#কলকাতা : ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। আজ বিশেষ কোনও পরিস্থিতিতে সত্যি বলা সমস্যার হলেও ভবিষ্যতের জটিলতা এড়াতে তা করতে হবে।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। অন্যের প্রতি দয়াবোধ থাকা ভালো, কিন্তু নরম স্বভাবের সুযোগ অন্যদের নিতে দেওয়া বন্ধ করতে হবে।
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। চিন্তার জালে জড়িয়ে না থেকে আজ একটু হইচই করুন, তাতে জীবনযাপনের একঘেয়েমিও কাটবে।
আরও পড়ুন : পঞ্জিকা ৪ সেপ্টেম্বর: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। সঙ্গী বা পরিপার্শ্ব আজ একঘেয়ে হয়ে উঠলে নিজের শখের প্রতি সময় দিন, মন তাতে ভালো থাকবে।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। আজ নিজের সদর্থক গুণগুলোর দিকে নজর দিন, তাহলেই ভিড়ের মধ্যে আলাদা হয়ে উঠতে পারবেন।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। একপাশে সরিয়ে না রেখে আজ সমস্যার মোকাবিলা করুন, তার মধ্যে দিয়েই জটিলতা কাটবে!
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। আজ স্বল্পপরিচিত ব্যক্তিকে বিশ্বাস করার আগে সতর্ক থাকুন, ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। আজ বার বার খতিয়ে দেখে তবেই পদক্ষেপ করুন, নাহলে জীবনে অনর্থক জটিলতা বাড়বে।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। আজ আপনার জীবনীশক্তির সঙ্গে পাল্লা দিতে অনেকেই হিমসিম খাবে, দিন ভালো যাবে।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। জানা নেই এমন কিছু বিষয় নিয়ে কাজ, অচেনা জায়গায় ঘোরাফেরা আজ মন ভালো রাখবে।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। আজ বুদ্ধিবৃত্তির চাহিদা মেটানোর দিন, নিজের জন্য সময় দিয়ে তার সদ্ব্যবহার করতে হবে।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। আজ নতুন কারও সঙ্গে আলাপ হলে সতর্ক থাকুন, আকর্ষণীয় ব্যক্তি বিপজ্জনকও হতে পারেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Horoscopes, Zodiacs