হোম /খবর /জ্যোতিষকাহন /
Horoscope Today: রাশিফল ২৭ জানুয়ারি; দেখে নিন কেমন যাবে আজকের দিন

Horoscope Today: রাশিফল ২৭ জানুয়ারি; দেখে নিন কেমন যাবে আজকের দিন

রাশিফল ২৭ জানুয়ারি: দেখে নিন কেমন যাবে আজকের দিন!

রাশিফল ২৭ জানুয়ারি: দেখে নিন কেমন যাবে আজকের দিন!

Horoscope Today, January 27, 2023: জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷

  • Share this:

কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।

জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷

মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।

অন্যদের পাশে পাবেন না, নিজের কাজের উদ্যোগ নিজেকেই নিতে হবে।

বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।

কী চাইছেন, সেটা স্পষ্ট ভাবে বলতে হবে, না হলে কেউ বুঝবে না।

আরও পড়ুন- মোদির নির্দেশে বাংলার সংখ্যালঘুদের 'মন কি বাত' বুঝতে বিশেষ অভিযানে নামছে পদ্ম শিবির

মিথুন: মে ২১ থেকে জুন ২০।

তর্কাতর্কি এড়িয়ে চলুন, না হলে অনেকের সাহায্য ভবিষ্যতে মিলবে না।

কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।

নিজেকে সীমানায় বাঁধলে চলবে না, আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে হবে।

সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।

সাফল্যের লক্ষ্যে অতিরিক্ত পরিশ্রম করতে হবে, চোখ-কান খোলা রাখা বাঞ্ছনীয়।

কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।

দিন ভাল যাবে, যোগাযোগের দক্ষতা কর্মক্ষেত্রে প্রতিপত্তি বাড়াবে।

তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।

আত্মবিশ্বাস সঙ্গে থাকবে, মন দিয়ে কাজ করলে সাফল্য সুনিশ্চিত।

বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।

জীবন বদলাতে চলেছে সদর্থক দিকে, এটা মাথায় রেখে পদক্ষেপ করুন।

ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।

যে অভ্যাস লক্ষ্যের দিকে এগোতে দিচ্ছে না, তা ছাড়তে হবে।

মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।

বেশি না ভেবে শুধু কাজ করে যেতে হবে, লক্ষ্যমাত্রা তাতেই পূরণ হবে।

কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।

অন্যদের নিজের যুক্তি বোঝানোর বদলে চুপ করে থাকাটাই ভাল হবে।

মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।

অপ্রয়োজনীয় জটিলতা ছেঁটে ফেললেই জীবন সুখের হয়- এটা ভুলবেন না।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Daily Horoscope, Horoscope Today