#কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। আজ কাছের মানুষদের আপনাকে প্রয়োজন হবে, তাদের পাশে থাকতে ভুলবেন না।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। আজ সম্পর্ক বা কর্মজীবন নিয়ে দ্বিধাবোধে ভুগতে হতে পারে, সিদ্ধান্ত এখনই নেবেন না।
আরও পড়ুন- মন জয় করেন লহমায়, এই ৫ রাশির জাতিকারা সব চেয়ে স্মার্ট! আপনি আছেন নাকি তালিকায়?
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। আজ পরিবারের সদস্যদের সঙ্গে মতানৈক্য হতে পারে, তাই চূড়ান্ত পদক্ষেপের আগে সময় নিন।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। মনের মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি মেটানোর উদ্যোগ আজ আপনাকেই নিতে হবে।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। ফেরত পাওয়ার সম্ভাবনা আছে কি না সেটা বিচার করে আজ অর্থসাহায্য করবেন।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। আজ অন্যদের সঙ্গে খাপ খাওয়াতে অসুবিধা হতে পারে, তাই নিজেকে শান্ত রাখা দরকার।
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। আজ বন্ধুদের বিশ্বাসঘাতকতার সম্ভাবনা আছে, গোপন কথা লোক বুঝে বলবেন।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। নতুন কোনও সম্পর্ক আজ উজ্জ্বল মনে হলেও ব্যক্তিটিকে যাচিয়ে নিতে ভুলবেন না।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। জীবনের প্রয়োজনীয়তা বদলাতে চলেছে, তবে এখনই এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না।
আরও পড়ুন- আপনার রাশি কি? মিলিয়ে এই পদক্ষেপ করুন, কমে যাবে জীবনের সব সমস্যা
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। ক্লান্তি, কাছের মানুষদের থেকে দূরত্ব আজ বিব্রত করে রাখবে, পারলে বিশ্রাম নিন।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। ভালোবাসার সম্পর্কে আজ প্রত্যাশা না মিটলেও এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় নয়।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। যত ঘনিষ্ঠই হোক না কেন, আজ কারও মুখের কথায় বিশ্বাস রাখবেন না, নিজে যাচিয়ে দেখুন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Daily Horoscope, Horoscope Today