ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। আজ বাস্তববাদী দৃষ্টিভঙ্গী নিয়ে ভবিষ্যতের পদক্ষেপ করুন, সাফল্য করায়ত্ত হবে।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। আজ অনেক কিছুই পরিকল্পনা মতো হবে না, তার মধ্যে নিজেকে গুছিয়ে নিন।
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। আজ হাতের কাজ তাড়াতাড়ি শেষ করায় মন দিন, বাকি সব পরে হবে।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। আজ কাজে মন দিতে সমস্যা হবে, যতটা সম্ভব ধীরে-সুস্থে এগোতে থাকুন।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগস্ট ২২। আজ সহজেই অন্যরা আপনার কথা শুনবে, সেই মতো নিজের লক্ষ্যে এগিয়ে যান।
কন্যা (Virgo): অগস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। আজ অনেকেই আপনার কথায় গুরুত্ব দেবেন না, রাগ তাই সামলে রাথা বাঞ্ছনীয়।
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। আজ বাস্তববাদী হতেই হবে, হাতের কাজ শেষ না করলে সমস্যায় পড়তে হবে।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। আজ কারও সঙ্গে বিবাদে যাবেন না, শান্ত হয়ে সকলের বক্তব্য শুনে সিদ্ধান্ত নিন।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। আজ আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, সব কাজো সেই মতো মসৃণ গতিতে চলবে।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। আজ অন্যরা আপনার মতো কাজ শেষ করার মেজাজে থাকবে না, তাই একাই সব সামলাতে হবে।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। আজ বিশ্বাসযোগ্য বন্ধুদের সঙ্গে মন খুলে কথা বললে সমস্যার সমাধান মিলবে।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। আজকের দিন ঢিলেঢালা গতিতে চলবে, কিন্তু তাড়াতাড়িই আবার ক্লান্তি ঝরিয়ে স্বমহিমায় ফিরবেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Horoscopes, Zodiacs