আমাদের দেশের বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে আমাদের রাশিচক্রের ১২টি রাশি মানবজীবনের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতে সক্ষম। প্রত্যেকটি রাশি তাদের প্রতিদিনের গ্রহের ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে জীবনে ভিন্ন ভিন্ন ঘটনার সম্মুখীন হয়ে থাকে। সেই কারণেই প্রতিটি রাশির জাতক-জাতিকাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে জ্যোতিষশাস্ত্র ভবিষ্যদ্বাণী করতে সক্ষম। এবারে দেখে নেওয়া যাক রাশিফল আমাদের অর্থভাগ্য নিয়ে কী কী গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম!
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
ব্যবসায়িক অংশীদার অথবা ঘনিষ্ঠদের মধ্যে ঝামেলা হতে পারে। রোজকার কাজ থেকেই অর্থ হাতে আসতে পারে।প্রতিকার - অনুগ্রহ করে ভগবান হনুমানজির মন্দিরে একটি প্রজ্জ্বলিত ঘিয়ের প্রদীপ নিবেদন করুন।
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
কেরিয়ারগত দিক থেকে সময়টা ভাল। বিশেষ চুক্তি স্বাক্ষরিত হবে, যা থেকে অর্থ হাতে আসতে পারে। স্বাস্থ্যের অবহেলা করা উচিত নয়।প্রতিকার - অনুগ্রহ করে গরুকে সবুজ ঘাস অথবা পালং শাক খাওয়ান।
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার জোরে উপকৃত হতে পারেন। আটকে থাকা কাজ শেষ করতে পারবেন। আর্থিক মামলার নিষ্পত্তি হবে।প্রতিকার - অনুগ্রহ করে ভগবান রামের মন্দিরে ধ্বজা নিবেদন করুন।
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
ব্যবসায় নতুন পরিকল্পনামাফিক কাজ শুরু করতে হবে। সঙ্গীর থেকে সহযোগিতা ও আনন্দ মিলতে পারে।প্রতিকার - অনুগ্রহ করে সন্ধ্যাবেলায় অশ্বত্থ গাছের তলায় প্রজ্জ্বলিত সরষের তেলের প্রদীপ নিবেদন করুন।
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
নতুন কাজ এবং নতুন ব্যবসার চুক্তি হবে। সমস্যার সঙ্গে যুঝে নিতে হবে। নতুন অফার হাতে আসতে পারে।প্রতিকার - অনুগ্রহ করে কালো কুকুরকে মিষ্টি কিছু দান করুন।
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
চলমান প্রোজেক্ট এবং কাজ থমকে যেতে পারে। কোনও রকম তর্ক-বিতর্ক এড়িয়ে চলতে হবে। বিনিয়োগ না-করাই ভাল।প্রতিকার - অনুগ্রহ করে এক জন শারীরিক প্রতিবন্ধী মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করুন।
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
বড় কাজ শুরু করার আগে সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করা উচিত। জীবনসঙ্গী কিংবা ব্যবসায়িক অংশীদারকে পাশে পাবেন।প্রতিকার - অনুগ্রহ করে পিঁপড়েদের চিনি মেশানো ময়দা খাওয়ান।
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
কাজের দক্ষতার জোরে নিজের শত্রুদেরও জয় করতে পারবেন। নতুন ব্যবসা শুরু করার কথা ভাবতেই পারেন।প্রতিকার - অনুগ্রহ করে পাখিদের খাওয়ান।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
চলমান কাজ নিয়ে সতর্ক থাকতে হবে। কাজের জায়গায় প্রতিপত্তি ও গরিমা বৃদ্ধির সুযোগ আসবে। আত্মবিশ্বাস বাড়বে।প্রতিকার - অনুগ্রহ করে একটি লাল গরুকে গুড় খাওয়ান।
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
ঋণ নেওয়ার কথা ভেবে থাকলে তা থেকে পিছিয়ে আসাই ভাল। পুরনো বন্ধুরা পাশে থাকবেন।প্রতিকার - অনুগ্রহ করে দেবী সরস্বতীকে সাদা ফুলের মালা নিবেদন করুন।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
উচ্চাকাঙ্ক্ষীদের জীবনে সমৃদ্ধি আসবে। ব্যবসায়িক ভ্রমণ উপযোগী প্রমাণিত হবে। বিনিয়োগের জন্য ভাল সময়।প্রতিকার - অনুগ্রহ করে কোনও দরিদ্র ব্যক্তিকে সাদা সামগ্রী দান করুন।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
নতুন পরিকল্পনায় নজর দিতে হবে। যা ভবিষ্যতের জন্য ফলদায়ক হতে পারে। বৈবাহিক জীবন সুখের হবে।প্রতিকার - অনুগ্রহ করে মা দুর্গার মন্দিরে প্রজ্জ্বলিত ঘিয়ের প্রদীপ নিবেদন করুন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Astrology