হোম /খবর /জ্যোতিষকাহন /
মঙ্গলবার হাতে টাকা আসবে? না জলের মতো খরচ হবে? রাশি মিলিয়ে জানুন

Money Horoscope: মঙ্গলবার হাতে টাকা আসবে? না জলের মতো খরচ হবে? রাশি মিলিয়ে জানুন

মঙ্গলবার হাতে টাকা আসবে?

মঙ্গলবার হাতে টাকা আসবে?

Money Horoscope: জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম!

  • Share this:

কলকাতা: আমাদের দেশের বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে আমাদের রাশিচক্রের ১২টি রাশি মানবজীবনের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতে সক্ষম। প্রত্যেকটি রাশি তাদের প্রতিদিনের গ্রহের ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে জীবনে ভিন্ন ভিন্ন ঘটনার সম্মুখীন হয়ে থাকে। সেই কারণেই প্রতিটি রাশির জাতক-জাতিকাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে জ্যোতিষশাস্ত্র ভবিষ্যদ্বাণী করতে সক্ষম। এবারে দেখে নেওয়া যাক আজকের রাশিফল আমাদের অর্থভাগ্য নিয়ে কী কী গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম!

মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।

ব্যবসায় অতিরিক্ত উদ্যম এড়িয়ে চলতে হবে। বয়সে বড়দের সঙ্গে সম্পর্ক শান্তিপূর্ণ রাখতে হবে।

প্রতিকার: ভৈরব মন্দিরে মিষ্টান্ন নিবেদন করুন।

বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।

ব্যবসায় লাভের পরিমাণ বাড়তে পারে। কাজে গতি আসবে। সহকর্মীদের সমর্থন মিলবে।

প্রতিকার: দুর্গা মন্দিরে বসে দুর্গা চালিসা পাঠ করুন।

আরও পড়ুন: দিন কাটছে জেলে, তবু কত মানুষের মুখে হাসি ফোটালেন অনুব্রত! উপচে পড়ছে প্রশংসা, কী ঘটল জানেন?

মিথুন: মে ২১ থেকে জুন ২০।

বিলাসে অর্থব্যয় হতে পারে। নিয়ম নীতি মেনে কাজ করতে হবে। বাড়ি বা গাড়ি কেনার সম্ভাবনা।

প্রতিকার: ভগবান গণেশকে দূর্বা নিবেদন করুন ও ১০৮ বার গণেশমন্ত্র জপ করুন।

কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।

কর্মক্ষেত্রে সাফল্য আসবে। বর্তমান সম্পদের দিকে নজর দিতে হবে। সম্পদ বৃদ্ধির সম্ভাবনা।

প্রতিকার: ভগবান শ্রীকৃষ্ণকে মিছরি নিবেদন করুন।

সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।

নিজের প্রতিভায় অর্থনৈতিক পরিস্থিতি উন্নয়নের চেষ্টা করা যাবে। বিনিয়োগে ক্ষতির আশঙ্কা।

প্রতিকার: কালো কুকুরকে রুটি দিন।

আরও পড়ুন: পাড়ার মধ্যে হিসহিস আওয়াজ, শেষমেশ যে 'দানবের' খোঁজ মিলল, ভয়ে ঘুম আসছে না কারও

কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।

ঝুঁকিপূর্ণ কাজে আগ্রহ দেখানোর প্রয়োজন নেই। শিল্পীসত্তা শক্তিশালী হবে। দৃঢ়তা রাখতে হবে।

প্রতিকার: হনুমান চালিসা পাঠ করুন।

তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।

অর্থনৈতিক বিষয় স্বাভাবিক থাকবে। প্রতিযোগিতায় ধৈর্য রাখতে হবে। লেনদেন স্বচ্ছতা আসবে।

প্রতিকার: বট গাছের নিচে ঘিয়ের প্রদীপ জ্বালান

বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।

চাকরজীবীরা অকর্ষণীয় সুযোগ পেতে পারেন। কাজে অধিক সময় ব্যয় করতে হবে।

প্রতিকার- সুন্দরকাণ্ড অথবা হনুমান চালিসা পাঠ এ করুন।

ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।

অর্থনৈতিক লাভ বাড়বে। ব্যবসায়ীদের প্রভাব বৃদ্ধি পাবে। সাফল্যের সুযোগ আসতে পারে।

প্রতিকার- বন্দি পাখি মুক্ত করুন।

মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।

ব্যবসায় কাঙ্ক্ষিত ফল মিলতে পারে। যেকোনও বাধা দূর হয়ে যাবে। কাজের পরিস্থিতি ভাল হবে।

প্রতিকার- ভগবান গণেশকে লাড্ডু নিবেদন করুন।

কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।

পেশাদারি কাজ ফেলে রাখা ঠিক নয়। কাজের গতি বৃদ্ধি পাবে। কাছের কারও পরমার্শ মেনে কাজ করা যেতে পারে।

প্রতিকার- দুর্গা চালিসা পাঠ করুন।

মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।

কর্মক্ষেত্রে দায়িত্বপূর্ণ আচরণ করতে হবে। এতেই উন্নতির সম্ভাবনা। আয় ও ব্যয়ের সামঞ্জস্য থাকবে।

প্রতিকার- মাকে মিষ্টান্ন নিবেদন করুন।

Published by:Raima Chakraborty
First published:

Tags: Daily Horoscope, Money Mantra