#কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা (Horoscope Today)।
জন্মদিন মিলিয়ে দেখে নিন, আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য (Horoscope Today, June 20 2022) ৷
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।মাথায় রাখতে হবে যে, সুস্বাস্থ্যের জন্য শরীরের সঙ্গে সঙ্গে মনেরও অবদান রয়েছে। এত দিন যে বিষয়গুলি নিয়ে কাজ করা হয়েছে, এবার তা জনসমক্ষে নিয়ে আসার সময়।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। সম্পর্কে কোনও সমস্যা হয়ে থাকলে সমাধান খোঁজার চেষ্টা করতে হবে। আজ সারাদিন এনার্জি তুঙ্গে থাকবে।
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। যত্নের অভাবে শারীরিক সমস্যা হতে পারে। এই রাশির জাতক-জাতিকার কর্মসংক্রান্ত দৃষ্টিভঙ্গী সম্পূর্ণ রূপে বদলে যেতে চলেছে। সঙ্গীর সঙ্গে সময় কাটাতে হবে।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। সুস্বাস্থ্যের অধিকারী হতে ভাল ডায়েটের সাহায্য নিতে হবে। অন্য কারওর অঙ্গুলিহেলনে চলা উচিত নয়। আজ এই রাশির জাতক-জাতিকারা কর্মদক্ষতার কারণে প্রশংসা পাবেন।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। আজ শরীর ভাল থাকলেও মনে হবে যেন, শরীর দুর্বল রয়েছে। পরিচিত কাছের কোনও মানুষ এই রাশির জাতক-জাতিকার সঙ্গী হতে চাইবেন। আর্থিক সমস্যা নিয়ে শেষ অবধি সমাধানে পৌঁছনো যাবে।
আরও পড়ুন-মিলবে শনিদেবের কৃপাদৃষ্টি! রাশিচক্র অনুযায়ী জপ করতে হবে এই মন্ত্রগুলি
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। এই রাশির জাতক-জাতিকাদের কাছের কোনও মানুষ শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়তে পারেন। মনে রাখতে হবে, কোনও সম্পর্কের শেষ কথাই হল– নিজের মনের কথা শোনা।
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। আপনার জন্য আজ কিছু দারুণ সারপ্রাইজ অপেক্ষা করে আছে। আজ বন্ধুদের সঙ্গে কোনও অ্যাডভেঞ্চারে যেতে হতে পারে। এই রাশির জাতক-জাতিকার সুন্দর কথাবার্তা অন্যদের মুগ্ধ করবে।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। আজ নিজের প্রতিভা প্রদর্শনের জন্য আদর্শ দিন। পায়ের যত্ন নিতে হবে, না-হলে সমস্যা দেখা দিতে পারে। আপনার কঠোর পরিশ্রম কাজে সাফল্য এনে দেবে।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। খাওয়া-দাওয়া নিয়ে একটু সাবধানে থাকতে হবে, না-হলে পেটের গোলমাল হতে পারে। সঙ্গীর সঙ্গে সময় কাটানোর আদর্শ দিন আজ।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। আজ সঙ্গীর থেকে সমর্থন মিলবে। এই রাশির জাতক-জাতিকারা আজ কোনও অপ্রত্যাশিত উৎস থেকে উত্তরাধিকারসূত্রে অর্থ পেতে পারেন।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। কোনও ওষুধের রি-অ্যাকশন দেখা দিতে পারে, সাবধানে থাকতে হবে। আজ পারিবারিক বিষয়ে বেশ আগ্রহ থাকবে। কর্মক্ষেত্রে নিজের জায়গা বজায় রাখতে নতুন কোনও স্কিল শিখে নেওয়া যেতে পারে।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। সবার সঙ্গে মন খুলে মিশতে চেষ্টা করতে হবে। সম্পর্ককে নতুন স্তরে নিয়ে যাওয়ার জন্য এটাই আদর্শ সময়। যত বেশি কাজ করতে সক্ষম হবেন, তত বেশি সাফল্য পাবেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Daily Horoscope, Horoscope Today