কলকাতা : আমাদের দেশের বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে আমাদের রাশিচক্রের ১২টি রাশি মানবজীবনের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতে সক্ষম। প্রত্যেকটি রাশি তাদের প্রতিদিনের গ্রহের ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে জীবনে ভিন্ন ভিন্ন ঘটনার সম্মুখীন হয়ে থাকে। সেই কারণেই প্রতিটি রাশির জাতক-জাতিকাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে জ্যোতিষশাস্ত্র ভবিষ্যদ্বাণী করতে সক্ষম। এবারে দেখে নেওয়া যাক রাশিফল আমাদের অর্থভাগ্য নিয়ে কী কী গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম!
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
ধার-দেনা নিয়ে উদ্বেগ লেগে থাকবে, টাকা-পয়সা সাবধানে রাখতে হবে।প্রতিকার - অনুগ্রহ করে দুর্গামন্দিরে ঘিয়ের প্রদীপ নিবেদন করুন।আরও পড়ুন: ৪ মাসের ছোট্ট বোনের কান্না থামাতে কী বলল 'বড়' দিদি...? নেটপাড়ায় ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
মিথুন: মে ২১ থেকে জুন ২০।বিনিয়োগ, বিশেষ করে সম্পত্তিতে এখন অতীব লাভজনক সাব্যস্ত হবে।প্রতিকার - অনুগ্রহ করে কোনও দরিদ্রকে সাদা কোনও বস্তু করুন।
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।কর্মক্ষেত্রে বিতর্কের মুখে পড়তে হতে পারে, সাবধানে থাকা বাঞ্ছনীয়।প্রতিকার - অনুগ্রহ করে পাখিকে দানা খেতে দিন।
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।নতুন কাজের সুযোগ মিতে চলেছে যা উপার্জনবৃদ্ধির সহায়ক হবে।প্রতিকার - অনুগ্রহ করে কালো কুকুরকে মিষ্টি খেতে দিন।
আরও পড়ুন: চা না কফি...? গরমে ভুলেও খাবেন না কোন পানীয়? বিরাট ভুল করছেন না তো? সতর্ক হন!
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।কাগজপত্রে সই করতে হবে বুঝে-শুনে, বিনিয়োগের ফাঁদে পা দিলে চলবে না।প্রতিকার - অনুগ্রহ করে প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা করুন।
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।ব্যবসা হোক বা চাকরি- আবেগ নিয়ন্ত্রণে না রাখলে লোকসানের মুখে পড়তে হবে।প্রতিকার - অনুগ্রহ করে পিঁপড়েকে চিনি মেশানো ময়দা খেতে দিন।
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।চাকরি ছাড়তে চাইলে নতুন সুযোগের খোঁজ আসবে।প্রতিকার - অনুগ্রহ করে সন্ধ্যায় বাড়িতে একটি সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে রাখুন।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।ব্যবসায়, চাকরিতে চলতে থাকা কাজ নিয়ে বুঝে-শুনে এগোতে হবে।প্রতিকার - অনুগ্রহ করে লাল গরুকে গুড় খাওয়ান।
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।ব্যাঙ্ক বা কোনও ব্যক্তির থেকে এখন ঋণ না নেওয়াই উচিত হবে।প্রতিকার - অনুগ্রহ করে মা সরস্বতীকে সাদা ফুলের মালা নিবেদন করুন।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।লুকিয়ে নয়, সবাইকে জানিয়ে সব দিক দেখেই বিনিয়োগ করা উচিত।প্রতিকার - অনুগ্রহ করে রামমন্দিরে ধ্বজা নিবেদন করুন।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।নতুন কোনও প্রকল্পে হাত দেওয়া বা নতুন চাকরিতে যাওয়া এখন লাভের হবে না।প্রতিকার - অনুগ্রহ করে হনুমানমন্দিরে ঘিয়ের প্রদীপ নিবেদন করুন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Astrology, Money Mantra