কলকাতা: আমাদের দেশের বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে আমাদের রাশিচক্রের ১২টি রাশি মানবজীবনের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতে সক্ষম। প্রত্যেকটি রাশি তাদের প্রতিদিনের গ্রহের ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে জীবনে ভিন্ন ভিন্ন ঘটনার সম্মুখীন হয়ে থাকে। সেই কারণেই প্রতিটি রাশির জাতক-জাতিকাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে জ্যোতিষশাস্ত্র ভবিষ্যদ্বাণী করতে সক্ষম। এবারে দেখে নেওয়া যাক রাশিফল আমাদের অর্থভাগ্য নিয়ে কী কী গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম!
মেষ (মার্চ ২১ থেকে এপ্রিল ১৯) -
বৃষ (এপ্রিল ২০ থেকে মে ২০) -
ব্যবসায়, কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম করতে হলেও তার সুফলও মিলবে।প্রতিকার: অনুগ্রহ করে ভগবান শিবের আরাধনা করুন।আরও পড়ুন: অফিসের অবসরে বেড়াতে গিয়েই সব শেষ, সিকিমে তুষারধসে সৌরভের মৃত্যু! চোখের জলে বিদায়...
মিথুন (মে ২১ থেকে জুন ২০) - টাকা-পয়সা সংক্রান্ত কাজে সতর্ক থাকা কাম্য, চাকরিজীবীরা সুখবর পেতে পারেন।প্রতিকার: অনুগ্রহ করে ভগবান গণেশের আরাধনা করুন।
কর্কট (জুন ২১ থেকে জুলাই ২২) - কাজে সামান্য ভুলও কর্তৃপক্ষের অসন্তোষ এবং আর্থিক লোকসানের কারণ হতে পারে।প্রতিকার: অনুগ্রহ করে অভাবীদের সাহায্য করুন।
সিংহ (জুলাই ২৩ থেকে অগাস্ট ২২) -ব্যবসা বৃদ্ধির নতুন পরামর্শ মিলবে, চাকরিজীবীদের অর্থলাভের সম্ভাবনা রয়েছে।প্রতিকার: অনুগ্রহ করে ভগবান বিষ্ণুর আরাধনা করুন।
আরও পড়ুন: সিকিমের তুষারধসে চাপা পড়েছিলেন ৩ বন্ধু, প্রাণে বেঁচে ফিরেও আতঙ্কে কাঁপছেন সুমিত-তথাগত-অরিন্দমরা!
কন্যা (অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২) -ব্যবসা হোক বা কর্মক্ষেত্র- ব্যক্তিগত যোগাযোগের সূত্রেই কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হবে।প্রতিকার: অনুগ্রহ করে শিবলিঙ্গের অভিষেক করুন।
তুলা (সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২) -কর্মপদ্ধতিতে পরিবর্তন না আনলে আর্থিক লাভ সম্ভব নয়- সেদিকে মন দেওয়া কর্তব্য।প্রতিকার: অনুগ্রহ করে ভগবান সূর্যকে অর্ঘ্য দান করুন।
বৃশ্চিক (অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১) -নতুন কাজ শুরুর পক্ষে সময় আদর্শ নয়, চোখ-কান খোলা রেখে সুযোগের অপেক্ষা করতে হবে।প্রতিকার: অনুগ্রহ করে যোগাসন প্রাণায়াম অভ্যাস করুন।
ধনু (নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১) -অন্যের পরামর্শ আর্থিক ক্ষতির কারণ হতে পারে, ষষ্ঠেন্দ্রিয়ের উপরে ভরসা করতে হবে।প্রতিকার: অনুগ্রহ করে হলুদ কোনও দ্রব্য করুন।
মকর (ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯) -কর্মক্ষেত্রে স্বীকৃতি এবং সম্মান পেলেও কাজের পদ্ধতিতে পরিবর্তন প্রয়োজন।প্রতিকার: অনুগ্রহ করে দুঃস্থ শিশুদের বস্ত্র দান করুন।
কুম্ভ (জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮) - মনে উদ্বেগ থাকবে, কর্মক্ষেত্র হোক বা ব্যবসা- অতিরিক্ত পরিশ্রম করেও সুফল মিলবে না।প্রতিকার: অনুগ্রহ করে অভাবীদের সাহায্য করুন।
মীন (ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০) -ব্যবসা হোক বা কর্মক্ষেত্র- অভ্যন্তরীণ ক্ষেত্রে পরিবর্তনই উন্নতি তথা লাভের দিকে নিয়ে যাবে।প্রতিকার: অনুগ্রহ করে ভগবান গণেশের আরাধনা করুন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Daily Horoscope, Horoscope 2023