হোম /খবর /জ্যোতিষকাহন /
২৬ মে হাতে টাকা আসবে? না জলের মতো খরচ হবে? নিজের রাশি মিলিয়ে জানুন বিশদে!

Money Mantra: ২৬ মে হাতে টাকা আসবে? না জলের মতো খরচ হবে? নিজের রাশি মিলিয়ে জানুন বিশদে!

Money Mantra

Money Mantra

Money Mantra: জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম!

  • Share this:

কলকাতা: আমাদের দেশের বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে আমাদের রাশিচক্রের ১২টি রাশি মানবজীবনের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতে সক্ষম। প্রত্যেকটি রাশি তাদের প্রতিদিনের গ্রহের ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে জীবনে ভিন্ন ভিন্ন ঘটনার সম্মুখীন হয়ে থাকে। সেই কারণেই প্রতিটি রাশির জাতক-জাতিকাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে জ্যোতিষশাস্ত্র ভবিষ্যদ্বাণী করতে সক্ষম। এবারে দেখে নেওয়া যাক আজকের রাশিফল আমাদের অর্থভাগ্য নিয়ে কী কী গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম!

মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
কর্মহীন মানুষেরা নতুন সুযোগ পেতে পারে। ভাল-মন্দ মিশিয়েই সময়টা কাটবে।
প্রতিকার: অনুগ্রহ করে শারীরিক প্রতিবন্ধী কোনও ব্যক্তিকে প্রয়োজনীয় জিনিস দান করুন।

বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
চাকরির চেষ্টা করলে সফল হবেন। কাজের জায়গায় সম্মান, পদ, প্রতিপত্তি বাড়বে।
প্রতিকার: অনুগ্রহ করে দেবী দুর্গার মন্দিরে লাল ওড়না নিবেদন করুন।

আরও পড়ুন: জামাইষষ্ঠীর নতুন ‘জামাই’…! কলকাতায় বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা আশিস বিদ্যার্থী! কার সঙ্গে বাঁধলেন গাঁটছড়া? রইল কনের পরিচয়…

মিথুন: মে ২১ থেকে জুন ২০।
কাজের জায়গায় গুরুত্বপূর্ণ নথি খোওয়া যেতে পারে। আটকে থাকা কাজ সম্পূর্ণ করলে উপকৃত হবেন।
প্রতিকার: অনুগ্রহ করে ভগবান ভৈরবের মন্দিরে নারকেল নিবেদন করুন।

কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
পদ, সম্মান ও প্রতিপত্তি বাড়বে। স্টক মার্কেটে বিনিয়োগ করার জন্য সময়টা আদর্শ।
প্রতিকার: অনুগ্রহ করে দেবী সরস্বতীর উদ্দেশ্যে হলুদ ফুল নিবেদন করুন।

সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
আয়ের নতুন উৎস তৈরি হবে। অতিরিক্ত কাজের চাপের কারণে অবসন্ন বোধ করতে পারেন।
প্রতিকার: অনুগ্রহ করে ভগবান শিবের উদ্দেশ্যে পূজা নিবেদন করুন।

কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
অফিসের কাজ শেষ করতে পারার জন্য মন আনন্দে পরিপূর্ণ থাকবে। কাজে অকল্পনীয় সাফল্য পেতে পারেন।
প্রতিকার: অনুগ্রহ করে হনুমান চালিসা পাঠ করুন।

আরও পড়ুন: ‘ORS’ না নুন-চিনির জল? গরমে কোনটা খেলে বেশি উপকার? কী ভাবে খাবেন? রইল বিশেষজ্ঞের মত

তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
বহু দিন ধরে লেনদেন সংক্রান্ত কোনও সমস্যা চললে এবার তার সমাধান হবে। ভ্রমণের পরিকল্পনা হতে পারে।
প্রতিকার: অনুগ্রহ করে অশ্বত্থ গাছে জল অর্পণ করুন।

বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
স্টক মার্কেট থেকে মুনাফা লাভের যোগ রয়েছে। আয়ের উৎস খুলে যেতে পারে।
প্রতিকার: অনুগ্রহ করে ভগবান গণেশের উদ্দেশ্যে দূর্বা নিবেদন করুন।

ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
কার্যক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীদের থেকেও প্রশংসা পাবেন। সরকারি দফতরে করা কোনও কাজের কারণে সাফল্য আসবে।
প্রতিকার: অনুগ্রহ করে দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে পূজা নিবেদন করুন।

মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
অর্থনৈতিক বিষয়ে সফল হবেন। কারওর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়া চলবে না।
প্রতিকার: অনুগ্রহ করে ময়দায় চিনি মিশিয়ে পিঁপড়েদের খেতে দিন।

কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
সময়টা খুব একটা ভাল নয়। অফিসে অহেতুক ঝামেলা হতে পারে। কাউকে চোখ বুজে বিশ্বাস করা উচিত নয়।
প্রতিকার: অনুগ্রহ কুকুরকে রুটি খেতে দিন।

মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
কারওর সঙ্গে আর্থিক লেনদেন এড়িয়ে চলতে হবে। কারণ সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
প্রতিকার: অনুগ্রহ করে বজরঙ্গ বান পাঠ করুন।

Published by:Sanjukta Sarkar
First published:

Tags: Horoscope, Money Mantra