর অশুভ প্রভাব বাড়িয়ে দিতে পারে। প্রতীকী ছবি। সূর্যাস্তের পর ঘরে বা উঠোনে ঝাঁট দেবেন না৷ কারণ এটি আর্থিক অনটনকে স্বাগত জানায়। শাস্ত্র মতে সন্ধ্যাবেলা ঘর ঝাট দিলে শুভ সময় ও আনন্দ দূর হয়ে যায়। বাড়িতে ইতিবাচক শক্তির আনাগোনার জন্য সূর্যের আলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার ঘরটি সর্বদা এমনভাবে তৈরি করা উচিত যাতে বাড়িতে সূর্যের আলো প্রবেশ করে। তবে যদি আপনার ঘরে খুব বেশি সূর্যের আলো না আসে, তাহলে আপনি বাড়ির মূল দরজায় সূর্যযন্ত্র স্থাপন করতে পারেন। এটা বিশ্বাস করা হয় যে এটি ঘরে উপস্থিত নেতিবাচক শক্তিকে ধ্বংস করে।(প্রতীকী ছবি) নেতিবাচক শক্তি দূর করতে এবং ঘরে ইতিবাচক শক্তির সঞ্চালন বাড়াতে আপনি আপনার বাড়ির প্রধান দরজায় ভগবান গণেশের মূর্তিও রাখতে পারেন। তবে ভগবান গণেশের মূর্তি সবসময় এমনভাবে স্থাপন করা উচিত যাতে পিঠের অংশ বাইরের দিকে থাকে। ঘরের দিকে ভগবান গণেশের মুখ থাকলে বাধা বিপত্তি দূর হয় এবং বাড়ির সদস্যরা প্রতিটি কাজে সাফল্য পান। প্রতীকী ছবি
বলা হয়, যাঁরা অবিবাহিত তাঁরা যেন শোওয়ার ঘরে টিভি বা কম্পিউটার না রাখেন৷ উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য করেনা বা অনুরোধও করেনা নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করে তবেই সিদ্ধান্ত নিন ৷
Published by:Rachana Majumder
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।