#নয়াদিল্লি: অলটারনেটিভ এবং লজিস্টিক হিলিংয়ের প্রসঙ্গে সিতারা- দ্য ওয়েলনেস স্টুডিওর (Citaaraa- The Wellness Studio) বিশেষজ্ঞা পূজা চন্দ্রর (Pooja Chandra) কথা আলাদা করে উল্লেখ করতেই হয়। অতি শৈশব থেকে নানা আধ্যাত্মিক অভিজ্ঞতা যাত্রাপথ তাঁর সংবেদনশীলতা বৃদ্ধি করেছে, এক ঝলকেই তিনি বলতে পারেন কে কেন কষ্টে রয়েছেন। প্যাশনেট ব্লগার পূজা এবার কলম ধরেছেন আমাদের জন্য, ভাগ করে নিচ্ছেন জীবন উন্নত করে তোলার সাপেক্ষে তাঁর দৃষ্টিভঙ্গী। জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি!
আরও পড়ুন: সংখ্যাতত্ত্বে ৩১ মার্চ; দেখে নিন কেমন যাবে দিন!
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।আবেগ এবং কর্মের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। অতিরিক্ত ওষুধ সেবনে নানা সমস্যার সম্ভাবনা।
লাকি সাইন– ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ ৷
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০।অন্যের তোয়াক্কা না করে নিজের পাশে নিজেকেই দাঁড়াতে হবে। সময় মতো ঘুম থেকে ওঠা দরকার।
লাকিসাইন– একটি পোখরাজ স্ফটিক ৷
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০।কেউ আন্তরিক ভাবে স্বাগত জানাতে পারে এবং আতিথেয়তা উপভোগ্য হবে। লাকি সাইন– একটি হিবিস্কাস ফুল ৷ আরও পড়ুন: Shani Uday: ৪ রাশির জাতক-জাতিকারা মালামাল! টাকা পয়সার বৃষ্টি হবে বাধা-বিপত্তি সহজেই দূর হবে কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২।সাম্প্রতিক কৃতিত্বের জন্য গর্ব হবে। আজ কিছুটা ক্লান্ত বোধ হতেও পারে। লাকি সাইন- ট্যুরমালাইন ক্রিস্টাল ৷ সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।পুরনো স্মৃতি মনে উদয় হবে। পরিবারের ঘনিষ্ঠ কারও সমর্থন মিলবে। লাকি সাইন- একটি চড়ুই ৷ কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। কোনও নতুন কাজ শুরু করার আগে মনোযোগ দিয়ে তা বিশ্লেষণ করে নিতে হবে। নগদ লাভের সম্ভাবনা।লাকি সাইন- একটি কাঠের বাক্স ৷ তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।বর্তমান যে প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে তার কারণ পরিকল্পনার অভাব। স্টক বিনিয়োগে ইতিবাচক প্রভাব পড়বে। লাকি সাইন- একটি মার্বেলের টেবিল ৷ বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।খুব শীঘ্রই কোনও বিশ্বস্ত মানুষের খোঁজ মিলবে। লাকি সাইন– একটি সোলার প্যানেল ৷ আরও পড়ুন: Vastu | What Not to Keep In Moneybag: জলের মত বেরিয়ে যাবে টাকা! ভুলেও মানিব্যাগে রাখবেন না 'এই' কয়েকটি জিনিস ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।মেজাজ প্রফুল্ল, মানসিক চাপ কম থাকবে। স্বাস্থ্যের জন্য কারোর সাহায্য নিতে বিব্রত বোধ করবেন না। লাকি সাইন– পুরানো পত্রিকা ৷নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Oracle Speaks, Pooja Chandra