ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। আজ মন থাকবে কার্যসিদ্ধির দিকে, দূরে ছুটি কাটানোর পরিকল্পনা তৈরি হতে পারে।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। বহু প্রতীক্ষিত আর্থিক সাফল্য আজ করায়ত্ত হবে, বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটবে।
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। দিনটি একান্তই ভালোবাসার, মনের মানুষকে সময় দিন, তাঁর সঙ্গে যোগাযোগ বাড়াতে উদ্যোগী হন।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। কাজ আর বিশ্রাম দুইয়ের মধ্যে আজ ভারসাম্য না রাখলে শরীর খারাপ হতে পারে।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগস্ট ২২। ভালোবাসার সম্পর্কে সাফল্য আসবে, দিনটি সুখে এবং স্বচ্ছন্দে কাটবে।
কন্যা (Virgo): অগস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। আজ কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনার দরজা খুলবে, দায়িত্ব সামলানোর জন্য নিজেকে সময় দিন।
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। কাজের সঙ্গে সম্পর্কিত কাগজপত্র আজ খুঁটিয়ে দেখা জরুরি, নাহলে বড়সড় ভুল হতে পারে।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। আর্থিক স্বাচ্ছন্দ্য আপনার সঙ্গে থাকবে, উপার্জনের জন্য অতিরিক্ত পরিশ্রম নিষ্প্রয়োজন।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। আজ অকারণে মনভার হতে পারে, যতটা পারেন বন্ধুদের সঙ্গে সময় কাটান।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। আজ সহজেই ক্লান্ত লাগবে, তাই প্রাধান্য অনুযায়ী কাজ শেষ করুন।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। অন্যকে সাহায্য করুন, কিন্তু তাদের জীবনের সমস্যায় আজ নিজেকে জড়াবেন না।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। অসম্ভব মনে হলেও আজ পাহাড়প্রমাণ কাজ সময়ে শেষ হয়ে যাবে, উদ্বিগ্ন হবেন না।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।