কলকাতা: আমাদের দেশের বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে আমাদের রাশিচক্রের ১২টি রাশি মানবজীবনের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতে সক্ষম। প্রত্যেকটি রাশি তাদের প্রতিদিনের গ্রহের ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে জীবনে ভিন্ন ভিন্ন ঘটনার সম্মুখীন হয়ে থাকে। সেই কারণেই প্রতিটি রাশির জাতক-জাতিকাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে জ্যোতিষশাস্ত্র ভবিষ্যদ্বাণী করতে সক্ষম। এবারে দেখে নেওয়া যাক রাশিফল আমাদের অর্থভাগ্য নিয়ে কী কী গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম!
মেষ (মার্চ ২১ থেকে এপ্রিল ১৯) -
বৃষ (এপ্রিল ২০ থেকে মে ২০) -
চাকরি হোক বা ব্যবসা- সকলের সমর্থন মিলবে, গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত সাদরে গৃহীত হবে। আর্থিক ভাবে লাভজনক কোনও গুরুত্বপূর্ণ কাজের ভার মিলতে পারে যা আত্মবিশ্বাস বাড়াবে।প্রতিকার: অনুগ্রহ করে ১০৮ বার গণেশ মন্ত্র জপ করুন।আরও পড়ুন: মাধ্যমিকে জীবনবিজ্ঞানে সবচেয়ে বেশি নম্বর পাওয়া যাবে কী ভাবে? টিপস দিলেন নাম করা শিক্ষক
মিথুন (মে ২১ থেকে জুন ২০) -চাকরি হোক বা ব্যবসা- পেশাদারিত্ব বজায় রেখে কাজ করে যেতে পারলে যেমন সবার সমর্থন মিনলবে, তেমনই পদোন্নতির সূচনা হবে, যা আর্থিক ভাগ্যকেও ক্রমশ মজবুত করে তুলবে।প্রতিকার: অনুগ্রহ করে ভগবান শিবকে পাঁচটি শুকনো ফল অর্পণ করুন।
কর্কট (জুন ২১ থেকে জুলাই ২২) -কোনও রকম গুজবে কান দেওয়া চলবে না, তা লোকসানের দিকে নিয়ে যেতে পারে। সক্রিয় ভাবে নিজের কাজ করে যেতে হবে, সে চাকরি হোক বা ব্যবসা। যে কোনও রকমের প্রতারণা থেকে সতর্ক থাকতে হবে।প্রতিকার: অনুগ্রহ করে সরষের তেল লাগিয়ে একটি রুটি কালো কুকুরকে খেতে দিন।
সিংহ (জুলাই ২৩ থেকে অগাস্ট ২২) -প্রত্যাশার চেয়েও কাজ ভাল করে সম্পন্ন করা সম্ভব হবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। পেশাদার জীবনে উন্নতি আসবে, তার সুযোগ নিতে হবে। টাকা লেনদেনে বিশেষ করে সতর্ক থাকা দরকার- সহজেই কারও প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে।প্রতিকার: অনুগ্রহ করে বজরঙ্গ বান মন্ত্র পাঠ করুন।
আরও পড়ুন: মাধ্যমিক ইংরেজিতে ছাঁকা নম্বর তুলতে দারুণ টিপস দিলেন জিলা স্কুলের শিক্ষক, জানুন
কন্যা (অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২) -চাকরি হোক বা ব্যবসা- গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বাড়বে আর তার মধ্যেই নিহিত উন্নতির রূপরেখা। আর্থিক ভাগ্য প্রসন্ন হবে, বুদ্ধি খাটালে তা ধরেও রাখা যাবে। পেশাদার ক্ষেত্রের অগ্রগতি অব্যাহত থাকবে।
প্রতিকার: অনুগ্রহ করে বটবৃক্ষের নিচে একটি ঘিয়ের প্রদীপ নিবেদন করুন।তুলা (সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২) -প্রত্যাশিত অর্থ উপার্জন করা সহজ হবে, মুনাফার হার বাড়তে থাকবে। কাজের জায়গায় আরও সময় দেওয়া দরকার, পূর্ব নির্ধারিত পরিকল্পনা মতো কাজ করে গেলেই সর্বাঙ্গীণ মঙ্গল হবে।প্রতিকার: অনুগ্রহ করে দিনে ৭ বার হনুমান চালিসা পাঠ করুন।
বৃশ্চিক (অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১) -চাকরি হোক বা ব্যবসা- আবেগপ্রবণতা, ঔদ্ধত্য এবং একগুঁয়েমি বাদ দিয়ে পদক্ষেপ বাঞ্ছনীয়। খুব ভেবে-চিন্তে কাজ করতে হবে, না হলে সমস্যায় পড়তে হতে পারে। সঠিক পরিকল্পনা এবং তার বাস্তবায়নই আপাতত কাম্য।প্রতিকার: অনুগ্রহ করে বন্দী পাখিদের মুক্ত করুন।
ধনু (নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১) -আত্মবিশ্বাস বজায় থাকবে আর তাকে হাতিয়ার করেই চাকরি হোক বা ব্যবসা- সর্বত্র কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সহজ হবে। বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে, উর্ধ্বতন কর্তৃপক্ষের বক্তব্য এবং সংস্থার নিয়ম মেনে চলাও একান্ত প্রয়োজন।প্রতিকার: অনুগ্রহ করে ভৈরব মন্দিরে মিষ্টান্ন নিবেদন করুন।
মকর (ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯) -বিপুল অর্থনৈতিক লাভের সম্ভাবনা রয়েছে, তবে যে কোনও রকমের আর্থিক লেনদেনে স্বচ্ছতা বজায় রাখতে হবে। চাকরি হোক বা ব্যবসা- অভইজ্ঞদের পরামর্শ মেনে চলতে হবে, খরচে রাশ টানতে হবে।প্রতিকার: অনুগ্রহ করে হনুমানজিকে ঘিয়ের প্রদীপ নিবেদন করুন।
কুম্ভ (জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮) -অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ করে ভাগ্য খুলতে চলেছে, নতুন কোনও যোগাযোগের সূত্রে উপার্জন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সাফল্যের পথ এখন উন্মুক্ত, তবে হিসেব করে খরচ না করলে ভবিষ্যতে সমস্যায় পড়তে হতে পারে।প্রতিকার: অনুগ্রহ করে রাম রক্ষা স্তোত্র পাঠ করুন।
মীন রাশি (ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০) -চাকরিজীবীদের কর্মক্ষেত্রে আচরণ সংযত রাখতে হবে, বুঝে-শুনে কথা না বললে সমস্যা হতে পারে। কাজে ঢিলে দেওয়া চলবে না, তেমনই অন্যের কাজের সমালোচনা করাও চলবে না। কাজের চাপ একই রকম থাকবে।প্রতিকার: অনুগ্রহ করে ১০৮ বার ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Daily Horoscope, Horoscope 2023