#কলকাতা: ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। এবার সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক আজকের দিনে কার ভাগ্যে কী রয়েছে!
#সংখ্যা ১ (যাঁদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে):
আরও পড়ুন: বাড়ল না কমল? সোনা-রুপোর আজকের দাম জেনে নিন বিনিয়োগ-কেনাকাটার আগে!
#সংখ্যা ২ (যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে):রোমান্সের জোরে সম্পর্ক মজবুত হবে। পুরনো বন্ধুদের সঙ্গে সময় কাটাতে হবে।শুভ রঙ: সি-গ্রিনশুভ দিন: সোমবারশুভ সংখ্যা: ২ এবং ৬দান: অনুগ্রহ করে দরিদ্রদের লবণ দান করুন
#সংখ্যা ৩ (যাঁদের জন্ম ৩, ১২, ২১ এবং ৩০ তারিখে):নিজের অনুভূতি না-প্রকাশ করলে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। নতুন কিছু করার পরিকল্পনা তৈরি হবে।শুভ রঙ: বাদামীশুভ দিন: বৃহস্পতিবারশুভ সংখ্যা: ৩ এবং ১দান: অনুগ্রহ করে আশ্রমে হলুদ ভাত দান করুন
#সংখ্যা ৪ (যাঁদের জন্ম ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে):পরিকল্পনা ছকে ফেললেও তার বাস্তবায়নের জন্য অপেক্ষা করাই ভাল। মার্কেটিংয়ের কৌশলকে কাজে লাগাতে হবে।শুভ রঙ: টিলশুভ দিন: মঙ্গলবারশুভ সংখ্যা: ৯দান: অনুগ্রহ করে ভিক্ষুকদের নিরামিষ নোনতা খাবার দান করুন
#সংখ্যা ৫ (যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে):সম্পর্কের ক্ষেত্রে ভাগ্য সহায় থাকবে। বিশেষ মানুষের সঙ্গেও আলাপ হওয়ার সম্ভাবনা রয়েছে।শুভ রঙ: সমুদ্র নীলশুভ দিন: বুধবারশুভ সংখ্যা: ৫দান: অনুগ্রহ করে সবুজ গাছপালা দান করুন
আরও পড়ুন: সরকার পেশ করতে চলেছে ভারত বন্ড ETF-এর চতুর্থ কিস্তি, জানুন খুঁটিনাটি!
#সংখ্যা ৬ (যাঁদের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখে):জয়ীর মতো নিজের সমস্ত লক্ষ্যই পূরণ করতে সক্ষম হবেন। বিবাহের প্রস্তাব আসতে চলেছে।শুভ রঙ: আকাশী এবং অ্য়াকোয়াশুভ দিন: শুক্রবারশুভ সংখ্যা: ৬ এবং ২দান: অনুগ্রহ করে বাচ্চাদের নীল রঙের পেন অথবা পেনসিল দান করুন
#সংখ্যা ৭ (যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে):আপনাকে ঘিরেই থাকবে সকলের স্নেহ-ভালোবাসা। নিজের স্বপ্নও পূরণ করতে পারবেন।শুভ রঙ: বেইজশুভ দিন: সোমবারশুভ সংখ্যা: ৭দান: অনুগ্রহ করে তামার পাত্র দান করুন
#সংখ্যা ৮ (যাঁদের জন্ম ৮, ১৭ এবং ২৬ তারিখে):সিদ্ধান্ত নিতে গেলে নিজেরই আত্মবিশ্বাস বাড়বে। দুই সঙ্গী অথবা দম্পতিদের মধ্যে সম্পর্ক জোরালো হবে।শুভ রঙ: টিলশুভ দিন: শুক্রবারশুভ সংখ্যা: ৬দান: অনুগ্রহ করে গবাদি পশুদের সেবা দান করুন
#সংখ্যা ৯ (যাঁদের জন্ম ৯, ১৮ এবং ২৭ তারিখে):ব্যবসায় বিনিয়োগ করা যেতে পারে। পরিবার এবং বন্ধুদের সাহায্য করার ফলে তাঁদের থেকে ভালোবাসা ও আশীর্বাদ পাবেন।শুভ রঙ: বাদামীশুভ দিন: মঙ্গলবারশুভ সংখ্যা: ৯ এবং ৬দান: অনুগ্রহ করে এক শিশু কন্যাকে লাল রুমাল দান করুন
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Astrology, Horoscope, Numerology Suggestions, Zodiac Signs