হোম /খবর /জ্যোতিষকাহন /
৪ ফেব্রুয়ারি হাতে টাকা আসবে? না জলের মতো খরচ হবে? নিজের রাশি মিলিয়ে জানুন বিশদে!

Money Mantra: ৪ ফেব্রুয়ারি হাতে টাকা আসবে? না জলের মতো খরচ হবে? নিজের রাশি মিলিয়ে জানুন বিশদে!

Money Mantra

Money Mantra

Money Mantra: জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম!

  • Share this:

আমাদের দেশের বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে আমাদের রাশিচক্রের ১২টি রাশি মানবজীবনের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতে সক্ষম। প্রত্যেকটি রাশি তাদের প্রতিদিনের গ্রহের ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে জীবনে ভিন্ন ভিন্ন ঘটনার সম্মুখীন হয়ে থাকে। সেই কারণেই প্রতিটি রাশির জাতক-জাতিকাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে জ্যোতিষশাস্ত্র ভবিষ্যদ্বাণী করতে সক্ষম। এবারে দেখে নেওয়া যাক রাশিফল আমাদের অর্থভাগ্য নিয়ে কী কী গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম!

মেষ (মার্চ ২১ থেকে এপ্রিল ১৯) -পেশাগত ব্যবসায় উন্নতির সুযোগ বাড়বে। নিজের কাজে ভাল পারফর্ম করবেন। পেশাদাররা সাহায্য করবে এবং আয় ভাল হবে। বিনিয়োগ থেকে ক্ষতি এড়াতে বুদ্ধিমানের সঙ্গে কাজ করুন। ব্যবসা ও বাণিজ্য বৃদ্ধি পাবে। তাল মিলিয়ে চলতে হবে।প্রতিকার- অনুগ্রহ করে গরুকে সবুজ ঘাস বা পালং শাক খাওয়ান।

আরও পড়ুন: ভারতে মারকাটারি জনপ্রিয় এই ৫ খাবার বিদেশে নিষিদ্ধ! তালিকা দেখলে চোখ কপালে উঠবে!

বৃষ (এপ্রিল ২০ থেকে মে ২০) -প্রশাসনে নিজের ব্যবস্থাপনা কার্যকর থাকবে। সেরা মানুষদের সঙ্গে বৈঠক হবে। কাজ ও ব্যবসায় সুযোগ বাড়বে। লেনদেনে বোঝাপড়া বাড়বে। বিতর্ক ও বিরোধিতা এড়িয়ে চলুন এবং সমতার বোধ বজায় রাখুন। দায়িত্বশীলদের সঙ্গে সমন্বয় থাকবে ও সম্পদ বৃদ্ধি হবে।প্রতিকার- অনুগ্রহ করে রামায়ণের সুন্দরকাণ্ড পাঠ করুন।

মিথুন (মে ২১ থেকে জুন ২০) -পেশাগত জীবনে লাভের শতাংশ ভাল থাকবে। বাণিজ্যিক বিষয়ে লাভ হবে। কেরিয়ার ও ব্যবসা কার্যকর থাকবে ও আত্মবিশ্বাস বাড়বে। গাণিতিক ও যৌক্তিক কাজে সফল হবেন।প্রতিকার - অনুগ্রহ করে হনুমানজির আরতি করুন।

কর্কট (জুন ২১ থেকে জুলাই ২২) -আর্থিক বিষয়ে অবশ্যই এগিয়ে যাবেন। আকর্ষণীয় অফার পাবেন। কর্ম ও ব্যবসায় সাফল্য আসবে। কার্য পরম্পরা বজায় রাখতে হবে। পৈতৃক ব্যবসায় সাফল্য আসবে এবং লাভের হার বেশি হবে।প্রতিকার- অনুগ্রহ করে কোনও গরিবকে লাল ফল দান করুন।

সিংহ (জুলাই ২৩ থেকে অগাস্ট ২২) -পেশাগত কাজে সময় ও ব্যবস্থাপনার দক্ষতা বাড়বে। নতুন ও সৃজনশীল কাজ করার চিন্তা থাকবে। কাজের প্রচেষ্টায় সমর্থন পাবেন। বিভিন্ন কাজে উদ্যোগ বজায় থাকবে ও নেতৃত্বের ক্ষমতা বাড়বে। কেরিয়ার ও ব্যবসা ভাল থাকবে।প্রতিকার- অনুগ্রহ করে হনুমান চালিসা পাঠ করুন।

আরও পড়ুন: চাদর মুড়ি দিয়ে ঘুমোনোর অভ্যাস? এর ফলে কী ঘটছে আপনার শরীরে? অবশ্যই জানুন বিশেষজ্ঞের মত

কন্যা (অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২) -বিভিন্ন কাজে প্রস্তুতি ও বোঝাপড়া নিয়ে এগিয়ে যেতে হবে। পেশা ও ব্যবসায় পরিস্থিতি মিশ্র ফল হবে। নিজের লক্ষ্যে ফোকাস রাখুন। ব্যবসা করার সহজতা বাড়ান। বিনিয়োগের ক্ষেত্রে গতি থাকবে ও বৈদেশিক কাজে গতি আসবে। সেবা খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে।প্রতিকার- অনুগ্রহ করে কোনও গরিবকে লাল ফল দান করুন।

তুলা (সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২) -শিল্প ও ব্যবসা সংক্রান্ত আলোচনায় সফল হবেন। নিজের লক্ষ্যে ফোকাস বজায় রাখতে হবে। কাছের মানুষদের সহযোগিতা থাকবে, যা সম্পর্ক মজবুত করবে। পেশাগত কাজে গতি দেখা যাবে। প্রত্যাশার চেয়ে ভাল পারফর্ম করবেন। অর্থনৈতিক প্রচেষ্টায় এগিয়ে থাকবেন।প্রতিকার- অনুগ্রহ করে গরিবকে খাদ্য দান করুন।

বৃশ্চিক (অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১) -ব্যবসায়িক কাজে ভাল ফল পাওয়া যাবে। অর্থনৈতিক সুবিধার উন্নতি হবে। আত্মবিশ্বাস প্রবল হবে। নিজের পদের প্রভাব বাড়বে। সবার সহযোগিতা থাকবে। পৈতৃক বিষয়ের উপর জোর দিতে হবে।প্রতিকার- অনুগ্রহ করে গরুকে রুটি খাওয়ান।

ধনু (নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১) -কেরিয়ার ও ব্যবসা ভাল হবে। লাভের সুযোগ পেতে পারেন, কর্মক্ষেত্রে সময় দিন। বাণিজ্যিক বিষয়ে ইতিবাচক হবে ও দ্রুত অগ্রসর হবে। ব্যবস্থাপনার কাজে গতি আসবে ও তথ্যের আদান-প্রদান বাড়বে।প্রতিকার- অনুগ্রহ করে হনুমান চালিসা পাঠ করুন।

মকর (ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯) -আপনজনদের পরামর্শ মেনে নিতে হবে। পেশাগত ব্যবসা স্বাভাবিক হবে। সম্পদের ওপর জোর দিতে হবে। নিজের রুটিন উন্নত করতে হবে। বিচক্ষণতার সঙ্গে কাজ এগোতে হবে এবং সংকীর্ণতা ত্যাগ করুন।প্রতিকার- অনুগ্রহ করে রাম রক্ষা স্তোত্র পাঠ করুন।

কুম্ভ (জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮) -পেশাগত সম্পর্কে জোর থাকবে। কাজের ইতিবাচকতার সুবিধা নেবেন। কাজ ও ব্যবসায় বল পাবেন। কর্মক্ষেত্রে সর্বোচ্চ সময় দেবেন। লাভের দিকে নজর দিতে হবে এবং নিজের দায়িত্ব পালন করতে হবে। গুরুত্বপূর্ণ বিষয়ে গতি আসবে। অতিরিক্ত উদ্যম এড়াতে হবে।প্রতিকার- অনুগ্রহ করে ভগবান শিবকে জল নিবেদন করুন।

মীন রাশি (ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০) -ব্যবসায় মসৃণ প্রবৃদ্ধি হবে। সামঞ্জস্য রেখে কাজ করতে হবে। কর্ম ও ব্যবসায় তৎপরতা থাকবে, অধ্যবসায় বজায় রাখতে হবে। শ্রমসাধ্য ক্ষেত্রে সাফল্য পাবেন। আর্থিক বিষয়ে ধৈর্য বজায় রাখতে হবে এবং খরচ নিয়ন্ত্রণ করুন।প্রতিকার- অনুগ্রহ করে গরিবকে খাদ্য দান করুন।

Published by:Sanjukta Sarkar
First published:

Tags: Daily Horoscope, Money Horoscope