হোম /খবর /জ্যোতিষকাহন /
১৮ ফেব্রুয়ারি হাতে টাকা আসবে? না জলের মতো খরচ হবে? নিজের রাশি মিলিয়ে জেনে নিন

Money Mantra: ১৮ ফেব্রুয়ারি হাতে টাকা আসবে? না জলের মতো খরচ হবে? নিজের রাশি মিলিয়ে জেনে নিন

জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম!

  • Share this:

    আমাদের দেশের বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে আমাদের রাশিচক্রের ১২টি রাশি মানবজীবনের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতে সক্ষম। প্রত্যেকটি রাশি তাদের প্রতিদিনের গ্রহের ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে জীবনে ভিন্ন ভিন্ন ঘটনার সম্মুখীন হয়ে থাকে। সেই কারণেই প্রতিটি রাশির জাতক-জাতিকাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে জ্যোতিষশাস্ত্র ভবিষ্যদ্বাণী করতে সক্ষম। এবারে দেখে নেওয়া যাক রাশিফল আমাদের অর্থভাগ্য নিয়ে কী কী গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম!

    মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।

    কেরিয়ারে নতুন সুযোগ আসবে। মনের মানুষের সঙ্গে ভাল সময় কাটবে। নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হবে।প্রতিকার - অনুগ্রহ করে ময়দায় চিনি মিশিয়ে পিঁপড়েদের খাওয়ান।

    বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।

    কারও জন্য মেজাজ হারালে চলবে না। তাতে আপনারই ক্ষতি। ট্র্যাডিশনাল কাজে যোগ দিতে হবে।প্রতিকার - অনুগ্রহ করে মাছদের খাওয়ান।

    মিথুন: মে ২১ থেকে জুন ২০।

    আয়ের নতুন দিশা সামনে আসবে। পারিবারিক জীবন ভাল থাকবে। অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শে জীবনের পথ সহজ হবে।প্রতিকার - অনুগ্রহ করে মা-বাবার আশীর্বাদ গ্রহণ করুন।

    কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।

    বাড়িতে ভালবাসা এবং বোঝাপড়া বজায় থাকবে। যে বিষয় নিয়ে কাজ বা গবেষণা করছেন, তাতে সাফল্য আসবে।প্রতিকার - অনুগ্রহ করে গোমাতাকে সবুজ ঘাস নিবেদন করুন।

    সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।

    সময় সহায় থাকায় বাকি থাকা কাজ শেষ হবে। পারিবারিক সম্পর্কও মজবুত হবে। দ্রুত সাফল্যের জন্য ভুল পথে চালিত হবেন না।প্রতিকার - অনুগ্রহ করে দেবী লক্ষ্মীর পুজোয় নিজেকে নিয়োজিত করুন।

    কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।

    উন্নতির জন্য নতুন পথ এবং বিকল্পের সন্ধান করতে হবে। সম্পত্তি ব্যবসায়ীদের জন্য সময়টা ভাল। খরচে লাগাম দিতে হবে।প্রতিকার - অনুগ্রহ করে হনুমান চালিসা পাঠ করুন।

    তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।

    কাউকে ধার দিয়ে থাকলে তিনি সেই টাকা শোধ করতে পারেন। অপ্রয়োজনীয় খরচ কমাতে হবে।প্রতিকার - অনুগ্রহ করে গুরু অথবা গুরুজনদের আশীর্বাদ গ্রহণ করুন।

    বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।

    পরিবার এবং বন্ধুদের মধ্যে ভাল সময় কাটবে, ফলে মন আনন্দে পরিপূর্ণ থাকবে। পারিবারিক বিষয় অনুকূলেই থাকবে। আয় বাড়বে।প্রতিকার - অনুগ্রহ করে ভগবান গণেশকে লাড্ডু নিবেদন করুন।

    ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।

    রাজনীতি থেকে বিরত থেকে নিজের কাজে মন দিতে হবে। কাউকে অতিরিক্ত বিশ্বাস করলে ঠকতে হতে পারে।প্রতিকার - অনুগ্রহ করে শিব চালিসা পাঠ করুন।

    মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।

    উদার মনোভাবের মাধ্যমে মানুষের মন জয় করতে পারবেন। ভুলভাল জায়গায় মূলধন বিনিয়োগ করলে চলবে না।প্রতিকার - অনুগ্রহ করে যে কোনও রকম সাদা সামগ্রী দান করুন।

    কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।

    কাজে নিজের প্রতিভা প্রদর্শন করতে হবে। আয় বৃদ্ধি করার জন্য কিছু ভাল সুযোগ হাতে আসবে।প্রতিকার - অনুগ্রহ করে ভগবান গণেশকে মোদক নিবেদন করুন।

    মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।

    সাফল্যের স্বাদ পাবেন। নতুন আশার আলোও দেখতে পাবেন। ব্যবসায় কোনও পরিবর্তন আনতে হলে সিনিয়রদের পরামর্শ গ্রহণ করতে হবে।প্রতিকার - অনুগ্রহ করে শিব চালিসা পাঠ করুন।

    First published:

    Tags: Astrology