আমাদের দেশের বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে আমাদের রাশিচক্রের ১২টি রাশি মানবজীবনের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতে সক্ষম। প্রত্যেকটি রাশি তাদের প্রতিদিনের গ্রহের ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে জীবনে ভিন্ন ভিন্ন ঘটনার সম্মুখীন হয়ে থাকে। সেই কারণেই প্রতিটি রাশির জাতক-জাতিকাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে জ্যোতিষশাস্ত্র ভবিষ্যদ্বাণী করতে সক্ষম। এবারে দেখে নেওয়া যাক আজকের রাশিফল আমাদের অর্থভাগ্য নিয়ে কী কী গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম (Bhoomika Kalam)!
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
কাজের সূত্রে কোনও সফর উজ্জ্বল ভবিষ্যতের দিশা খুলে দেবে। নতুন কৃতিত্ব মুকুটে যোগ হতে পারে।প্রতিকার - অনুগ্রহ করে হনুমান চালিসা পাঠ করুন।
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
পেশাগত দিক থেকে সব কিছুই ঠিক থাকবে। কখনও কখনও কিছু সমস্যা আসবে, কিন্তু বুদ্ধি খাটিয়ে তা সমাধান করতে হবে।প্রতিকার - অনুগ্রহ করে ভগবান গণেশের উদ্দেশ্যে পূজা নিবেদন করুন।
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে জনসংযোগ অত্যন্ত উপযোগী হিসেবে প্রমাণিত হবে। পদোন্নতির সম্ভাবনা রয়েছে।প্রতিকার - অনুগ্রহ করে ভগবান সূর্যের উদ্দেশ্যে জল অর্পণ করুন।
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
চাকরির জায়গা পরিবর্তন হতে পারে। কর এবং লোন সংক্রান্ত বিষয়ে জটিলতা তৈরি হতে পারে।প্রতিকার - অনুগ্রহ করে শিব চালিসা পাঠ করুন।
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
ব্যবসায়িক কাজের উপর আরও নজর দিতে হবে। কর্মচারীদের কার্যকলাপের উপর লক্ষ্য রাখতে হবে।প্রতিকার - অনুগ্রহ করে অনাথাশ্রমে খাদ্য দান করুন।
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
চাকরিজীবীরা যদি চাকরি পরিবর্তন করার সুযোগ পান, সেটা সঙ্গে সঙ্গে লুফে নেওয়া উচিত।প্রতিকার - অনুগ্রহ করে বহমান জলধারায় নারকেল ভাসিয়ে দিন।
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
ব্যবসার গতি ধীর থাকবে। কাজের মান আরও উন্নত করার আদর্শ সময় এটাই।প্রতিকার - অনুগ্রহ করে কাজের জায়গায় ভগবান গণেশের উদ্দেশ্যে পূজা নিবেদন করুন।
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
পেমেন্ট সংগ্রহ করতে হবে এবং মার্কেটিংয়ের কাজ চালিয়ে যেতে হবে। এতে আর্থিক অবস্থা মজবুত হবে।প্রতিকার - অনুগ্রহ করে পূজা নিবেদন করে শ্রীযন্ত্র নিজের সঙ্গে রাখুন।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
এই মুহূর্তে ব্যবসায় বেশি মুনাফা প্রত্যাশা করা চলবে না। পরিবারের জন্য কাজে বেশি সময় দেওয়া যাবে না।প্রতিকার - অনুগ্রহ করে গুরুর প্রতি শ্রদ্ধা রাখুন।
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
ব্যবসায়িক কাজ স্বাভাবিক থাকবে। শেয়ার এবং স্টক মার্কেট সংক্রান্ত ব্যবসায় ভালই মুনাফা হবে।প্রতিকার - অনুগ্রহ করে মানিব্যাগে একটি রৌপ্য মুদ্রা রাখুন।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
পার্টনারশিপের কাজে মুনাফা আসার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের অফিসের পলিসিতে কিছু বদল আনতে হবে।প্রতিকার - অনুগ্রহ করে অভাবী মানুষদের সাহায্য দান করুন।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
মার্কেটিং এবং প্রোমোশন সংক্রান্ত কাজে মনোনিবেশ করতে হবে। ব্যবসায়িক সম্প্রসারণের পরিকল্পনার উপর জোর দিতে হবে।প্রতিকার - অনুগ্রহ করে ভগবান কৃষ্ণের মন্দিরে বাঁশি নিবেদন করুন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Money Mantra