ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। আজ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যাবেন না, স্রেফ সমাধানের পথ বলে সরে আসুন।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। আজ সাফল্যের লক্ষ্যে তথ্য সঞ্চয় করতে ভুলবেন না, তা ভবিষ্যতে কাজে আসবে।
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। সমস্যার সমাধান এখনই হবে না, হালকা হতে সহমর্মী কারও সঙ্গে কথা বলতে পারেন।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। কোনও কিছু কেনার আগে সেটা নিয়ে একটু বাজার সমীক্ষা করুন, পয়সা জলে যাবে না।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। সব কাজ একা শেষ করা যায় না, তাই দ্বিধা ঝেড়ে আজ সাহায্য নিন।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। আজ দেওয়া এবং নেওয়ার মধ্যে ভারসাম্য রাখতেই হবে, নাহলে সম্মানহানির সম্ভাবনা রয়েছে।
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। আজ নিজের খারাপলাগা নিয়ে সরব হতে হবে, নাহলে কেউ সমস্যার সমাধানে এগিয়ে আসবে না।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। আজ পরিস্থিতির উপরে কড়া নজর রাখুন, অসতর্ক হলেই গুরুত্বপূর্ণ খবর ফসকে যাবে।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। আজ পরনিন্দায় যোগ দেবেন না, তা ভবিষ্যতে ঝামেলা বাড়াবে বই কমাবে না।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। আজ পরিকল্পনার বদলে স্বতস্ফূর্ততা বেশি কাজে আসবে- এটা ভুলবেন না।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। কাউকে প্রত্যাখ্যান করতে হলে তা স্পষ্ট ভাবে করুন, নাহলে সমস্যা মিটবে না।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। আজ দরকার হলে স্পষ্ট ভাবে মনের কথা বলুন, তাতে চার পাশে অবাঞ্ছিত ভিড় কমবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Daily Horoscope