কলকাতা: আমাদের দেশের বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে আমাদের রাশিচক্রের ১২টি রাশি মানবজীবনের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতে সক্ষম। প্রত্যেকটি রাশি তাদের প্রতিদিনের গ্রহের ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে জীবনে ভিন্ন ভিন্ন ঘটনার সম্মুখীন হয়ে থাকে। সেই কারণেই প্রতিটি রাশির জাতক-জাতিকাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে জ্যোতিষশাস্ত্র ভবিষ্যদ্বাণী করতে সক্ষম। এবারে দেখে নেওয়া যাক রাশিফল আমাদের অর্থভাগ্য নিয়ে কী কী গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম!
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
ব্যবসায়, চাকরিতে অর্থাগম হবে, বিনিয়োগের ফাঁদে পা দেওয়া চলবে না।প্রতিকার - অনুগ্রহ করে হনুমানজিকে ঘিয়ের প্রদীপ নিবেদন করুন।আরও পড়ুন: অয়ন শীলের থেকে এবার যা খোঁজ পেল ইডি, মাথায় হাত সকলের! নতুন তলবে ঘুরে যাবে সবকিছু?
মিথুন: মে ২১ থেকে জুন ২০।মাথা ঠান্ডা রেখে দৃঢ় মনোভাব নিয়ে কাজ করতে পারলে সাফল্য আসবেই।প্রতিকার - অনুগ্রহ করে ভগবান গণেশকে দূর্বা অর্পণ করুন।
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।চাকরি ছাড়তে চাইলে প্রয়োজনীয় খোঁজখবর হাতের নাগালে আসবে।প্রতিকার - অনুগ্রহ করে সূর্যদেবকে জল অর্পণ করুন।
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।ব্যবসা হোক বা চাকরি- কঠোর পরিশ্রমই আর্থিক উন্নতির কারণ হবে।প্রতিকার - অনুগ্রহ করে প্রতিবন্ধীর সেবা করুন।
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।চাকরি বা ব্যবসায় নিজের সবটা দিয়ে কাজ করলে মুনাফা হবেই।প্রতিকার - অনুগ্রহ করে পিঁপড়েকে চিনি মেশানো ময়দা খাওয়ান।
আরও পড়ুন: ৯০ বছরের এই বৃদ্ধার শখ কী জানেন? কেউই শুনে বিশ্বাস করতে পারছে না!
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।প্রয়োজনীয় বিষয়ে মনোযোগ দিলে এবং সেই মতো পদক্ষেপে অর্থাগম অনিবার্য।প্রতিকার - অনুগ্রহ করে পিপুল গাছের নিচে ঘিয়ের প্রদীপ নিবেদন করুন।
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।ব্যবসায় মুনাফা বাড়বে, চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে।প্রতিকার - অনুগ্রহ করে লাল গরুকে গুড় খাওয়ান।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।নানা সুযোগ আর্থিক অবস্থার উন্নতিসাধনের সহায়ক হবে।প্রতিকার - অনুগ্রহ করে মা সরস্বতীকে মালা অর্পণ করুন।
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।পেশাদারদের সঙ্গে সুসম্পর্ক অর্থাগমের পথ প্রশস্ত করবে।প্রতিকার - অনুগ্রহ করে ভৈরব মন্দিরে নারকেল নিবেদন করুন।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।চাকরি হোক বা ব্যবসা- পারস্পরিক সহযোগিতাই টিকে থাকার চাবিকাঠি।প্রতিকার - অনুগ্রহ করে গরুকে সবুজ ঘাস খাওয়ান।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।চাকরি হোক বা ব্যবসা- সৃজনশীলতাই লাভের পথ দেখাবে।প্রতিকার - অনুগ্রহ করে হলুদ কোনও ভোজ্য বস্তু দান করুন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।