হোম /খবর /জ্যোতিষকাহন /
দেখে নিন ভাগ্যফল, আজ কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য!

Oracle Speaks: ওরাকল স্পিকস ২৭ জানুয়ারি; দেখে নিন ভাগ্যফল, জেনে নিন কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য!

জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি!

  • Share this:

কলকাতা: অলটারনেটিভ এবং লজিস্টিক হিলিংয়ের প্রসঙ্গে সিতারা- দ্য ওয়েলনেস স্টুডিওর বিশেষজ্ঞা পূজা চন্দ্রর কথা আলাদা করে উল্লেখ করতেই হয়। অতি শৈশব থেকে নানা আধ্যাত্মিক অভিজ্ঞতা যাত্রাপথ তাঁর সংবেদনশীলতা বৃদ্ধি করেছে, এক ঝলকেই তিনি বলতে পারেন কে কেন কষ্টে রয়েছেন। প্যাশনেট ব্লগার পূজা এবার কলম ধরেছেন আমাদের জন্য, ভাগ করে নিচ্ছেন জীবন উন্নত করে তোলার সাপেক্ষে তাঁর দৃষ্টিভঙ্গী। জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি!

মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।নিজের কাজকে ছড়িয়ে দিতে নতুন উপায় অবলম্বন করতে হবে। পিতা-মাতার যে জিনিস সমস্যায় ফেলতে পারে তার সমাধানও হয়ে যাবে।লাকি সাইন – একটি ট্যাটু।

বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।

কয়েকজন ব্যক্তি জীবনকে অতিষ্ঠ করে তুলতে পারে। শক্ত হাতে সমস্যার মোকাবিলা করতে হবে। ব্যবসায়ে সাময়িক সমস্যা হতে পারে।লাকি সাইন – একটি সল্ট ল্যাম্প।

মিথুন: মে ২১ থেকে জুন ২০।অতীতের কিছু কাজের ফল এখন মিলছে। ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে থাকলে ব্যবসার জন্য ভাল চুক্তি হতে পারে। ক্ষুদ্র ব্যবসায় ঋণের সমস্যা কাটবে।লাকি সাইন – একটি নাইটিঙ্গেল।

আরও পড়ুন: শুধু নির্মলা একা নন, বাজেট তৈরির নেপথ্যে রয়েছেন যে ৮ জন, চিনে নিন

কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।তীর্থক্ষেত্রে ভ্রমণের সম্ভাবনা। কোনও ঋষির সঙ্গে দেখা হতে পারে। মিলতে পারে গভীর কিন্তু বিরল জ্ঞান। ছোট তর্ক থেকে বড় ঝামেলার সম্ভাবনা।লাকি সাইন – একটি রোপওয়ে।

সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।অডিশনের মাধ্যমে অভিনয় জগতে পা দেওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ির সমস্যা এখনই কাটবে না।লাকি সাইন – একটি গোল্ডেন গেট।

কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।সবকিছুই মনোভাবের উপর নির্ভর করবে। সুযোগ ইতিমধ্যেই এসেছে, সেটাকে সুন্দরভাবে পরিচালনা করতে হবে। তবে প্রত্যাশা পূরণ নাও হতে পারে।লাকি সাইন – একটি রুপোলি তার।

আরও পড়ুন: বিরাট আশা MSME সেক্টরের! বাজেটে কি চমক দেবেন নির্মলা

তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।উদ্দেশ্যই সবকিছু। উদ্দেশ্য ভাল হলে বাকিটা আপনিই হয়ে যাবে। অন্যের প্রতি সন্দেহ না রাখাই ভাল। নেতিবাচকতা কাজে বাধা সৃষ্টি করতে পারে।লাকি সাইন – কাচের টুকরো।

বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।ইচ্ছে অনুযায়ী কাজ করার জন্য সময়ের সদ্ব্যবহার করতে হবে। আশেপাশের মানুষের থেকে সতর্ক থাকতে হবে।লাকি সাইন – সবুজ জায়গায় ভ্রমণ।

ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।অন্যকে নিয়ে খুব বেশি সমালোচনা বন্ধ করতে হবে। ভরসা রাখতে হবে নিজের অভিজ্ঞতায়। অন্যের ব্যক্তিগত ক্ষেত্রে অনুপ্রবেশ করাটা নিন্দনীয়।লাকি সাইন – একটি হ্রদ।

মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।জনগণের বিশ্বাস অর্জন করতে হবে। কর্মক্ষেত্রে সিনিয়ররা সন্তুষ্ট নাও হতে পারেন। হাতে সুযোগ থাকবে, কিন্তু সেগুলো কাজে লাগানো সম্ভব হবে না।লাকি সাইন – একটি সাদা মোমবাতি।

কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।মানসিক স্বাস্থ্য এবং স্থিতিশীলতাই এই মুহূর্তে সবচেয়ে উদ্বেগের বিষয়। মনে অনেক চিন্তা ভিড় করছে। ফোকাস নষ্ট হচ্ছে।লাকি সাইন – একটি কালো ট্যুরমালাইন।

মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।সমস্যা যাই হোক না কেন, বসে সমাধান করতে হবে। ছোট ছোট জিনিস ধরলে দূরত্ব বাড়বে। শীঘ্র কোনও পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা।লাকি সাইন – একটি লাল স্কার্ফ।

পূজা চন্দ্র বিষয়ে কিছু তথ্য:

পূজা চন্দ্র পেশায় একজন হলিস্টিক হিলিং প্র্যাকটিশনার। এরই পাশাপাশি পূজা রেইকি গ্র্যান্ডমাস্টার এবং অন্যান্য হিলিং সার্টিফায়েড মোড নিয়ে গবেষণা করেছেন। টেরোট কার্ড পড়ার পাশাপাশি থেটা, বুদ্ধিস্ট, চক্র এবং পেট হিলিং থেরাপির মতো একাধিক বিষয়ে দক্ষ পূজা চন্দ্র হিলিং এবং এর বিকল্প থেরাপি বিষয়ে সিদ্ধহস্ত।

বিগত ত্রিশ বছরের অভিজ্ঞতা এবং অনুশীলনে হিলিং থেরাপি নিয়ে পূজা এক একটি অসাধারণ কৌশল বা উপায় আবিষ্কার করেছেন।

শৈশব থেকেই একাধিক আধ্যাত্মিক বিষয়ে নিযুক্ত থেকে নিজের মনস্তাত্ত্বিক ক্ষমতাকে তিনি অসাধারণ স্তরে বিকশিত করতে সক্ষম হয়েছেন। দীর্ঘ জীবনের পরিচর্যায় পূজা একজন সহানুভূতিশীল কিশোরী থেকে উন্নত মানের হিলিং থেরাপিস্ট হিসেবে নিজেকে গড়ে তুলেছেন।

পূজা মূলত এমন মানুষদের সঙ্গে কাজ করেন যাঁরা বিভিন্ন ধরনের মানসিক বা শারীরিক উদ্বেগজনিত সমস্যায় ভোগেন। নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতায় পূজা খুব সহজেই তাঁদের সাইকোলজিক্যাল সিস্টেম এবং সমস্যার জায়গাগুলি অনুধাবন করতে পারেন।

একজন অভিজ্ঞ হিলিং থেরাপিস্ট হিসাবে পূজা বিশ্ব জুড়ে যে কোনও জায়গায় ব্যক্তিগতভাবে এবং দূরত্বে থাকা মানুষদেরও কার্যকর হিলিং সেশন অফার করেন৷ যাঁরা পূজার সঙ্গে যোগাযোগে আগ্রহী তাঁরা তাঁর ওয়েবসাইটে www.citaaraa.com থেরাপি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। ওই ওয়েবসাইটে থেরাপির বর্ণনার পাশাপাশি যাঁরা হিলিং থেরাপির সাহায্য নিয়ে সুস্থ হয়েছেন এমন মানুষরাও তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।

তবে কেবলমাত্র হিলিং থেরাপিস্টই নন, পূজা চন্দ্র সেই সঙ্গে একজন দক্ষ লেখক, কবি এবং একজন ব্লগারও। তিনি প্রধানত তাঁর নিবন্ধ এবং প্রকাশিত ব্লগের মাধ্যমে নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করতে পছন্দ করেন যা জীবন সম্পর্কে আমাদের নতুন কিছু শেখায়।

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Astrology, Horoscope, Oracle Speaks, Zodiac Signs